লোমহর্ষক নাটকের একটি দৃশ্য। |
আজ শনিবার সন্ধ্যা থেকে সিউড়িতে শুরু হচ্ছে নাট্যোৎসব। দু’টি গোষ্ঠী ওই নাট্যোৎসবের আয়োজন করেছে। শনি ও রবিবার সিউড়ির বিবেকানন্দ গ্রন্থাগারের শ্রীশ্রী রামকৃষ্ণ সভাগৃহে দু’দিনে ৪টি একাঙ্ক নাটক মঞ্চস্থ হবে। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে ওই যুব-নাট্যোৎসবের আয়োজক ‘সংস্কার ভারতী’র সিউড়ি শাখা ও নেহেরু যুব কেন্দ্র। প্রথম দিন মঞ্চস্থ হবে সিউড়ির ‘এখনই’ নাট্যদলের ‘ভগীরথের মূর্তি’ ও ‘আনন’ নাট্যদলের ‘কহেন কবি কালীদাস’। পরের দিন মঞ্চস্থ হবে স্থানীয় ‘আত্মজ’ নাট্যদলের ‘নাসিরুদ্দিন মোল্লা’ এবং লাভপুরের ‘বীরভূম সংস্কৃতি বাহিনী’র বহু পুরস্কারপ্রাপ্ত নাটক ‘নাগিনী কন্যার কাহিনী’। অন্য দিকে ‘আনন’ নাট্যদলের চল্লিশ বছর পূর্তিতে ৯-১১ মার্চ স্থানীয় রবীন্দ্রসদনে আরও একটি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। বাইরের পাঁচটি নাট্যগোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই নাট্যোৎসবে। মঞ্চস্থ হবে কলকাতার ‘অন্য থিয়েটার’ প্রযোজিত ‘জগা খিচুড়ি’, ইছাপুর ‘আলেয়া’ গোষ্ঠীর ‘ইচ্ছে ডানা’, দমদম রাধানগর দর্পণ গোষ্ঠীর ‘সাধারণ মেয়ে’ এবং আসানসোল ‘কথাভাষ্য’ নাট্যগোষ্ঠীর ‘দহনকাল’। শেষ দিনের আকর্ষণ বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার অভিনীত কলকাতার ‘ব্ল্যাঙ্ক ভার্স’ গোষ্ঠীর পূর্ণাঙ্গ হাসির নাটক ‘ফুড়ুৎ’। |
খাদি ও গ্রামীণশিল্পের বিকাশ ও বিপণনের লক্ষ্যে কেন্দ্রীয় সূক্ষ্ম, লঘু ও মধ্যম উদ্যম মন্ত্রালয়ের খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের উদ্যোগে বোলপুরে হয়ে গেল বিশেষ প্রদর্শনী ও বিক্রয়। শুক্রবার এই প্রদর্শনী শেষ হয়। বালুচরী, প্রিন্টেড সিল্ক, করিয়াল, গরদ, খদ্দরের পায়জামা-পাঞ্জাবি-সহ নানা খাদি বস্ত্রের পাশাপাশি চামড়া, কাঠ দিয়ে তৈরি বিভিন্ন গ্রামীণশিল্পের সামগ্রী রয়েছে এই প্রদর্শনীতে। বোলপুরের ডাকবাংলো মাঠে প্রদর্শনী ও বিক্রয় চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের (কেভিআইবি) সভাপতি অসিত মাল। ছিলেন রাজ্যের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলার ২০টি স্টল বসেছে প্রদর্শনীতে।
|
“৪ মার্চ রবিবার ২০১২ পুরসভার সভাকক্ষে সারাদিন ধরে কবিতা এবং কবিতার উৎসবে মেতে উঠতে চাই। কবিতার অনুরাগে আপনাকেও রাঙাতে চাই।” এ রকম একটি মধুর নিমন্ত্রণপত্র ছেপেছে ‘কবিতা উৎসব বীরভূম ২০১২’-র উৎসব কমিটি। স্থানীয় ৩টি লিটল ম্যাগাজিনের উদ্যোগে ওই কবিতা উৎসবের মূল পৃষ্ঠপোষক দুবরাজপুর পুরসভা।
|
শান্তিনিকেতনের সীমান্তপল্লিতে গত শনি ও রবিবার নাট্যমেলায় ৬টি নাটক মঞ্চস্থ হয়েছে। হুগলির বগুলার অন্যমন নাট্যদলের ‘আলো’, শান্তিনিকেতনের স্থাপনা গোষ্ঠীর ‘লোমহর্ষক’, সাহিত্যিকা গোষ্ঠীর ‘ফাল্গুনী’, ছেলে বুড়ো গোষ্ঠীর ‘ভাঙা গড়া’ ও সিউড়ির নাটুকে নাটুয়া গোষ্ঠীর ‘অবাক জলপান’ এবং ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকগুলি মঞ্চস্থ হয়েছে।
|
• বাঁকুড়া শহরের গাঁধী বিচার পরিষদের সভাঘরে কবিতা বিষয়ক একটি আলোচনা ও কবি জয় গোস্বামীর সঙ্গে কিছু ক্ষণ আলাপচারিতার আয়োজন করেছিল বাঁকুড়া জেলা সাহিত্য আকাডেমি। গত রবিবার এই অনুষ্ঠানে কলকাতা থেকে প্রসূন ভৌমিক, অঞ্জন কর, দীপশিখা পোদ্দার প্রমুখ কবিরা উপস্থিত ছিলেন। ছিলেন জেলা কবি-সাহিত্যিক অবনী নাগ, উৎপল চক্রবর্তী প্রমুখরা। জয় গোস্বামীকে নিয়ে প্রশ্নোত্তর পর্বও ছিল।
• থিয়েটার বিষয়ক জাতীয় আলোচনা সভা হল পুরুলিয়ার মহাত্মা গাঁধী কলেজে। ২৯ ফেব্রুয়ারি থেকে দু’দিন “বাংলা থিয়েটারের বিকাশে পশ্চিমের ছোঁয়া, ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহায়তায় লালপুর কলেজ ও নিস্তারিনী কলেজ যৌথ ভাবে এই সভা হয়েছে।
|
সারদামণি মহাবিদ্যাপীঠে পুরোনো ছবির প্রদর্শনী |
• বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ ও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যৌথ উদ্যোগে পুরোনো ছবি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। ২-৩ ফেব্রুয়ারি দু’দিনের এই আলোচনার উদ্বোধন করেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) সুশান্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রাই। ওই মহাবিদ্যাপীঠের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত বলেন, “পুরোনো নষ্ট হয়ে যাওয়া ছবি কী ভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন বিশ্বভারতীর কলাভবনের দুই অধ্যাপক দেবেন্দ্র দুবে ও অমূল্য জেনা। পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রাচীন বেশ কিছু ছবির প্রদর্শনীও হয়।” ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সিনিয়র রেস্টোরার আর পি সবিতা বলেন, “বহু প্রাচীন মূল্যবান ছবি ঠিকঠাক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। মানুষকে ছবির যত্ন নেওয়ার বিষয়ে সচেতন করাই আমাদের লক্ষ্য।” ওই মহাবিদ্যাপীঠের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়ঙ্কা মুখোপাধ্যায় ও কবিতা মাহাতো বলেন, “এই সেমিনার থেকে আমাদের ছবির যত্ন নেওয়ার বিষয়ে অনেক শিক্ষা হল। একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে নিয়ে আসা প্রাচীন ছবিগুলিও দেখার সুযোগ পাওয়া গেল।” আজ শনিবারও ওই একই প্রসঙ্গে বিভিন্ন বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু।
• বাঁকুড়া শহরের গাঁধী বিচার পরিষদের সভাঘরে কবিতা বিষয়ক একটি আলোচনা ও কবি জয় গোস্বামীর সঙ্গে কিছু ক্ষণ আলাপচারিতার আয়োজন করেছিল বাঁকুড়া জেলা সাহিত্য আকাডেমি। গত রবিবার এই অনুষ্ঠানে কলকাতা থেকে প্রসূন ভৌমিক, অঞ্জন কর, দীপশিখা পোদ্দার প্রমুখ কবিরা উপস্থিত ছিলেন। ছিলেন জেলা কবি-সাহিত্যিক অবনী নাগ, উৎপল চক্রবর্তী প্রমুখরা। জয় গোস্বামীকে নিয়ে প্রশ্নোত্তর পর্বও ছিল।
• বড়জোড়া পাথুরিয়া শ্মশান কমিটির উদ্যোগে বড়জোড়ার পাথুরিয়া মহাশ্মশান তীর্থে শুরু হতে চলেছে লোকসংস্কৃতি মেলা। উদ্যোক্তা কমিটির অন্যতম কর্মকর্তা দুর্গাদাস চট্টোপাধ্যায় বলেন, “আগামী ৮ মার্চ থেকে পাঁচ দিনের এই মেলা শুরু হবে। প্রতি বছর দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয় এই মেলা। এই বছর মেলা ২৯তম বর্ষে পড়ল।” কারুশিল্পের ও মৃৎশিল্পের প্রদর্শনী এই মেলার অন্যতম আকর্ষণ বলে তিনি জানিয়েছেন।
|
মহাত্মা গাঁধী কলেজে সেমিনার |
• থিয়েটার বিষয়ক জাতীয় আলোচনা সভা হল লালপুর মহাত্মা গাঁধী কলেজে। গত ২৯ ফেব্রুয়ারি থেকে দু’দিন “বাংলা থিয়েটারের বিকাশে পশ্চিমের ছোঁয়া, ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহায়তায় লালপুর কলেজ ও নিস্তারিনী কলেজ যৌথ ভাবে এই সভার আয়োজন করেছিল। বিহার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মুকুল বন্দ্যোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শিবব্রত চট্ট্যোপাধ্যায় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অভিষেক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
• সোনামুখী বিধানচন্দ্র বয়েজ হাইস্কুলের সূবর্ণজয়ন্তী উৎসব শুরু হচ্ছে ৯ মার্চ। স্কুলের প্রধান শিক্ষক অশোককুমার নাগ জানান, ১৮৬২ সালের ৯ মার্চ স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। দিন ভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সার্ধ শতবর্ষের আলোকে স্বামী বিবেকানন্দ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় কলকাতা দূরদর্শনের কয়েক জন শিল্পী অনুষ্ঠান করবেন।
• ধর্মীয় সঙ্গীত ও আলোচনা সভা হল পুঞ্চা থানার ভগড়া শিব মন্দির প্রাঙ্গণে। আয়োজক কমিটির তরফে কার্তিক মাঝি জানান, সম্প্রতি দু’দিন ধরে এই ধর্মীয় অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কয়েকশো ভক্ত। |