|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
নিসর্গের স্পর্শ জ্যামিতিক ডিজাইনে |
মৃণাল ঘোষ |
সাত জন তরুণ শিল্পীর ছবি নিয়ে সম্মেলক প্রদর্শনী হল সম্প্রতি অ্যাকাডেমিতে। সকলেই গভর্নমেন্ট আর্ট কলেজ ও ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছেন। সুমন্ত চক্রবর্তীর অ্যাক্রিলিকের চারটি ক্যানভাসই বিমূর্ত। দেবাশিস সরকারের তেলরঙের ক্যানভাসে ক্লোজআপে মানুষের মুখের নিবিড় নিরীক্ষণ। চিন্ময় বিশ্বাসও তেলরঙে এঁকেছেন স্বাভাবিকতা-আশ্রিত অভিব্যক্তিময় অবয়ব। পলাশ বিশ্বাসের অ্যাক্রিলিকে অনুপুঙ্খ স্বাভাবিকতায় দৈনন্দিন জীবনের রূপারোপ। ‘হাঙ্গার’ ছবিতে পল্লব বিশ্বাস এঁকেছেন এক টুকরো পাঁউরুটির চারপাশে পিঁপড়ের সারি। মণিমোহন হালদারের ছবি জ্যামিতিক ডিজাইন-ভিত্তিক। ডিজাইনের ভিতর দিয়েই যুবতীর অন্তর্লীনতাকে ধরতে চেয়েছেন রানা ভট্টাচার্য। |
|
|
প্রদর্শনী
চলছে
স্টুডিও২১: অনির্বান ১৬ মার্চ পর্যন্ত।
অরবিন্দ ইনস্টিউট: অর্পিতা, চন্দ্রিমা প্রমুখ ৫ পর্যন্ত।
চিত্রকূট: প্রকাশ কর্মকার, অরূপ দাস প্রমুখ ৬ মার্চ পর্যন্ত।
অ্যাকাডেমি: প্রদীপ সাহা, প্রবীর রায় প্রমুখ ৬ মার্চ পর্যন্ত।
অভিনন্দন বড়ুয়া, সুশান্ত দত্ত প্রমুখ ৬ মার্চ পর্যন্ত।
গদাধর দাস ৬ মার্চ পর্যন্ত।
সোমনাথ মজুমদার, কল্যাণ বসু প্রমুখ ৬ মার্চ পর্যন্ত।
হোটেল হিন্দুস্থান: সুজিতকুমার ঘোষ ৯ মার্চ পর্যন্ত।
শুরু হবে
অ্যাকাডেমি: সুমনা ঘোষ ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত।
চিত্রকূট: বিক্রম সেন, অলোক সেনগুপ্ত, রত্না মজুমদার ৫ থেকে ১০ পর্যন্ত। |
|
|
|
|
|