ও এন জি সি-র শেয়ার নিলামে গড় দাম ৩০৩ টাকা |
নিলামে ওএনজিসি শেয়ারের গড় দাম দাঁড়াল ৩০৩.৬৭ টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এ কথা জানিয়ে বলেছে, নিলামের জন্য বেঁধে দেওয়া ন্যূনতম দর ২৯০ টাকার তুলনায় তা ৪.৭১% বেশি। ফলে ওএনজিসি-র ৫% শেয়ার বিক্রি খাতে সরকারের আয় দাঁড়াল ১২,৭৬৬.৭৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, “এই প্রথম এ ভাবে নিলাম করে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি হল। বিষয়টি খতিয়ে দেখা হবে।” অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণেও সরকার এই পথ নেবে কি না, তা-ও নিলামের বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখে তবেই ঠিক করা হবে বলে তিনি ইঙ্গিত দেন। সেবি-কে নিলামের পদ্ধতি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার এই শেয়ার নিলামে প্রথমে আশানুরূপ সাড়া না-মিললেও পরে ইস্যুর প্রায় পুরোটাই বিক্রি হয়ে যায়। সরকারি সূত্রে শুক্রবার কবুল করা হয়, শেষ পর্যন্ত এলআইসি ৪১ কোটি শেয়ার কেনায় নিলামটি উতরে গিয়েছে। বিক্রয়যোগ্য শেয়ার ছিল ৪২.৭৭ কোটি, বিক্রি হয় ৪২.০৪ কোটি।
|
মাদুর শিল্পীদের কম সুদে ঋণ |
মাদুর শিল্পীদের কম সুদে ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখা। ওই ব্যাঙ্কের সবং ব্লকের বুড়াল শাখা বৃহস্পতিবার ১১০ জন মহিলা শিল্পীকে ১৫ হাজার টাকা করে ঋণ দিয়েছে। যে শিল্পীরা কোনও উল্লেখযোগ্য সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে উন্নত মাদুর তৈরি করছেন তাঁদের মধ্যে থেকেই ১১০ জনকে চিহ্নিত করে মাত্র ৪ শতাংশ হারে এই ঋণ দেওয়া হয়েছে বলে ব্যাঙ্কের ওই শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অভীক বসু জানিয়েছেন। ঋণদান অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সেচমন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। মাদুর-শিল্পীদের উন্নয়নের জন্য সরকার সব ধরনের সাহায্য করবে বলে জানান মানসবাবু। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সবংয়ের মাদুর শিল্পের উন্নয়নে ভবিষ্যতে আরও বেশি সংখ্যাক শিল্পীকে এ ভাবে সাহায্য করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
|
ইরানের সঙ্গে লেনদেনে রফাসূত্র |
ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে অবশেষে মিলল রফাসূত্র। ইউকো ব্যাঙ্ক মারফত ভারতীয় টাকায় ইরানকে তার রফতানি করা পণ্যের জন্য দাম মেটানো যাবে এ বার। রফতানিকারীদের সংগঠন এফ আই ই ও এ খবর জানিয়ে বলেছে, এর ফলে তাদের রফতানি পণ্যের দামও ইরান টাকায় দিতে পারবে। প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের উপর মার্কিন আর্থিক নিষেধাজ্ঞার জেরে ২০১০-এ রিজার্ভ ব্যাঙ্ক সে দেশের সঙ্গে টাকায় লেনদেন স্থগিত করে। ফলে ঘোরালো হয় সঙ্কট। কারণ ভারতের তেলের চাহিদার ১২% মেটায় ইরান। তেল আমদানি খাতে বকেয়া ৩০০ কোটি ডলার ছাড়ালেও ধারেই তা জোগাচ্ছে ইরান।
|
গ্রিসের জন্য দ্বিতীয় দফার ত্রাণে সায় |
ঋণ সঙ্কটে জেরবার গ্রিসের জন্য দ্বিতীয় দফার আর্থিক ত্রাণ প্যাকেজে সায় দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৯ মার্চ তা পাবে গ্রিস। আগামী ২০ মার্চের মধ্যে ১,৪৫০ কোটি ইউরো (৯৫,৭০০ কোটি টাকা)-র ঋণ শোধ করার কথা তাদের। ব্রাসেল্সে দু’দিনের বৈঠকে ইইউ-র অর্থমন্ত্রীরা এ ব্যাপারে একমত হয়েছেন। প্রথম দফার ১৩,০০০ কোটি ইউরোও (৮,৫৮,০০০ টাকা) গ্রিস শীঘ্রই পাবে। ত্রাণ পেতে যে ভাবে গ্রিস ব্যয়সঙ্কোচ ও অন্যান্য সংস্কার করছে, তাতে সন্তোষ জানান অর্থমন্ত্রীরা।
|
ব্যবসা বাড়াতে পর্ষদ ঢেলে সাজল ভোডাফোন ইন্ডিয়া। সুনীল সুদ চিফ অপারেটিং অফিসার এবং সঞ্জয় মুখোপাধ্যায় চিফ কমার্শিয়াল অফিসার হলেন। ব্যবসার সুবিধার জন্য চার ডিরেক্টরের অধীনে সারা দেশকে আলাদা অঞ্চলে ভাগ করা হল।
|
পর্যটন ক্ষেত্রে অনবদ্য ভূমিকার জন্য শিলিগুড়ির ‘হিট ট্রাভেলস অ্যান্ড ট্যুর’ কর্তৃপক্ষ দুটি জাতীয় পুরস্কার পেল। গত ২৯ ফেব্রুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে সংস্থার হাতে পুরষ্কার তুলে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবীসিংহ পটেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী সুবোধকান্ত সহায় এবং রাষ্ট্রমন্ত্রী সুলতান আহমেদ। ২০১-১১ সালের জন্য ওই পুরস্কার দেওয়া হয়েছে। সংস্থার মুখ্য কার্য নির্বাহী আধিকারিক দীপক গুপ্ত জানিয়েছেন, এরমধ্যে একটি সিকিম-সহ উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে ডোমেস্টিক ট্যুর অপারেটরস-এর প্রথম পুরষ্কার এবং আরেকটি টুরিস্ট ট্রান্সপোর্ট অপারেটর-এর প্রথম পুরস্কার। এর আগেও ২০০৮, ২০০৯, ২০১০ সালে হিট কর্তৃপক্ষ জাতীয় পুরস্কার পেয়েছে।
|
ডি নারাং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এগ্জিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। |