হাসপাতাল চত্বরে ব্যান্ড বাজিয়ে বিয়ের শোভাযাত্রা বন্ধের আর্জি জানাল আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। বৃহস্পতিবার মঞ্চের তরফে কর্মকর্তা ল্যারী বসুর উদ্যোগে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু্ জানান, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব। ল্যারীবাবু বলেন, “সম্প্রতি হাসপাতাল চত্বরে কর্মী আবাসনে সামাজিক অনুষ্ঠান চলছে। ব্যান্ডপার্টির আওয়াজে প্রসূতি ও পুরুষ মেডিকেল ওয়ার্ডের রোগীদের অসুবিধে হচ্ছে। তা ছাড়া হাসপাতাল চত্বরে প্রচুর গাড়ি চলাচল করে। হর্নে শব্দ দূষণ ছড়াচ্ছে।”
|
স্বাস্থ্যকর্মীদের (অক্সিলিয়ারি নার্স অ্যান্ড মিডওয়াইফ) প্রশিক্ষণ দেওয়ার কাজ দ্রুত শুরু করার আর্জি জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান গলসি ১ ব্লকের ২৬ জন স্বাস্থ্যকর্মী। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের উপ স্বাস্থ্যকেন্দ্রের জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। অন্য ব্লকগুলিতে প্রশিক্ষণ শেষ হলেও গলসি ১ ব্লকে তা শুরুই হয়নি। ফলে কাজে যোগ দিতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। মহকুমাশাসক আয়েষা রানি এ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
|
সীমান্ত রক্ষার পাশপাশি গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল বিএসএফ জওয়ানরা। বুধবার হিঙ্গলগঞ্জে বিএসএফের ১৮ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে এক দিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮০০ জন গ্রামবাসীকে পরীক্ষা করেন। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। হাজির ছিলেন কোম্পানি কমান্ডার এস কে দাইয়া, পঞ্চায়েত প্রধান অরুণ পাল প্রমুখ। |