চার্জশিট পেশের পরেও জামিন পেলেন না আমরির সাত কর্তা
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে চার্জশিট দাখিল হলেও তদন্তের স্বার্থে সেখানকার সাত কর্তাকে জামিন দিল না আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের একটি মন্তব্যের উল্লেখ করে সরকার পক্ষের আইনজীবী বলেন, ‘ওই হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পুরস্কৃত করা হয় হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতিতে অভিযুক্তেরা জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থেকে যাচ্ছে।’
আলিপুরে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপর্ণা রায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে ৭ মার্চ পর্যন্ত তাঁদের জেল-হাজতে রাখার নির্দেশ দেন। জামিনে মুক্ত তিন হাসপাতাল-কর্তা মণি ছেত্রী, প্রণব দাশগুপ্ত এবং রাধেশ্যাম অগ্রবালকেও ওই দিন আদালতে হাজির হতে বলা হয়েছে। তাঁদের সে-দিন চার্জশিটের প্রতিলিপি দেওয়া হবে। তার পরে বিচারের জন্য মামলাটি পাঠানো হবে দায়রা আদালতে।
৮ ডিসেম্বর গভীর রাতে আমরির অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটে। ঘটনার ৮৪ দিনের মাথায়, বৃহস্পতিবার আদালতে চার্জশিট পেশ করে কলকাতা গোয়েন্দা পুলিশ। চার্জশিটে হাসপাতালের ১৬ জন কর্তার নাম আছে। তাঁদের মধ্যে তিন জনকে এখনও গ্রেফতার করা যায়নি। চার্জশিটে তাঁদের ‘ফেরার’ হিসেবে দেখানো হয়েছে। চার্জশিটে ওই হাসপাতালের ১২ জন ডিরেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো), ৩০৮ (অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর চেষ্টা), ২৮৫/৩৬ (অগ্নিকাণ্ড রুখতে অবহেলা/গাফিলতি, যাতে কারও প্রাণসংশয় অথবা আঘাত লাগতে পারে অথবা খারাপ মনোভাব নিয়ে কোনও কাজ করা, যাতে কারও ক্ষতি হওয়ার আশঙ্কা) ধারা এবং দমকল আইনে অভিযোগ আনা হয়েছে। তবে ওই হাসপাতালের চার বেতনভোগী কর্তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে শুধু ভারতীয় দণ্ডবিধির ধারা। অভিযুক্তেরা কে কোন দায়িত্বে ছিলেন, তা জানানোর সঙ্গে সঙ্গে কার কী গাফিলতি ছিল, তারও বিবরণ আছে চার্জশিটে। প্রায় ১৩০০ পাতার চার্জশিটে অন্তত ৪৫৫ জন সাক্ষীর নাম আছে।
এক নজরে চার্জশিট
কত পাতা- ১৩০০
অভিযুক্ত- ১৬
পলাতক- ৩
সাক্ষ্যগ্রহণ- ৪৫৫
কী কী অভিযোগ সর্বোচ্চ সাজা
অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো যাবজ্জীবন কারাদণ্ড
অনিচ্ছাকৃত ভাবে খুনের চেষ্টা ৩ বছরের কারাদণ্ড
দাহ্য পদার্থ মজুত রাখা ৬ মাস কারাদণ্ড
গাফিলতি অন্য অভিযোগের উপরে ভিত্তি করে
দমকল বিধি লঙ্ঘন পাঁচ বছর কারাদণ্ড
(পৃথা বন্দ্যোপাধ্যায়, সত্যব্রত উপাধ্যায়, সাজিদ হোসেন এবং সঞ্জীব পাল ছাড়া)
বিচারক সুপর্ণা রায়ের এজলাসে এ দিন রাধেশ্যাম গোয়েনকা, দয়ানন্দ অগ্রবাল, মণীশ গোয়েনকা, শ্রবণকুমার তোদি, রবি তোদি, প্রশান্ত গোয়েনকা ও সঞ্জীব পালের জামিনের আবেদন জানানো হয়। সত্যব্রত উপাধ্যায়ের তরফে জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন জানানো হয়েছে আগেই। তাই তাঁর তরফে এ দিন আর ওই আর্জি জানানো হয়নি। অভিযুক্ত পক্ষের আইনজীবী এস কে কপূর আদালতে বলেন, চার্জশিট পেশ হয়ে গিয়েছে। এখন আমরি-কর্তাদের আটকে রাখার দরকার কী? তাঁরা সক্রিয় ভাবে ওই হাসপাতালের দৈনন্দিন কাজকর্মে যোগ দিতেন না। তাঁদের অনেকে বোর্ড মিটিংয়েও থাকতেন কদাচিৎ। ওই আইনজীবী আরও বলেন, এই মামলার তদন্ত পুরোপুরি তথ্যভিত্তিক। পুলিশ
ওই হাসপাতাল থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে। সেগুলো আছে পুলিশের হেফাজতে। তাতে কারচুপির কোনও আশঙ্কাই নেই। আমরি-কর্তাদের এ শহর ছেড়ে পালানোরও আশঙ্কা নেই। অভিযুক্তদের অন্যান্য আইনজীবী অশোক মুখোপাধ্যায়, অমিতাভ গঙ্গোপাধ্যায়, এম এন দস্তুর আদালতে জানান, ওই হাসপাতালের তিন ডিরেক্টর এর আগে জামিন পেয়েছেন। তা হলে জেল-হাজতে থাকা বাকি কর্তাদের জামিন দিতে অসুবিধা কোথায়?
জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্য বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যে-সব ধারায় মামলা হয়েছে, সেগুলি দায়রা আদালতের বিচার্য। কলকাতা হাইকোর্ট হাসপাতালের চার ডিরেক্টরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্টের মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ওই হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পুরস্কৃত করা হয়েছে হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এই অবস্থায় অভিযুক্তেরা জামিন পেয়ে গেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থেকে যাচ্ছে। তিনি বলেন, অভিযুক্তদের চার্জশিটের প্রতিলিপি-সহ বিভিন্ন কাগজপত্র অবিলম্বে পৌঁছে দিয়ে দ্রুত বিচার শুরু করতে চায় সরকার পক্ষ।
বিচারকের নির্দেশ মেনে চিকিৎসক মণি ছেত্রী এ দিন আদালতে হাজিরা দেন। আদালত তাঁকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছিল। তাঁর দুই আইনজীবী সমরাদিত্য পাল ও মিলন মুখোপাধ্যায় তাঁদের মক্কেলকে স্থায়ী জামিন দেওয়ার আর্জি জানান। সেই সঙ্গে শর্তগুলিও তুলে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। আমরির তিন কর্তা আদিত্য অগ্রবাল, রাহুল তোদি ও প্রীতি সুরেখাকে ‘ফেরার’ দেখিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যেই দেলা ও দায়রা বিচারকের আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। সেই আবেদনের শুনানি হবে ১২ মার্চ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.