নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বন্ধের দিন সরকারি বাস ভাঙচুরের ঘটনায় ২৭ জন নেতা সমর্থকের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা মিথ্যে দাবি করে আন্দোলনের হুঁশিয়ারি দিল বামফ্রন্ট। বৃহস্পতিবার জলপাইগুড়িতে জেলা বামফ্রন্টের বৈঠকের পর ওই কথা জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বন্ধের দিন জলপাইগুড়িতে ৬টি বাস ভাঙচুর করা হয়। ঘটনার পরে ২৭ জন বাম নেতা সমর্থকের নামে মামলা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কর্তৃপক্ষ। ওই মামলায় ডিওয়াইএফআইয়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম চক্রবর্তী, জেলা সিপিএমের এক প্রবীণ নেতা রয়েছে। বামফ্রন্ট নেতৃত্বের দাবি, অরিন্দমবাবু গত ২২ ফেব্রুয়ারি থেকে তাঁর বাবার চিকিৎসার কারণে ব্যাঙ্গালুরুতে রয়েছে। আর যে প্রবীণ সিপিএম নেতার নামে অভিযোগ হয়েছে তিনি ওই দিন সকালে পিডাবলু মোড় থেকে সিপিএমের জেলা সম্পাদক মাণিক সান্যালের সঙ্গে গ্রেফতার হন। মাণিকবাবু বলেন, “সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব।” ওই ঘটনা নিয়ে পুলিশ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অবশ্য বিশেষ কিছু বলতে চাননি। সংস্থার জলপাইগুড়ি ডিপোর ইনচার্জ অসীম বিশ্বাস বলেন, “বাস ভাঙচুর হয়েছে। আমরা অভিযোগ করেছি। এর বেশি কিছু বলব না।” জেলার পুলিশ সুপার সুগত সেন বলেন, “উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এফআইআরের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সিপিএমের লোকেরা জমি জবরদখল করছে অভিযোগ করে নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল। বৃহস্পতিবার নকশালবাড়ি অঞ্চল কমিটির তরফে ওই বিক্ষোভের ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, সম্প্রতি এলাকার এক আদিবাসী পরিবারের জমি তৃণমূলের লোকেরা জবরদখলের চেষ্টা করছে। সিপিএম নেতা মাধব সরকার এই ব্যাপারে মদত দিচ্ছেন। তৃণমূল নেতা তপন কুণ্ডু বলেন, “অভিযুক্তদের গ্রেফতার দাবি করা হয়েছে।” এলাকার সিপিএম নেতা মাধববাবুর বক্তব্য, “অসুস্থ হয়ে গত পনেরো দিন ধরে বাড়িতে শয্যাশায়ী। যতদূর জানি, তৃণমূলের লোকেরাই সিপিএমের সমর্থকের জমি দখলের চেষ্টা করছে। ভুয়ো অভিযোগে আমাদের এক সমর্থককে গ্রেফতার করানো হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের দায়ে বৃ্হস্পতিবার ৭ বছরের কারাদণ্ড দিলেন বিচারক। সরকারী আইনজীবী অভিজিত সরকার জানান, সাজাপ্রাপ্তের নাম কমল দাস। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছে। অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড হবে। ২০০১-এ মোহিতনগরের বাসিন্দা কমল দাসের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক হকারের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম জীবন সরকার (৪০)। বাড়ি ওই এলাকাতেই।
|
বুধবার রাতে মালবাজারের মৌলানি বাজার সংলগ্ন এলাকার এক যুবক মোটর বাইকে বাড়িতে ফেরার সময়ে বৌলবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান। |