টুকরো খবর
কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে অনশন
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার বেলডাঙা স্পার্ম স্টেশেনে আমরণ অনশন শুরু করেছেন ১১ জন অস্থায়ী কর্মী। তাঁরা জানান, গত ৮ বছর ধরে ওই স্টেশনে চুক্তির ভিত্তিতে কাজ করছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ওই স্টেশনে কাজ করলেও তাঁদের ছাঁটাই করে নতুন করে কর্মী নিয়োগ করেছে কর্তৃপক্ষ। অনশকারী কর্মীদের তরফে নাজিবুরক রহমান, সাহজাহান শেখদের অভিযোগ, “প্রতি বছরই আমাদের নতুন করে নিয়োগের চুক্তিপত্র দেওয়া হয়। এ বছর আমরা ইপিএফ-সহ বেশ কয়েকটি দাবি করেছিলাম। তাই আমাদের অবৈধ ভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বাধ্য হয়েই আমরা আমরণ অনশনে বসেছি।” তৃণমূলের জেলা কমিটির সদস্য হক সাহেব চৌধুরী বলেন, “কংগ্রেস এটা নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা ওই ১১ জন কর্মীর আন্দোলনে তাঁদের পাশে আছি। কংগ্রেসের ব্লক নেতৃত্ব যে পদ্ধতিতে টেন্ডার ডেকে নতুন সংস্থাকে দিয়ে নতুন শ্রমিক নিয়োগ করল তা অনৈতিক।” বেলডাঙার বিধায়ক কংগ্রেসের সফিউজ্জামান বলেন, “সঠিক পদ্ধতিতে টেন্ডার ডেকেই কর্মী নিয়োগ করা হয়েছে।” স্পার্ম স্টেশনের ডিরেক্টর সন্দীপ সামন্ত এ ব্যাপারে কোনও কথা বলতে চাননি। বেলডাঙা-১ বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “পদ্ধতি মেনেই নতুন নিয়োগ হয়েছে। তবে ওই কর্মীরা দীর্ঘদিন ধরে ওই স্টেশনে কাজ করছেন। তাঁদের কথা ভেবে দেখা হলে ভাল হত।”

খুনের মামলার সাক্ষ্য গ্রহণ ছ’বছর পরে
নিজস্ব চিত্র।
তদন্তকারী অফিসারের সাক্ষ্য গ্রহণ হয়নি। ফলে গত ৬ বছর ধরে থমকে একটি খুনের মামলার রায়দান। অবশেষে বৃহস্পতিবার আদালত চত্বরেই এজলাস বসিয়ে পক্ষঘাতে আক্রান্ত সিদ্ধেশ্বরী প্রামাণিক নামে ওই অফিসারের সাক্ষ্য গ্রহণ করে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। সাক্ষ্য দিতে না আসায় সিদ্ধেশ্বরবাবুর বিরুদ্ধে পরোয়ানাও জারি করে আদালত। তবে পক্ষঘাতে আক্রান্ত ওই অফিসারের বাকশক্তি নেই। নেই চলাফেরার সামর্থও। এ দিন অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে আদালতে নিয়ে আসেন ছেলে মানস প্রামাণিক। তবে তাঁকে কোনও ভাবেই এজলাস পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে আদালত চত্বরের মধ্যেই এজলাস বসিয়ে তাঁর সাক্ষ্য নেন বিচারক পুলককুমার তিওয়ারি। সরকারি আইনজীবী সৈয়দ আব্দুস সাদেক বলেন, “সাগরদিঘির মালিয়াডাঙা গ্রামে ১৯৯৮ সালে ২৭ জুন রাতে মইনুল হক নামে এক যুবককে ুন করে পাশের গ্রামের ৬ জন। ওই মামলায় সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেলেও তদন্তকারী অফিসারের সাক্ষ্য ন মেলায় রায়দান আটকে রয়েছে ৬ বছর ধরে। ওই অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। ফলে বাধ্য হয়েই এ ভাবে তাঁর সাক্ষ্য গ্রহণ করতে হয়েছে।” সিদ্ধেশ্বরবাবুর তরফে আইনজীবী রামপ্রসাদ চক্রবর্তী বলেন, “এ দিন বিচারক নিজেই তদন্তকারী অফিসারকে কয়েকটি প্রশ্ন করেন। তবে অসুস্থ সিদ্ধেশ্বরবাবু সেভাবে কথা বলতে পারেননি। ঘটনা সম্পর্কে জানাতে পারেননি কিছুই।” সরকারি আইনজীবী বলেন, “অবশেষে ওই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আশা করছি দ্রুত রায়দানও হয়ে যাবে।”

কামদাকিঙ্করের নামে কলেজের নামকরণে সম্মতি
সাগরদিঘি কলেজের নামকরণ কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে করার ব্যাপারে সম্মতি জানিয়ে ছাড়পত্র দিল কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০৮ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘিতে কলেজটি স্থাপিত হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে। সে বছরই কলেজটিকে অনুমোদন দেয় রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কামদাকিঙ্কর মুখোপাধ্যায় প্রণববাবুর বাবা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উৎপল ভট্টাচার্য বলেন, “রাজ্যের উচ্চ শিক্ষা দফতর থেকে সাগরদিঘি কলেজের নামকরণের ব্যাপারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মতামত জানতে চাওয়া হয়েছিল। বুধবার বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধাম্ত হয়েছে। সিদ্ধান্তের কথা উচ্চ শিক্ষা দফতরকে জানিয়ে দেওয়া হবে।” সাগরদিঘি কলেজের অধ্যক্ষ সিদ্ধেশ্বরী পাহাড়ি বলেন, “তিন মাস আগে রাজ্য সরকারের কাছে কলেজের নামকরণ কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব পাঠানো হয়। আর কোনও বাধা রইল না। নির্মাণের জন্য সিংহভাগ আর্থিক উদ্যোগ ছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর। ওই উদ্যোগের কথা মাথায় রেখেই কলেজের নামকরণ তার বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব দেওয়া হয়।”

যুবকের মোটরবাইক থেকে উদ্ধার ‘মাইন’
নিজস্ব চিত্র।
রেজিনগর থানার ঝিকরা গ্রামের সাজাহান শেখ নামের এক যুবকের মোটরবাইক থেকে একটি ‘মাইন’ ও তার সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল ফোনের একটি হ্যান্ডসেট পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার উদ্ধার করা ওই ‘মাইন’টির দৈর্ঘ্য প্রায় ৬ ইঞ্চি। সাজাহান শেখ নামের ওই যুবক মাওবাদী নেতা তৌহিদ মোল্লার সঙ্গীওই অভিযোগে ২০০৬ সালে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তার পর মাস আটেক জেলে বন্দি থাকার পর সে জামিনে মুক্তি পায়। বর্তমানে ওই মামলাটি বিচারাধীন। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এ দিন সকালে সাজাহান তার মোটরবাইকের পেট্রোল ট্যাঙ্কের তলায় একটি মাইনের মতো বস্তু ও তার সঙ্গে সংযুক্ত মোবাইল ফোনের একটি হ্যান্ডসেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সাজাহান বুধবার গ্রামের একটি মোড়ে সুলভ শৌচালয়ের দেওয়ালে বাইকটি রেখে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যারাম খেলে। ওই সময় কেউ ওই বাইকে ওই গুলি বেঁধে রেখেছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। মোবাইলের সঙ্গে মাইনটি যে’কটি তার দিয়ে সংযুক্ত ছিল, তার মধ্যে একটি তার ছেঁড়া ছিল। ওই মোবাইলে তিনটি মিসড কলও রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করতে সি আই ডি-র একটি টিম কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশে রওনা দিয়েছে। আসছে মাইন বিশেষজ্ঞ দলও।” সাজহান পেশায় জমির দালাল।

ডাকাতি করতে গিয়ে ধৃত চার
ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া এক দল দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বহরমপুরের কাশিমবাজার ও ফরাসডাঙার মধ্যবর্তী রিঙ রোডের পাশে পুরসভার আবর্জনা ফেলার ধাপা লাগোয়া এলাকা থেকে ওই দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি ‘সিক্স বোর’-এর রিভালবার, ২ রাউন্ড গুলি, ভোজালি-সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, ধৃতদের নাম মণ্ডল, আজাদ শেখ, খোকন চৌধুরী ও রবীন বিশ্বাস। ধৃতদের সকলেরই বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। কিশোরের বাড়ি জিয়াগঞ্জ থানার ডাহাপাড়া গ্রামে। আজদের বাড়ি বহরমপুর থানার উস্তিয়া গ্রামে। খোকন ও রবিনের বাড়ি বহরমপুর শহরের খাগড়া এলাকায়। নন- গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশনের প্রয়াত জেলা সম্পাদক কান্তি বিশ্বাসের ছেলে রবীন বিশ্বাস। ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্ক ঘোষ রায় নামে এক যুবকের। বাড়ি বসড়া এলাকায়। বুধবার কান্দি সালার রাজ্য সড়কে বসড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন মোটর সাইকেলে করে কান্দিতে যাচ্ছিলেন তিনি। তখনই উল্টেদিক থেকে আসছিল একটি ট্রাক এবং এলাকারই এক বাসিন্দা লম্বা বাঁশ নিয়ে ট্রাকটার পেছনে আসছিলেন। অর্ক ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে হেডলাইটের আলোয় বাঁশটাকে দেখতে পাননি। ফলে বাঁশের সামনের ছুঁচলো দিকটি তার গলায় ঢুকে যায়। স্থানীয়রা জখম অর্ককে কান্দি হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পিটিয়ে মারায় যাবজ্জীবন
মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে মা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক চতুর্থ আদালত সোমেন্দ্রনাথ দাস। বুধবার তিনি ওই সাজা দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চর মাজদিয়ার বাসিন্দা প্রকাশ বর্মন (১৯) নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবক বেশ কিছুদিন বহরমপুর মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর বাড়িতে ফিরিয়ে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হত। ঘটনার দিন ওই যুবক কোনওভাবে বেরিয়ে পাশের চরব্রক্ষ্মনগর বাজারে গিয়ে লোকজনকে ঢিল মারতে থাকে। তখনই আলো চন্দ্র ও তার দুই ছেলে পিন্টু চন্দ্র ও ভীষ্ম চন্দ্র ওই যুবককে লাঠি দিয়ে পেটায়। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। বিচারক অভিযুক্ত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নিদের্শ দিয়েছেন।

স্ত্রীর মৃত্যুতে অভিযুক্ত স্বামী
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সরিদা বিবি (৩৪) নামে ওই মহিলাকে অসুস্থ অবস্থায় তারাপুর কেন্দ্রীয় বিড়ি শ্রমিক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়েই তাঁর মৃত্যু হয়েছে। সরিদার বাবার অভিযোগ, সরিদাকে খুন করা হয়েছে। বছর পাঁচেক আগে তাঁর দ্বিতীয়বার বিয়ে হয় ঝাড়খণ্ডের ঝিকরহাটি গ্রামের মনিরুল শেখের সঙ্গে। সরিদা মনিরুলের তৃতীয় স্ত্রী। সরিদার বাবা পাকুড় (মফসস্ল) থানায় মনিরুল, তার প্রথম স্ত্রী উলেমা বিবি ও তাদের এক মেয়ে রেকেসানা খাতুনের নামে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে। তবে অভিযুক্তেরা পলাতক।

অস্বাভাবিক মৃত্যু কান্দিতে
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সারথী লেট (২৮) নামে এক মহিলার। বাড়ি বড়ঞার মাঝিয়ারা গ্রামে। পুলিশের অনুমান কীটনাশক খেয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ দিন দুপুরে কীটনাশক খাওয়ার পর তাঁকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। বুধবার রাতে বড়ঞারই বৈদ্যনাথপুর গ্রামে সবুজ শেখ (২১) নামে এক যুবকেরও অস্বাভাবিক মৃত্যু হয়। তিনিও কীটনাশক খেয়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে। কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মারা যান তিনি। পারিবারিক অশান্তির কারণে ওই আত্মহত্যা বলে পুলিশের অনুমান। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতার দুষ্কৃতী
এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বড়ঞার মজিলেশপুর থেকে মফিজুল শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও একটি গুলিও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে ফেরার ওই ব্যক্তি এলাকার বাদশাহী সড়কে গাড়ি থামিয়ে ছিনতাই, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরা, তোলা আদায় ইত্যাদির অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গীদের খোঁজ চলছে।

জনসংযোগে বিএসএফ
ছবি: বিশ্বজিৎ রাউত।
জনসংযোগ বাড়াতে পথে নামল বিএসএফ। বৃহস্পতিবার ৯১ ব্যাটলিয়নের পক্ষ থেকে জলঙ্গি সিংহপাড়া ও সাগরপাড়া এলাকার ৪টি স্কুল ও দু’টি ক্লাবকে লেখাপড়া ও খেলার সরঞ্জাম দেওয়া হয়। দেওয়া হয় ফার্নিচার, ওয়াটার ফিল্টার, ও ফ্যান। এ দিন বিএসএফের তরফে ক্যাম্প লাগোয়া সিংহপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপশি ওষুধের ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি (বহরমপুর) আর সি ধ্যানি। তিনি বলেন, “সীমান্তে সাধারণ মানুষের সহযোগিতা না থাকলে বিএসএফের পক্ষে দেশ রক্ষার কাজ করা কঠিন। আমরা চাই এলাকার মানুষ আমাদের পাশে দাঁড়াক।”

পরীক্ষার্থী অসুস্থ
মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ে সাবিনা খাতুন নামে এক ছাত্রী। নাকাশিপাড়ার মাতঙ্গিনী বালিকা বিদালয়ের ছাত্রী সে। পরীক্ষা কেন্দ্র ছিল বেথুয়াডহরীর গার্লস হাই স্কুলে। বৃহস্পতিবার দুপুরে আচমকা তার পেটে ব্যথা শুরু হলে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার পরীক্ষা কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। বেথুয়াডহরির গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “হাসপাতাল থেকে ফিরে আসার পর ওই মেয়েটিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।”

দুর্ঘটনায় জখম
লরি চাপা পড়ে গুরুতর জখম হয়েছে এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাঁসখালির বগুলা বাজারে। বিউটি মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর প্রতিবাদে প্রায় আধ ঘণ্টা বগুলা শ্রীকৃষ্ম কলেজের সামনে বগুলা-কৃষ্ণনগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বভাবিক হয়।

ছাত্রীকে ছুরিকাঘাত
দশম শ্রেণির এক ছাত্রীর হাতে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নাম সৌরভ ঘোষ। বাড়ি কৃষ্ণনগরের হাতারপাড়ায়। এর আগেও বৌবাজারের বাসিন্দা ওই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার হয়েছিল ওই যুবক। বৃহস্পতিবার পড়তে যাওয়ার সময় সৌরভ উত্যক্ত করে ওই ছাত্রীকে। প্রতিবাদ করায় ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার পর থেকেই পলাতক সৌরভ।

মাদ্রাসার পরীক্ষা চলছে।বহরমপুরে তোলা নিজস্ব চিত্র।


পঞ্চায়েতে চুরি
পঞ্চায়েতের দফতর থেকে চুরি গেল নগদ টাকা, ল্যাপটপ, ক্যালকুলেটর। তাহেরপুরের কালীনারায়ণপুর-পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দফতরে ওই চুরি হয়। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে দফতরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পঞ্চায়েতের প্রধান সিপিএমের গৌরাঙ্গ মোদক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে জানাই। এসে দেখি আলমারির তালা ভাঙা, কাগজপত্র সব লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে।”

উদ্ধার আগ্নেয়াস্ত্র
ধৃত দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে মিলল মাসকেট ও পিস্তল-সহ ১০টি আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “২২ ফেব্রুয়ারি খড়গ্রামের রতনপুরের বদর শেখকে এবং ওই থানার পারুলিয়া থেকে ২৬ ফেব্রুয়ারি আনন্দ শেখকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে জেরার জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়। তাদের জিজ্ঞাসবাদ করে ৩টি মাসকেট, ৭টি পিস্তল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

নীলকুঠি ভাঙা নিয়ে চাঞ্চল্য
শতাধিক বছরের পুরনো এই বাড়িটি ভাঙা নিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় নওদার চাঁদপুরের পাটিকাবাড়িতে। স্থানীয় কয়েক জন বাসিন্দা বাড়িটি ভাঙতে গেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকারই কিছু মানুষ। বিডিও মানসকুমার মণ্ডল বলেন, “বাড়িটি শতাধিক বছরের পুরনো একটি নীলকুঠি। সেই বাড়ি এ ভাবে ভেঙে ফেলা যায় না।” মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “এত পুরনো একটি বাড়ি বিনা অনুমতিতে ভাঙা বেআইনি। পুলিশ গিয়ে ওই বাড়ি ভাঙার কাজ বন্ধ করেছে।”

দেহ উদ্ধার
বৃহস্পতিবার সকালে সদ্যোজাত এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়েছে। ধানতলার হিজুলির একটি ঝোপে দেহটি দেখতে পান স্থানীয়রা। প্রথমিক ভাবে শিশুটির বয়স ২ দিন বলে অনুমান।

আটক চোরাই কয়লা
কয়লা পাচার রোধে কানুপুর বহুতালি সড়কে ধরপারড় চালাল সুতি পুলিশ। বুধবার রাতের ওই অভিযানে চোরাই কয়লা বোঝাই ১৩টি ট্রাকটর-সহ প্রায় ৩৬ টন কয়লা আটক করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.