মাঝ রাতে দরজায় কড়া নাড়ল হাতি। দরজা খুলে অবাক শুদ্ধোদন দাস। হাতি দেখে ঘরের এক কোনে সেঁধিয়ে যান তিনি ও তাঁর স্ত্রী। পরম আনন্দে এক বস্তা করে আটা ও মুড়ি খেয়ে রওনা দেয় দাঁতাল। তড়িঘড়ি দরজা বন্ধ করে দেন শুদ্ধোদনবাবু।
বুধবার রাতেই বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে অন্ডালের শ্রীরামপুর গ্রামে ঢুকে পড়ে দলছুট দাঁতালটি। গ্রামে ঢুকে রক্ষাকালী মন্দিরের কাছে শুদ্ধদনবাবুর বাড়িতে প্রথম হানা দেয় সে। তার পরে গ্রামবাসীরা তাকে ধাওয়া করলে বাউরিপাড়ার কাছে গয়লাবাঁধ ও পুকুরপাড় হয়ে রেলের ওয়ার্কশপ সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কুঠিডাহা চণ্ডীমণ্ডপের কাছে উদয় হয় দাঁতাল। সেই সময়ে তার সামনে পড়ে যায় শ্রীরামপুর থেকে বেনাচিতিগামী একটি মিনিবাস। তবে হাতি তার কোনও ক্ষতি করেনি। এলাকার বাসিন্দারা তাকে ফের ধাওয়া করেন। তাড়া খেয়ে জঙ্গলে ঢুকে যায় সে। |
বিকেল ৩টে নাগাদ এলাকায় পৌঁছন বন দফতরের কর্মীরা। পৌঁছয় পুলিশও। রামপ্রসাদপুর, কুঠিডাঙা, শ্রীরামপুর এলাকা কয়েকশো বাসিন্দা বনকর্মী ও পুলিশের সঙ্গে হাতিটিকে তাড়া করলে সে দামোদর পেরিয়ে আবার বাঁকুড়ায় ঢুকে যায়।
দিন কয়েক আগেই দাঁতালটি এলাকায় ঢুকে বেশ কিছু সব্জি খেত ও ঘর তছনছ করেছিল। জনতার তাড়া খেয়ে বারবার চলে গেলেও আবার ফিরে আসছিল সেটি। দিনের বেলায় রেললাইন পার হতেও দেখা গিয়েছিল তাকে। ডিএফও বিমল কুমার জানান, এ নিয়ে বাঁকুড়া থেকে সাত বার অন্ডালে ঢুকল হাতিটি। শেষ বার রানিগঞ্জের বল্লভপুরের কাছে দামোদর পার করে দেওয়া হয়েছিল। ফের তাকে ও পারে পাঠানো হয়েছে। নজর রাখা হচ্ছে।
|
হাতির হানায় ফসল নষ্টের ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে গোয়ালতোড়ের বিভিন্ন এলাকায়। প্রায় এক সপ্তাহ ধরে ২৫টি হাতির একটি দল এই সব এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। দলটি মাঝেমধ্যেই আলুর খেতে হানা দিচ্ছে। বন দফতর সূত্রে খবর, এই দলটি আগেও এলাকায় এসেছিল। পরে তাড়া খেয়ে বিষ্ণুপুরের দিকে চলে যায়। ফের বিষ্ণুপুর থেকে গোয়ালতোড়ে ঢোকে। হাতির হানায় ফসল নষ্ট হচ্ছে, তা মেনে নিয়ে রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “দলটিতে অন্তত ২৫টি হাতি রয়েছে। আপাতত হাতির দলটিকে কাঁসাই পার করিয়ে ঝাড়গ্রামের দিকে পাঠানোর চেষ্টা চলছে।” গোয়ালতোড় ও তার আশপাশ এলাকায় এ বার আলুর ফলন ভাল হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। অধিকাংশ চাষিই আলু তুলতে শুরু করেছেন। এই সময় এলাকায় হাতি তাণ্ডব শুরু হওয়ায় চাষিরাও উদ্বিগ্ন। বন দফতর সূত্রে খবর, রূপনারায়ণ বিভাগের বেলবনি, কলাইমুড়ি প্রভৃতি এলাকায় ঢুকে হাতির দলটি ফসল নষ্ট করেছে। দফতরের এক আধিকারিক বলেন, “ক’দিন আগে বেলবনির এক চাষি মাঠ থেকে আলু তুলে বস্তায় রেখেছিলেন। এসে দেখেন সবক’টি বস্তা হাতির দলটি নষ্ট করেছে।” |