কাঠ চোরদের রুখতে এবার রবার বুলেট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বন দফতর। সেই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জঙ্গল এলাকায় টহলদারির সময়ে প্রয়োজনে সীমান্তে পাহারায় থাকা আধা সামরিক বাহিনীর অফিসার-জওয়ানদেরও সাহায্য নেবে বন বিভাগ। বন দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই রবার বুলেট সংগ্রহ করতে স্বরাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন বন বিভাগের আইজি। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছেও রাজ্য বন দফতর আর্জি জানিয়েছে, বক্সা ও লাগোয়া ভুটান সীমান্ত এলাকায় পাহারায় থাকা এসএসবি জওয়ানদের কাছে সাহায্য প্রয়োজন হতে পারে। সে জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ জারি করতে অনুরোধ করেছে বন দফতর। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “কাঠচোরদের দৌরাত্ম্য বেশ কয়েকটি এলাকায় বেড়েছে। গুলি চালালে জটিলতা বাড়ছে। সে জন্য রবার বুলেট ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। বন বিভাগের আিজি রাজ্য স্বরাষ্ট্র দফতরে যোগাযোগ করেছেন।” একইসঙ্গে বনমন্ত্রী জানান, এসএসবি সহ যে সব আধা সামরিক বাহিনী জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন রয়েছে, তাদের যাতে প্রয়োজনে বন দফতর ব্যবহার করতে পারে, সেই জন্যও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করা হয়েছে। বনমন্ত্রী জানান, যে ভাবে কাঠচোরেরা সক্রিয় হয়ে উঠেছে তা উদ্বেগজনক। কিছু দিন আগে বক্সার ব্যাঘ্র প্রকল্পের বক্সাদুয়ার বিটের নয় নম্বর কম্পার্টমেন্টে গিয়ে কী ভাবে কাঠ মাফিয়ারা গাছ কেটেছে তা দেখেছেন বনমন্ত্রী। এমনকী, বনকর্মীদের কাছ থেকে হিতেনবাবু শুনেছেন কাঠ মাফিয়ারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বন কর্মীরা অভিযানে গেলে তাদের উপর হামলা করা হচ্ছে। বন দফতর সূত্রের খবর, এমনিতে বিট অফিস গুলিতে বনকর্মীর সংখ্যা কম। মাঝেমধ্যে জঙ্গল কাটা রুখতে অভিযানে গিয়ে কাঠচোরদের আক্রমণের মুখে পড়ে পিছু হটতে হচ্ছে। কয়েকটি এলাকায় গুলি চালালে সন্দেহভাজন দুষ্কৃতীর মৃত্যু হলে তা নিয়ে জটিলতা বাড়ছে। বনকর্মীরা জানান, আইএফএস অফিসারদের একটি অংশ রাতে টহলদারিতে যেতে চান না। সে জন্য নানা ধরনের সমস্যা মিটতে দেরি হয়। উপরন্তু, বন বিভাগের অফিসার-কর্মীর বহু পদ শূন্য রয়েছে। তাই রাজ্যে প্রায় ৬৫০ টি বন কর্মীর শূন্যপদ পূরণের জন্য অর্থ দফতরে ফাইল পাঠানো হয়েছে। বনমন্ত্রী জানান, আগামী ৫ মার্চ শিলিগুড়িতে বন আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পযার্য়ের আলোচনা হবে। সেখানে বন দফতরের সচিব সুবেশ দাস সহ প্রধান মুখ্য বনপাল সহ উত্তর বঙ্গের বনাধিকারিকরা উপস্থিত থাকবেন। |