নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার নামে লিলুয়ার এক কিশোরীকে ঝাড়খণ্ডে বিক্রি করার মতলব করেছিল একদল পাচারকারী। তার আগেই ঝাড়খণ্ডের সীতারামপুর স্টেশন থেকে তাকে উদ্ধার করল পুলিশ। ধরা পড়ল পাচার চক্রের এক পাণ্ডা। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীকে বৃহস্পতিবার হাওড়ায় আনা হয়। গত মাসে বিহারের বাসিন্দা পাঁচু ও পাপু নামে দুই যুবক নাচের অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার নামে ওই কিশোরীকে প্রথমে আসানসোল নিয়ে যায়। পরিস্থিতি খারাপ বুঝে ওই কিশোরী বাড়ি ফিরে আসে। এর পরেই নিখোঁজ হয় সে। তার বাড়ির তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ খবর পায়, ওই কিশোরীকে ঝাড়খণ্ডে রাখা হয়েছে দীপক প্রসাদ নামে এক ব্যক্তির কাছে। পুলিশ দীপককে পেলেও ওই কিশোরীকে পায়নি। শেষে তাকে সীতারামপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়।
|
পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ থাকলে এ বার অভিযোগকারীরা থানায় সরাসরি পুলিশের পদস্থ কর্তাদের তা জানাতে পারবেন। এখন থেকে হাওড়া সিটি পুলিশের অর্ন্তগত ৪টি থানায় সপ্তাহে অন্তত দু’দিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত এডিসি বা এসিপি পর্যায়ের পুলিশকর্তারা বসবেন। এ জন্য ওই দিনগুলির নাম দেওয়া হয়েছে ‘থানা দিবস’। বৃহস্পতিবার, হাওড়া সিটি পুলিশের ডিসি সুকেশকুমার জৈন এই খবর দিয়ে জানান, কমিশনারেট এলাকায় জনসংযোগ বাড়াতেই হাওড়া পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ। ঠিক হয়েছে, পুলিশ কর্তারা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার হাওড়া, ব্যাঁটরা, জগাছা ও শিবপুর থানায় বসবেন। ওই দু’দিন বসতে না পারলে বুধ ও শুক্রবার থানাগুলিতে বসবেন।
|
উলুবেড়িয়ার বীরশিবপুরে ‘পুঁথি’ পত্রিকার ৩৩ তম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার নিজস্ব ভবনে ওই অনুষ্ঠানে কবিতা পাঠ, লোকসংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস নিয়ে আলোচনার আয়োজন হয়। সঙ্গীতানুষ্ঠানের মধ্যে ছিল বাউল ও সংয়ের গানও। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপনকুমার দাস। পরিচালনা করেন পত্রিকার সম্পাদক তপন সেন। |