|
|
|
|
চোলাইয়ের রমরমা, অতিষ্ঠ জগৎবল্লভপুরের বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা • জগৎবল্লভপুর |
জগৎবল্লবপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে চোলাই মদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে বার জানানো সত্ত্বেও চোলাইয়ের রমরমা বন্ধ হয়নি।
পাতিহালের মিত্রগড়ে খোলা মাঠে প্লাস্টিকের বস্তা দিয়ে ঘিরে তৈরি হয়েছে ঠেক। পাতিহাল হাটতলা থেকে বড়গাছিয়া ক্ষিরীশতলা পর্যন্ত জনবহুল রাস্তার দু’দিকে গড়ে উঠেছে একাধিক চোলাই মদের ঠেক। মুন্সির হাট পেট্রোল পাম্পের কাছে, পাতিহাল রেল স্টেশনের কাছে, বড়গাছিয়া হাট, প্রভৃতি এলাকাতে চলছে রমরমিয়ে চোলাই মদের কারবার। |
|
চোলাইয়ের ঠেকের ছবিটি তুলেছেন রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
ঠেকগুলির চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের পাউচ ও প্যাকেট। কয়েকটি জায়গায় আবার পাউচ ও প্যাকেট স্তূপাকার করে রাখা আছে। মদের উৎকট গন্ধে ভরে গিয়েছে চারিদিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল থেকে মুন্সিরহাটে কারবারিরা চোলাই মদ বড় বড় জ্যারিকেনে করে নিয়ে আসে। মুন্সিরহাট থেকে থেকে আবার চোলাই মদ ছড়িয়ে পড়ে বিভিন্ন ঠেকে। পাতিহাল পঞ্চায়েতের প্রধান কল্যাণ রায়চৌধুরী বলেন, “আমরা চাই আমাদের এলাকায় চোলাই মদের সব ঠেকগুলি বন্ধ হোক। কয়েক বছর আগে স্থানীয় মহিলা সমিতিকে সঙ্গে নিয়ে আমরা চোলাই মদের ঠেকগুলি ভেঙে দিয়েছিলাম। কিন্তু ফের সব গজিয়ে উঠেছে। আসলে এগুলি পাকাপাকি ভাবে বন্ধ করতে হলে পুলিশের সহায়তা দরকার।” হাওড়া জেলা পুলিশ (গ্রামীণ)-এর এক কর্তার অবশ্য দাবি, সংগ্রামপুরে বিষ মদে মৃত্যুর ঘটনার পরে জেলা জুড়ে চোলাইয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। |
|
|
|
|
|