টুকরো খবর
দিল্লি বিস্ফোরণের ছকে জড়াল গিলানির নাম
নয়াদিল্লিতে বিস্ফোরণের লস্কর-ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে গেল কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির নাম। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার অরুণ কাম্পানি বৃহস্পতিবার জানিয়েছেন, গতকাল ধৃত লস্কর-ই-তইবা জঙ্গি এতিসাম আহমেদ উত্তর কাশ্মীরের সোপোরের বাসিন্দা। তার পাকিস্তান যাওয়ার ভিসার আবেদনে যাতে দ্রুত অনুমোদন দেওয়া হয়, তার জন্য সুপারিশ করেছিলেন গিলানি। সুপারিশ-সহ সেই আবেদনপত্রের প্রতিলিপিও গোয়েন্দাদের হাতে এসেছে। গিলানির মুখপাত্র দাবি করেছেন, যে কোনও কাশ্মীরি গিলানির কাছে এসে পাকিস্তানে যাওয়ার সুপারিশের দরখাস্ত দিলে তিনি তাতে সই করেন। সুপারিশ নেওয়ার পর কেউ পাকিস্তানে গিয়ে কী করছে, তা জানা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই এতিসাম পাকিস্তানে গিয়ে লস্কর শিবিরে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে থাকলেও, তার দায়িত্ব গিলানির নয়। ওই বিস্ফোরণের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ দিন হাজারিবাগ থেকে তৌফিক আহমেদ পীর নামে এক জঙ্গিকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। তৌফিক সম্পর্কে এতিসামের ভাই। এতিসাম গত বছর ডিসেম্বরে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পর দু’জনে এক বাড়িতেই ছিল বেশ কয়েক দিন। সেখানেই দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ছক কষা হয়েছিল। অরুণ আরও জানিয়েছেন, ষড়যন্ত্রে জড়িত আর এক জঙ্গি উসমানকে এ দিন ধরতে গিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ। কিন্তু সে পালিয়ে গিয়েছে। তৌফিকও আদতে সোপোরের বাসিন্দা। পুলিশের জেরায় সে জানিয়েছে, ৫ তারিখ তাদের ফের পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যাওয়ার কথা ছিল। তার আগে রাজধানীর চাঁদনি চকে বাজারের মধ্যে একটি দোকানে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল তারা। শ্রীনগরের একটি ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটানের কথা ভেবে রাখে তারা।

আজহারের নামে জারি পরোয়ানা
চেক বাউন্স মামলায় কংগ্রেস সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে ফের জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল স্থানীয় দায়রা আদালত। একই মামলায় গত ১৮ ফেব্রুয়ারিও আজহারের বিরুদ্ধে জামিনঅযোগ্য পরোয়ানা জারি করে আজহারকে ১ মার্চ সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু এ দিন আজহারের আইনজীবী আদালতে জানান, উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তাঁর মক্কেলকে যেন সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। ক্ষুব্ধ বিচারপতি জানিয়ে দেন, প্রাক্তন ভারত অধিনায়ক ইচ্ছাকৃত ভাবেই হাজিরা এড়াচ্ছেন। এর পরে তিনি নির্দেশ দেন আগামী ৭ মার্চের মধ্যে আদালতে হাজির না হলে আজহারের নামে ফের জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে। ২০০৮ সালে সঞ্জয় সোলাঙ্কি নামে এক ব্যবসায়ীকে দেওয়া দেড় কোটি টাকার একটি চেক ‘বাউন্স’ হওয়ার পর ফের নতুন একটি চেক দেন আজহার। সেটিও ‘বাউন্স’ হওয়ার পর সোলাঙ্কি আজহারকে তা জানালে, তিনি তৃতীয় বার একটি চেক দেন। সেটিও ‘বাউন্স’ হওয়ার পর আদালতের দ্বারস্থ হন সোলাঙ্কি।

কেন্দ্রকে সমকামীদের সংখ্যা জানাতে বলল সুপ্রিম কোর্ট
ভারতে সমকামীদের সঠিক সংখ্যা এবং তাঁদের মধ্যে কত জন এইচআইভি-তে আক্রান্ত, তা জানাতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সমকামিতা নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে গিয়েছে যে সব সংগঠন, তাদের বক্তব্য এখন শুনছে সর্বোচ্চ আদালত। হাইকোর্ট সমকামিতাকে অপরাধের তকমা থেকে মুক্ত করতে বলেছে। সেখানেই বিচারপতি জি এস সিঙ্ঘভি এবং এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ আজ বলে, ২০০৯ সালে কেন্দ্র জানিয়েছিল, ভারতের সমকামীদের মধ্যে আট শতাংশ এইচআইভি আক্রান্ত। কিন্তু সর্বশেষ পরিসংখ্যান সম্পর্কে সর্বোচ্চ আদালতকে তথ্য জানায়নি তারা। সমকামিতা নিয়ে এই মামলায় সরকারি আধিকারিকদেরও আজ তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এই বিষয়ে কেন্দ্রের প্রস্তুতির অভাব রয়েছে।

প্রবীণের মৃত্যু, অভিযুক্ত পুলিশ
পুলিশের কাছে জল চেয়েছিলেন। পেলেন তো না-ই, বরং টানতে টানতে তাঁকে নিয়ে গেল পুলিশ। ছেলের হেনস্থা আটকাতে যান বাবা। অভিযোগ, ধাক্কা মেরে তাঁকে ফেলে দেন ওই কনস্টেবল। পড়ে জ্ঞান হারান ৬৬ বছরের অনিলকুমার অরোরা। সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সোমবার রাতে দক্ষিণ দিল্লির ঢৌলাকুয়াঁ এলাকার এই ঘটনায় অভিযোগের আঙুল পুলিশের দিকে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা তদন্তে নেমেছে। অনিলবাবুর পরিবারের অভিযোগ, তিনি ও তাঁর ছেলে মোহিত একটি গাড়িতে যাচ্ছিলেন। অন্য গাড়িতে ছিলেন, মোহিতের ভাই। ভাইয়ের গাড়িতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। মোহিত গাড়ি থামিয়ে কাছেই দাঁড়ানো এক কনস্টেবলকে জলের খোঁজ জিজ্ঞাসা করেন। তাঁদের দাবি, “ওই কনস্টেবল তখন ফোনে কথা বলছিলেন। কোনও সাহায্য করেননি।” এর পর মোহিত জল নিয়ে ফেরার সময় ওই কনস্টেবল তাঁকে টানতে টানতে নিয়ে যান পুলিশের চৌকিতে। অভিযোগ, পুলিশকে অপমান করেছেন মোহিত। ছেলেকে বাঁচাতে ছুটে যান অনিলকুমার অরোরা।

বিচার শুরু হয়েছে, জানাল ইতালি
দুই ভারতীয় মৎস্যজীবীকে হত্যায় অভিযুক্ত দুই নিরাপত্তারক্ষীর বিচার প্রক্রিয়া তারা নিজেদের দেশে শুরু করেছে বলে আজ জানিয়েছে ইতালি সরকার। কেরল হাইকোর্টকে আজ ইতালির সরকার এও জানিয়েছে যে, সংশ্লিষ্ট ঘটনায় দুই নিরাপত্তারক্ষীর অপরাধ প্রমাণিত হলে ইতালির আইনে তাদের কম করে ২১ বছর জেল হবে। আইনজীবী ও কূটনৈতিক মহল অবশ্য ইতালির এই ঘোষণাকে ‘নয়া চাল’ বলেই মনে করছে। তাঁদের ধারণা, ইতালিতে বিচার শুরু হয়ে যাওয়ার কথা আগেভাগেই ঘোষণা করে সে দেশের সরকার দুই নিরাপত্তারক্ষীকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। ভারত যাতে আপত্তি না জানায় সে জন্যই এই ঘোষণা।

শিশুদের ফেরত মার্চেই, আশা কৃষ্ণর

অভিজ্ঞান-ঐশ্বর্যাকে কাছে পেতে ২৩ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে নরওয়ের প্রবাসী দম্পতি অনুরূপ ও সাগরিকাকে । আজ নরওয়ে থেকে ফেরেন বিদেশ মন্ত্রকের দূত মধুসূদন গণপতি। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ জানান, নরওয়ের বিদেশমন্ত্রী, শিশুকল্যাণমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে গণপতির। কিন্তু বিষয়টি এখনও বিচারাধীন। ২৩ মার্চের পর শিশু দু’টিকে দেশে ফেরানো ভারতের দায়িত্ব বলে জানান তিনি। অভিজ্ঞান-ঐশ্বর্যার পরিবারের সঙ্গে আজ ফের দেখা করে তাদের নরওয়ের পরিস্থিতির ব্যাপারে জানান কৃষ্ণ।

গারো জঙ্গিদের ঘাঁটি অসমে
অসমেও ঘাঁটি গাড়ছে গারো জঙ্গি সংগঠন জিএনএলএ। গত রাতে দুধনৈ এলাকায় গারো জঙ্গিদের একটি ঘাঁটির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সেখানে হানা দেয়। দু’পক্ষের গুলির লড়াইয়ের মধ্যে এক জঙ্গি পালালেও, বাকিদের গুলি শেষ হয়ে যাওয়ায় তারা ধরা দেয়। জঙ্গি ঘাঁটি থেকে দু’টি বন্দুক, একটি একে রাইফেল, গ্রেনেড, জাল নথি, রেশন কার্ড, মোবাইল ও নগদ টাকা মিলেছে।

কয়লামন্ত্রী নির্দোষ, জানাল নির্বাচন কমিশন
কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়ালের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কয়লামন্ত্রী কখনই ভোটারদের হুমকি দেননি। গত ২৩ ফেব্রুয়ারি কানপুরে জয়সওয়াল বলেন ‘উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।’ ভোটারদের তিনি হুমকি দিয়েছেন, এই বলে কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা। এর পর জয়সওয়ালকে নোটিস পাঠায় কমিশন। আজ সেই বক্তব্যের ভিডিও দেখে কমিশন জানায় জয়সওয়ালের বক্তব্যে হুমকির সুর ছিল না।

পশু-খাদ্য নিয়ে চার্জ গঠন
পশু-খাদ্য কেলেঙ্কারি মামলায় বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্রের বিরুদ্ধে আজ চার্জ গঠন করল সিবিআই। লালু প্রসাদ মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের পশুখাদ্য দফতর থেকে বহু কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। এই মামলায় তাঁদের সঙ্গে অভিযুক্ত আরও ৩২ জন। আজ চার্জ গঠনের সময় সিবিআই-এর বিশেষ আদালতে উপস্থিত ছিলেন মিশ্র, আর কে রানা-সহ অন্যান্য আরজেডি নেতারা। একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত তিন
কটক-পারাদীপ জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মারা গেলেন ৩ জন। গত রাতে জগৎসিংহপুরের কুজঙ্গ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বছর বাইশের তিন যুবক। সেই সময় ট্রাক এসে তাঁদের পিষে দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.