টুকরো খবর
বিদ্যুৎ ভবনে বিক্ষোভ সামলাতে পুলিশ-প্রধান
একশো লোকের বিক্ষোভ সামলাতে র্যাফ-সহ পুলিশবাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন খোদ বিধাননগরের পুলিশ কমিশনার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বিধাননগরের বিদ্যুৎ ভবনে। বিক্ষোভকারী সংগঠনের সভাপতি, সম্পাদক-সহ মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, দুপুর আড়াইটে নাগাদ আচমকা বিদ্যুৎ ভবনে ঢোকেন ‘অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’ (অ্যাবেকা)-এর একশো জন নেতা-সমর্থক। নিরাপত্তারক্ষীদের বাধা কাটিয়ে আটতলায় চেয়ারম্যানের ঘরের সামনে পৌঁছে সেখানেই বসে পড়েন তাঁরা। মিনিট পনেরো-কুড়ি বাদে বাহিনী-সহ হাজির হন স্থানীয় থানার আইসি। তিনি প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ। এর মধ্যেই র্যাফ ও অতিরিক্ত পুলিশ কমিশনারকে নিয়ে পৌঁছন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার। কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় তখন। সামান্য লাঠিও চালায় পুলিশ। অ্যাবেকার ভাইস প্রেসিডেন্ট কুণাল বিশ্বাস জানান, গত দেড় মাসে ইউনিট-পিছু বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ১ টাকা ৯২ পয়সা। সে কারণেই বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, “আগাম খবর দেয়নি অ্যাবেকা। জানলে প্রস্তুতি নেওয়া হত।” অ্যাবেকার দাবি, তারা বিদ্যুৎ দফতরকে জানিয়েছিল। কিন্তু রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার জনসংযোগ আধিকারিক বিশ্বরূপ মুখোপাধ্যায় বলেন, “অ্যাবেকা খবর দেয়নি।”

বহুজাতিকের জন্য বসতে পারে জলকর
সাধারণ মানুষের থেকে জলকর নয়। বরং ভূপৃষ্ঠের জল বহুজাতিক সংস্থার কাছে বিক্রি করে ‘জওহরলাল নেহরু আর্বান রিনিউয়াল মিশন’ (জেএনএনইউআরএম) প্রকল্পের টাকা পেতে চাইছে তৃণমূল কংগ্রেস পরিচালিত নতুন সরকার। বৃহস্পতিবার এ কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম। মধ্যমগ্রাম পুর-এলাকায় একটি নতুন জলপ্রকল্প হচ্ছে। যার জন্য জেএনএনইউআরএম প্রকল্পের টাকা পেতে কেন্দ্রের কাছে দরবার করছে কেএমডিএ। পুরমন্ত্রী এ দিন জানান, নরম পানীয় বা মিনারেল ওয়াটার প্রস্তুতকারক বিভিন্ন বহুজাতিক সংস্থাকে এই ধরনের জলপ্রকল্প এলাকায় আলাদা জায়গা দেওয়া হবে জল সংগ্রহের জন্য। প্রকল্পগুলিতে কোনও একটি এলাকার প্রয়োজনের তুলনায় বেশি জল থাকবে। ওই সব সংস্থা প্রয়োজনীয় জল জেএনএনইউআরএম প্রকল্পের আওতায় তৈরি জলপ্রকল্প থেকে অর্থের বিনিময়ে নেবে। সেই টাকাতেই রক্ষণাবেক্ষণ হবে ওই জলপ্রকল্পের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়েই সাধারণ মানুষের থেকে জলকর নেওয়ার বিরোধী। অন্য দিকে, জেএনএনইউআরএম প্রকল্পে রাজ্যকে টাকা পেতে হলে জলকর বাধ্যতামূলক। পুরমন্ত্রী বলেন, “জলকর নিতে বলা হয়েছে, যাতে সরকারকে প্রকল্প রক্ষণাবেক্ষণে ভর্তুকি দিতে না হয়। কিন্তু জলকর যে বাড়ি বাড়ি থেকে নিতে হবে, এমনটা নয়। আমরা চাইছি, কলকাতা পুর-এলাকার মতোই ব্যবসায়িক প্রতিষ্ঠানের থেকে জলের মূল্য আদায় করে ভর্তুকি না-দিয়ে জলপ্রকল্প চালাতে। বিষয়টি নিয়ে আমি কেন্দ্রকে চিঠিও দিয়েছি।”

উপাচার্য বাছাই কমিটিতে আন্দ্রে বেতেই
সমাজতত্ত্ববিদ আন্দ্রে বেতেই, পরমাণুবিজ্ঞানী অনিল কাকোদকর এবং ইতিহাসবিদ মুশিরুল হাসানকে নিয়ে গঠিত সার্চ কমিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য বাছাই করবে। বৃহস্পতিবার এ কথা জানান রাজ্যপাল তথা আচার্য এম কে নারায়ণন। এ দিন বিশ্ববিদ্যালয়ের নবগঠিত সেনেটের প্রথম বৈঠকে রাজ্যপাল উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুরঞ্জন দাসের কার্যকাল শেষ হচ্ছে ৩০ এপ্রিল। এ দিন সেনেটের বৈঠকে প্রধান বিষয় ছিল পরবর্তী উপাচার্য বাছাইয়ের জন্য গড়া সার্চ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনয়ন করা। পরে রাজ্যপাল জানান, আন্দ্রে বেতেইকে নিজেদের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন সেনেটের সদস্যেরা। রাজ্যের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও উপাচার্যদের মেয়াদ ফুরোচ্ছে শীঘ্রই। তাঁদের মধ্যে আছেন যাদবপুরের উপাচার্য প্রদীপনারায়ণ ঘোষ, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী সেনগুপ্ত, বারাসতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোকরঞ্জন ঠাকুর প্রমুখ। রাজ্যপাল এ দিন বলেন, “সব বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অন্যদের থেকে তবু কিছুটা বেশি।” তাই কলকাতার নতুন উপাচার্য বেছে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। পরবর্তী উপাচার্য বাছাইয়ের সময় সুরঞ্জনবাবুর নামও কি আবার বিবেচিত হতে পারে? রাজ্যপাল জানান, বিবেচিত হতেই পারে। তবে তিনি নিজের মত চাপানোর পক্ষপাতী নন। নারায়ণন বলেন, “সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।”

মন্ত্রীর গাড়ির ধাক্কা ট্যাক্সিতে
খিদিরপুরে বুধবারেই যান-বিধি ভেঙে ঝামেলায় জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আর বৃহস্পতিবার ট্রাফিক আইন ভেঙে ট্যাক্সিতে ধাক্কা মারল রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের গাড়ি। এই ঘটনায় জখম হয়েছেন ট্যাক্সিচালক রাজেন্দ্রপ্রসাদ যাদব। মন্ত্রী তখন গাড়িতে ছিলেন না, ছিলেন তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে। তিনি পায়ে চোট পান। মন্ত্রীর গাড়ির চালক অমৃতলাল দে-কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে, গাড়ির চালক মদ্যপ ছিলেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ লেক টাউনে ভিআইপি রোডে যান-বিধি ভেঙে মন্ত্রীর গাড়ি ঢুকে পড়ে অন্য রাস্তায়। ওই রাস্তায় একটি ট্যাক্সি দাঁড়িয়ে ছিল। গাড়িটি সেই ট্যক্সিতে ধাক্কা মারে। লোকজন ছুটে আসেন। শ্রেয়াকে নামিয়ে অন্য গাড়িতে তুলে দেয় পুলিশ। পরে যোগাযোগ করা হলে সাধনবাবু বলেন, “ঘটনাটি মারাত্মক। গাড়ির চালক মদ্যপ ছিল বলে শুনেছি। সরকারি দফতর থেকেই এই গাড়ি ও চালক দেওয়া হয়েছিল। চালককে বরখাস্ত করতে বলেছি।”

৪ জনের যাবজ্জীবন
ভবানীপুরে এক বৃদ্ধাকে খুন ও ডাকাতির দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার, জেলা ও দায়রা বিচারক (চতুর্দশ) অজয়কুমার গুপ্ত এই রায় দেন। পুলিশ জানায়, ২০০৫ সালের ৯ জুন বিশপ লেফ্রয় রোডের বাসিন্দা লক্ষ্মী সুন্দরমের বাড়িতে হানা দেয় ৬ জনের একটি দল। তারা গয়না, ডলার ও নানা সামগ্রী লুঠ করে এবং লক্ষ্মীদেবীকে খুন করে পালায়। এই ঘটনায় শর্বর হুসেন, শেখ জাহিদ, রাজু উইলসন, অ্যালবার্ট পেরেইরা, সুরেশ নায়েক এবং অনুপ যাদবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, এ দিন বিচারক শর্বর, জাহিদ, রাজু ও সুরেশকে যাবজ্জীবন এবং অ্যালবার্টকে ১০ বছর কারাদণ্ডের সাজা দেন। অনুপ নাবালক হওয়ায় জুভেনাইল আদালতে তার বিচার চলছে।

ফের মেট্রো-বিভ্রাট
অফিস-টাইমে ফের ভোগাল মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার সকালে দমদম থেকে কবি সুভাষগামী একটি ট্রেন অতিরিক্ত ভিড়ের কারণে ঠিক মতো চলতে পারছিল না। ফলে পরের ট্রেনগুলিও স্বাভাবিক গতিতে ও সময়ে চলতে পারেনি। বাতিল হয় একটি ট্রেন। যাত্রীরা জানান, একটি ট্রেন বাতিল হওয়ায় পরের মেট্রোগুলিতে প্রচণ্ড ভিড় হয়। শোভাবাজার বা গিরিশ পার্ক থেকে অনেকেই উঠতে পারেননি। অসুবিধার কথা স্বীকার করে মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “ব্যস্ত সময়ে মেট্রো বাতিল হলে তার প্রভাব পরেরগুলির উপরে পড়বেই। যাত্রীদের অসুবিধার অভিযোগও খারিজ করা যায় না।”

রেস্তোরাঁয় আগুন
এবার আগুন লাগল ধর্মতলার ডেকার্স লেনের এক রেস্তোরাঁয়। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.