গাড়ি বিক্রি বাড়াল বেশির ভাগ সংস্থা |
মারুতি-সুজুকি, টাটা মোটরস-সহ বেশির ভাগ গাড়ি সংস্থারই বিক্রি বাড়ল ফেব্রুয়ারি মাসে। মারুতি-সুজুকির রফতানি-সহ বিক্রি ৬.৫৪% বেড়ে হয়েছে ১,১৮,৯৪৯। এর মধ্যে শুধু দেশেই বিক্রি হয়েছে ১,০৭,৬৫৩ গাড়ি, যা সংস্থার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯% বিক্রি বেড়েছে টাটা মোটরসেরও। রফতানি মিলিয়ে ৯২,১১৯ গাড়ি বেচেছে তারা। রফতানি মিলিয়ে হুন্ডাই মোটরসের বিক্রি কমলেও, দেশে তাদের বিক্রি বেড়েছে ১২.৮০%। এখনও পর্যন্ত দেশে এটাই সংস্থার সর্বোচ্চ বিক্রি। এ ছাড়া, টয়োটা কির্লোস্করের বিক্রি বেড়েছে ৭৯%। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার ২৯%। হোন্ডা সিয়েলের ৮৩%। বিক্রি বেড়েছে ফোক্সভাগেন এবং বাণিজ্যিক গাড়ি নির্মাতা আইশার মোটরস-এরও। তবে বিক্রি কমেছে ফোর্ড এবং জেনারেল মোটরসের। দ্বিচক্রযানেও টিভিএস বাদে বিক্রি বেড়েছে প্রায় সকলেরই।
|
নতুন বছরে এলআইসি এককালীন প্রিমিয়ামের সুবিধাযুক্ত ‘পলিসি’ চালু করল। নাম জীবন বৃদ্ধি। বৃহস্পতিবার জলপাইগুড়ি ডিভিশনের জেলারেল ম্যানেজার তাপসরঞ্জন মল্লিক বলেন, “যিনি পলিসি করবেন, পলিসি চলাকালীন তিনি মারা গেলে তাঁর উত্তরসূরি ৫ গুণ টাকা পাবেন। দশ বছর মেয়াদ পূরণ হলে তিনি দ্বিগুণের কাছাকাছি টাকা ফেরত পাবেন।
|
জানুয়ারিতে রফতানি বাড়ল ১০ শতাংশ |
ডিসেম্বরের তুলনায় সামান্য বাড়লেও, জানুয়ারিতে আশানুরূপ হল না রফতানি বৃদ্ধির হার। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে (২০১০-এর একই সময়ের সাপেক্ষে) দেশের রফতানি ১০.১% বেড়ে হয়েছে ২,৫৩৫ কোটি ডলার। আর আমদানি ২০.৩% বেড়ে পৌঁছেছে ৪,০১০ ডলারে। ফলে, বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৪৮০ কোটি ডলার। বাণিজ্য সচিব রাহুল খুল্লরের মতে, ইউরোপ-সহ পশ্চিমী দুনিয়ার চাহিদায় মন্দাই এর মূল কারণ।
|
ব্রিটেনের টেলিকম সংস্থা কেব্ল অ্যান্ড ওয়্যারলেস ওয়ার্ল্ডওয়াইড-কে কেনার ইঙ্গিত দিল টাটা কমিউনিকেশন্স। টাটা কম জানিয়েছে, দাম স্থির করতে সংস্থাটির মূল্যায়ন চলছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক স্তরে। প্রসঙ্গত, বাজারে শেয়ার দরের ভিত্তিতে ব্রিটিশ সংস্থাটির দাম এখন ১২০ কোটি ডলার।
|
রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার ভাদোতি গ্রামে নতুন শাখা খুলল ইউনাইটেড ব্যাঙ্ক (ইউবিআই)। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী নমো নারায়ণ মীনা এটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাঙ্কের সিএমডি ভাস্কর সেন। |