টুকরো খবর |
সম্পত্তি বাজেয়াপ্ত হল সিপিআই কাউন্সিলরের |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুলিশের আবেদন মেনে কুলটি পুরসভার এক সিপিআই কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আসানসোল আদালতের এসিজেএম বিচারক। পুলিশ জানিয়েছে, ওই কাউন্সিলরের নাম রোহিত নুনিয়া। তিনি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ অক্টোবর হিরাপুর থানার নরমসুদা কোলিয়ারি সংলগ্ন এলাকায় রোহিত নুনিয়ার নেতৃত্বে এক দল যুবক তাণ্ডব চালায়। কোলিয়ারির কয়লা পরিবহণের সময় তোলা আদায় করতে গিয়েই তাঁরা এই ঘটনা ঘটিয়েছে। রোহিত ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওরা যথেচ্ছ বোমাগুলি ছুড়েছেন, ভাঙচুর করেছেন। এর পরেই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ বারবার অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকেই রোহিত তাঁর ধেমোমেন এলাকার বাড়িছাড়া ছিলেন। অবশেষে হিরাপুর থানার পুলিশ আদালতে রোহিতের সম্পত্তি বাজেয়াপ্ত ও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায়।
|
মিড-ডে মিল মেলেনি, স্কুলে তালা |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন জামুড়িয়ার শ্রীপুর হাট প্রাথমিক স্কুল খুলেছিল। কিন্তু মিড-ডে মিল দেওয়া হয়নি। বৃহস্পতিবার তারই প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের সমর্থকরা মিড-ডে মিল রান্নার ঘর তছনছ করে দিয়ে তালা লাগিয়ে দেয় বলে বলে অভিযোগ। ঘণ্টা দু’য়েক পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামশরণ রাম জানান, তিনি বৃহস্পতিবারই দায়িত্ব নিয়েছেন। এ দিন যা ঘটেছে তা তিনি পুরসভাকে লিখিতভাবে জানিয়েছেন। উপ পুরপ্রধান মানিক মণ্ডলের দাবি, ওই দিন স্কুলটি খুলেছিল। ৩৩ জন পড়ুয়া এসেছিল। স্কুলে ন’শোরও বেশি পড়ুয়া রয়েছে। সরকারি বিধি অনুযায়ী, ২০ শতাংশ পড়ুয়া উপস্থিত না হলে মিড-ডে মিল রান্নার নিয়ম নেই। সে দিন অল্প সংখ্যক পড়ুয়া আসায় তাদের অভিভাবকদের আর্জি মেনে স্কুলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। তাঁর কথায়, “প্রতিবাদের ভাষা অন্য রকম হওয়া উচিত ছিল।”
|
জলের দাবি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
এলাকা দিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাইপলাইন গিয়েছে। অথচ পাণ্ডবেশ্বরের সাত্তারপাড়া, গোঁসাই পাড়া, স্টেশন মোড় ও ডিভিসি মোড়ের বাসিন্দারা ওই পরিশ্রুত জল ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার সকালে সিপিআইএমএল-এর নেতৃত্বে এলাকার বাসিন্দারা জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাণ্ডবেশ্বর কার্যালয়ে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত ওই দফতরের কোনও প্রতিনিধি না আসায় শৃঙ্খলারক্ষা করতে আসা পাণ্ডবেশ্বর পুলিশের এএসআইয়ের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। দলের নেতা কীর্তন কোটালের অভিযোগ, এই কার্যালয়টি ঠিকাদারের কর্মীরাই চালায়। কথা দিয়েও সংশ্লিষ্ট বাস্তুকার দাবিপত্র নিতে আসেননি। পুলিশ জানিয়েছে, দাবিপত্রটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।
|
নির্বাচন পিছিয়ে যাওয়ায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পর্যাপ্ত পুলিশ প্রশাসন দেওয়া সম্ভব নয় বলে বাতিল হয়ে গিয়েছিল রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার বাঁশড়া কোলিয়ারির এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির ৩ মার্চের নির্বাচন। প্রতিবাদে এরিয়ার বাস্তুকার তথা নির্বাচন আধিকারিককে ৫ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি-সহ কয়েকটি শ্রমিক সংগঠন। শেষ পর্যন্ত আধিকারিক ৩ মার্চই নির্বাচন হবে ঘোষণা করায় বিক্ষোভ থামে। নির্বাচন আধিকারিক দিবাকর প্রামাণিক জানান, পুলিশ প্রশাসন থেকে চিঠি আসে, মাধ্যমিক পরীক্ষার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা যাবে না। অন্য দিন নির্বাচন করার আবেদন জানায় পুলিশ। তাই এই সিদ্ধান্ত। তিনি বলেন, “বিক্ষোভ চলাকালীন আসানসোল এআরটিএস দফতর থেকে পুলিশের উপর মহলে কথা বলে ওই দিনই নির্বাচন করার সিদ্ধান্ত বহাল রাখা হয়।”
|
লিলুয়ার কিশোরী উদ্ধার নিয়ামতপুরে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বুধবার রাতে এক কিশোরীকে উদ্ধার করেছে আসানসোলের নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। নিয়ামতপুর অঞ্চল থেকেই তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর বাড়ি হাওড়ার লিলুয়ায়। ৯ ফেব্রুয়ারি কয়েক জন যুবক ওই কিশোরীকে সিনেমায় অভিনয় করানোর সুযোগ দেওয়া হবে, এই লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যেরা দিন চারেক পরে লিলুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার উদ্ধারের পরে ওই কিশোরীকে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে নিয়ামতপুর থানার পুলিশ।
|
পরিশ্রুত জলের দাবি |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
এলাকা দিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাইপলাইন গিয়েছে। অথচ পাণ্ডবেশ্বরের সাত্তারপাড়া, গোঁসাই পাড়া, স্টেশন মোড় ও ডিভিসি মোড়ের বাসিন্দারা পরিশ্রুত জল পাচ্ছেন না। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাণ্ডবেশ্বর অফিসে বিক্ষোভ দেখান।
|
মঙ্গলকোটে খুন তৃণমূল কর্মী |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও মঙ্গলকোট |
মঙ্গলকোটে খুন হলেন এক তৃণমূল কর্মী। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে তৃণমূলের একাংশ দাবি করলেও দলের বর্ধমান জেলা (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথের অভিযোগ, “সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে।” সিপিএম অভিযোগ মানেনি। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ঔরঙ্গজেব শেখ (৪৫) নামে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। |
|