৩ আমরি-কর্তার আগাম জামিনের শুনানি পিছোল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে অভিযুক্ত সেখানকার তিন ‘ফেরার’ ডিরেক্টরের আগাম জামিনের শুনানি ১২ মার্চ পর্যন্ত পিছিয়ে গেল। বুধবার ওই মামলার শুনানির তারিখ নির্দিষ্ট ছিল। কিন্তু অসুস্থতার কারণে সরকারি আইনজীবী হাজির না-হওয়ায় আলিপুর জেলা ও দায়রা আদালতের বিচারক শুনানি পিছিয়ে দেন। আমরির অগ্নিকাণ্ডের পর তিন ডিরেক্টর রাহুল তোদি, আদিত্য অগ্রবাল ও প্রীতি সুরেখাকে এখনও গ্রেফতার করা যায়নি। তাঁদের তরফেই আগাম জামিনের আবেদন জানানো হয়েছে। এ দিন সরকারের তরফে আদালতকে জানানো হয়, আমরি মামলায় বিশেষ সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্য জ্বরে আক্রান্ত। তাই তিনি হাজির হতে পারেননি। বিচারক এর পরেই আগাম জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন।
|
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ভবনের একটি ঘরে আগুন ধরে যায় বুধবার বিকেলে। ‘শর্ট সার্কিট’ থেকেই ওই আগুন ধরেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। বহরমপুর নিউ জেনারেল হাসপাতাল লাগোয়া দোতলা ওই ভবনের নিচের তলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কলেজ কর্তৃপক্ষ দমকল দফতরে ফোন করেন। দমকল আসার আগেই ওই ঘরে রাখা নতুন একটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে পুড়ে যায় ঘরে থাকা বেশ কয়েকটি দামি চেয়ারও।
|