টুকরো খবর
বন্ধ পঞ্চায়েত, ক্ষোভ
বুধবার দুপুর পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা না খোলায় সরব তৃণমূল কর্মীরা। সিপিএম পরিচালিত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার ধর্মঘটের দিন খোলা হয়নি। বুধবার বেলা একটা পর্যন্ত প্রধান তালা না খোলায় ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। বিষয়টি বিডিও-কে জানানো হলে তার উদ্যোগে দুপুর দুটা নাগাদ ঘরের তালা খুলে কাজ শুরু হয়। এ বিষয়ে মন্তব্য করেননি পঞ্চায়েত প্রধান। সিপিএম নেতারা বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। তৃণমূলের ধূপগুড়ি ব্লক নেতা অশোক বর্মন বলেন, “টানা দুই দিন পঞ্চায়েত দফতর বন্ধ থাকায় ক্ষুব্ধ মানুষ সরব হয়েছেন। তারা প্রতিবাদ করেন।” ধূপগুড়ির বিডিও অর্ঘ্য অধিকারী বলেন, “কেন প্রধান নিজের কাছে চাবি রেখে দিয়েছিলেন বলতে পারব না। পরে চাবি নিয়ে অফিস খুলে দিয়েছি।” মঙ্গলবার ধর্মঘটের দিন দফতর বন্ধ থাকায় বুধবার অফিসে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়েন প্রধান ও কর্মীরা। ঘটনাটি ঘটে ফালাকাটার জটেশ্বর-১ পঞ্চায়েতে।

জামিন-অযোগ্য মামলা রুজু
ধর্মঘটে বাস ভাঙচুরে জড়িতদের শনাক্ত করার কাজে নামল জেলা পুলিশ। মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জলপাইগুড়ি ডিপোর তরফে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ পান্ডে বলেন, “সরকারি সম্পত্তি নষ্ট করা-সহ জামিন অযোগ্য বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।” ধর্মঘটের দিন জনজীবন স্বাভাবিক রাখতে এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো থেকে বাস ছাড়ে। সকাল ছটা নাগাদ বাস চলাচল শুরু হয়। ছটি বাসে ভাঙচুর চালানো হয়। কদমতলা থেকে কিছু দূরে উকিলপাড়ায় ধাপড়াগামী সরকারি বাসে ভাঙচুর চালান বনধ সমর্থকরা। পরে শহরের তিন নম্বর গুমটি এলাকায় মেখলিগঞ্জগামী, ৭৩ মোড় এলাকায় শিলিগুড়িগামী এবং পাহাড়পুরে ৩টি বাসে ভাঙচুর চালানো হয়।

সময় বদলের দাবি ছাত্রদের
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে চলতি বছরের বার্ষিক পরীক্ষার সময়সূচি নিয়ে প্রতিবাদ জানাল এসএফআই। আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলা পরীক্ষাসূচিতে প্রতিটি পরীক্ষা শুরুর সময় সকাল ৯টা নির্ধারণ করা হয়েছে। এসএফআইয়ের দাবি, ওই সময় পরীক্ষা শুরু হওয়ায় জেলার প্রত্যন্ত এবং দুর্গম এলাকা থেকে আসা অনেক ছাত্রছাত্রীর পক্ষেই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া অসম্ভব। বুধবার জলপাইগুড়ি জেলা এসএফআইয়ের পক্ষ থেকে জেলাশাসককে এ বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে। এসএফআইয়ের জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময়সূচি বাতিল করতে হবে। না-হলে ছাত্রছাত্রীরা বিপাকে পড়বেন। পরীক্ষার সময় বদলের পাশাপাশি জেলা প্রশাসনকে বাড়তি বাস চালাতে হবে।”

ছুরি দিয়ে খুন প্রতিবেশীকে
বচসায় প্রতিবেশীকে ছুরি দিয়ে খুন করে পালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। পুলিশ জানায়, নিহত যুবকের নাম গণেশ সরকার (৩৫)। এ দিন বাজার থেকে বাড়িতে ফেরার পথে সুবল মণ্ডল নামে এক প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গণেশবাবু। ওই সময় প্রতিবেশী যুবক ছুরি নিয়ে তাঁর উপরে ঝাপিয়ে পড়েন বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গণেশবাবু মারা যান।

নাজেহাল বাসিন্দারা
শহরের ব্যস্ততম কুমারগ্রাম রোডের দু’পাশে বাঁশের হাট বসায় যানজটে নাকাল বাসিন্দারা। আলিপুরদুয়ার পথিপার্শ্বস্থ ব্যাবসায়ী সমিতি সম্পাদক মনোজ নন্দী বলেন, “চৌপথী থেকে শোভাগঞ্জ পর্যন্ত কুমারগ্রাম রোডে সপ্তাহে দু’দিন বাঁশের হাট বসে। নানা গ্রাম থেকে ওই হাটে ব্যবসায়ীরা বাঁশ এনে রাস্তার দু’ধারে রেখে বিক্রি করে। যান চলালের বিঘ্ন ঘটে।”

ধর্ষণের দায়ে কারা
ধর্ষণের দায়ে ময়নাগুড়ির মাধবডাঙা এলাকার এক বাসিন্দাকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। বুধবার অতিরিক্ত দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) স্বপন কুমার দত্ত সাজা ঘোষণা করেন। ২০০৯-এর মার্চ মাসে মাধবডাঙার বাবলু রায়ের বিরুদ্ধে এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ১১ জনের সাক্ষ্যগ্রহণের পরে তাকে দোষীসাব্যস্ত করে সাজা ঘোষণা হয়। ৮০০০ টাকা জরিমানা আনাদায়ে আরও ৮ মাসের দণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

ক্রীড়া-কর্তার মৃত্যু
মারা গেলেন জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক সন্তোষ ভট্টাচার্য(৬৭)। বুধবার শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। ময়নাগুড়ির বাসিন্দা সন্তোষবাবু গত ২৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন। মনোহর আইচের ছাত্র সন্তোষবাবু জলপাইগুড়ি আদর্শ ব্যায়ামাগারে শরীরচর্চা করতেন। ময়নাগুড়ি হাইস্কুল ও জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইন্সস্টিটিউশনে শারীর শিক্ষার শিক্ষক থাকার পাশপাশি ক্রীড়া সংস্থার সম্পাদকও ছিলেন।

বিধায়কের দান
প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন কাজে উদ্যোগী স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনুভব’কে বিধায়ক তহবিল থেকে একটি ছোট গাড়ি দিলেন রুদ্রনাথ ভট্টাচার্য। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংস্থার কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন তিনি।

টাকা ফেরত
আদালত চত্বরে কুড়িয়ে পাওয়া আড়াই হাজার টাকা তৃণমূল আইনজীবী সেলের কর্তাদের হাতে দিলেন শিলিগুড়ির ডাঙিপাড়ার এক জুতোর দোকানের কর্মচারী। এ দিন বাবন প্রসাদ শা নামে ওই ব্যক্তি আদালতে এসেছিলেন। সেখানেই ওই টাকাগুলি কুড়িয়ে পান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.