খেলার টুকরো খবর

জয়ী রেড রোজ
সিউড়ি ত্রাণসমিতি পরিচালিত অরুণ সেন এবং কালীগতি বন্দ্যোপাধ্যায় স্মৃতি উইনার্স ও রানার্স দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল সিউড়ি রেড রোজ ক্লাব। ২৬ ফেব্রুয়ারি ক্লাব মাঠে ওই প্রতিযোগিতা হয়। যোগ দিয়েছিল ৮টি দল। দলগুলি হল সিউড়ি রেড রোজ ক্লাব, সিউড়ি মৌমাছি ক্লাব, কলকাতা পুলিশ, হাওড়া ইউনিয়ন, মানকর ভলিবল টিম, ইসিএল এবং বোলপুর টাউন ক্লাব। ফাইনালে মৌমাছি ক্লাবকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয় রেড রোজ। খেলায় হাজির ছিলেন স্থানীয় বিধায়ক স্বপনকান্তি ঘোষ, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক কালীচরণ মুখোপাধ্যায় জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

ভলিবল
সাঁইথিয়ায় ভলিবল প্রতিযোগিতা।
সাঁইথিয়া রেল ময়দান পরিচালিত দিবারাত্রি ৮ দলীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বর্ধমান অগ্রদূত ক্লাব। ২৬ ফেব্রুয়ারি স্থানীয় রেল মাঠে ওই প্রতিযোগিতা হয়। ফাইনালে বর্ধমান জাতীয় সংহতিকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয় অগ্রদূত। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অগ্রদূতের মহম্মদ কামাল। জাতীয় সংহতির চন্দ্রনাথ সরকার নির্বাচিত হন ম্যান অফ দ্য সিরিজ। খেলায় হাজির ছিলেন স্থানীয় দুই ক্রীড়াবিদ দুর্বারগতি দত্ত এবং ধ্রুব সেন। সংস্থার সম্পাদক জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, ট্রফি-সহ উইনার্স ও রানার্স দলকে যথাক্রমে ৫০০০ ও ৩০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

স্কুল ক্রীড়া
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত সরস্বতী শিশুশিক্ষা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ২৩ ফেব্রুয়ারি। স্থানীয় কলেজ মাঠে ওই প্রতিযোগিতা হয়। ২৪টি ইভেন্টে ১৫০ জন কচি-কাঁচা যোগ দেয়। অভিভাবক-অভিভাবিকাদের জন্যও প্রতিযোগিতা ছিল। খেলায় হাজির ছিলেন ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো, লোকপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দে, ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় সাহা প্রমুখ। শিশুশিক্ষা মন্দিরের প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য জানান, স্থানীয় শুভানুধ্যায়ী মানুষজনের আর্থিক সহায়তায় তাঁদের প্রিয়জনের স্মৃতিতে অভিভাবক-অভিভাবিকা-সহ প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।

চ্যাম্পিয়ান এ টু জেড
রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল রামপুরহাট এ টু জেড ক্লাব। ২৩ ফেব্রুয়ারি মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা হয়। যোগ দিয়েছিল ১৬টি ক্লাব। ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে রামপুরহাট পার্টিসিপেন্ট নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান করে অল আউট হয়ে যায়। জবাবে এ টু জেড ১৫ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন এ টু জেডের যথাক্রমে অভিজিৎ সরকার এবং সুমন্ত গুপ্ত।

সংক্ষেপে
• জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ান হল বোলপুর টাউন ক্লাব। মহিলা বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে সাঁইথিয়া স্পোর্টস্ অ্যাসোসিয়েশন। ৫ ফেব্রুয়ারি সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা হয়। জেলার ৩০টি ক্লাবের ২২০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

• আন্তঃ জেলা সিনিয়ার ক্রিকেট প্রতিযোগিতার জন্য জেলা দল গঠনের লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার মাঠে সংস্থার উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ২৭ ফেব্রুয়ারি বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিভিন্ন ক্লাবের বাছাই করা ১৫ জনকে নিয়ে গঠন করা হয়েছে জেলা দল। ৪ মার্চ থেকে তিনদিন ব্যাপী মুর্শিদাবাদে আন্তঃ জেলা ইস্ট জোনের প্রতিযোগিতায় মুর্শিদাবাদ ও বর্ধমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ওই নির্বাচিত দল।

• বোলপুর টাউন ক্লাব, পুরসভা এবং ব্লক যুবকল্যাণ দফতর আয়োজিত বিবেকানন্দ জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে দু’দলের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল ২২ ফেব্রুয়ারি বোলপুর টাউন ক্লাব মাঠে। বোলপুর নীচুপট্টি নীরদবরণী উচ্চবিদ্যালয় ২-০ গোলে স্থানীয় বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

• রেলের আন্তঃডিভিসন ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে খড়গপুর ওপেন লাইন ডিভিসন। মঙ্গলবার ফাইনালে তারা আদ্রাকে হারায়। গত ২০ ফেব্রুয়ারি থেকে আদ্রায় শুরু হয়েছিল দক্ষিণ-পূবর্র্ রেলের আন্তঃডিভিসন ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। যোগ দিয়েছিল রেলের ৬টি ডিভিসনের ক্রিকেট দল। মঙ্গলবার ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খড়গপুর করে নিধর্র্রিত ৩৫ ওভারে ২৫৩ রান। পরে আদ্রা ব্যাট করতে নেমে ১৫২ রান করে পরাজিত হয়। ম্যান অব দ্য সিরিজ হয়েছে আদ্রার শুভজিৎ চট্ট্যোপাধ্যায়, ম্যান অফ দ্য ম্যাচ হয় খড়গপুরের অনির্বাণ গুপ্ত। মঙ্গলবার পুরস্কার দেন আদ্রার ডিআরএম অমিত কুমার হালদার।

• পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত রামসুধীর চন্দ্র উইনার্স ট্রফি ও নেউল দত্ত স্মৃতি রানার্স কাপ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল বেলিয়াতোড় একাদশ। মঙ্গলবার পাত্রসায়র ক্রিকেট মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রাঙামাটি স্বামীজি সঙ্ঘকে ৭ উইকেটে হারিয়েছে বেলিয়াতোড়। প্রথমে ব্যাট করতে নেমে রাঙামাটি ১৬ ওভারে ৮ উইকেটে ৯৯ রান তোলে। জবাবে বেলিয়াতোড় ৩ উইকেট হারিয়ে ৯.৩ ওভারে ওই রান টপকে যায়। বেলিয়াতোড়ের কালু চক্রবর্তী ৫৯ রান করেন এবং দু’টি উইকেট নেন।
বিষ্ণুপুরে ক্রিকেট।
• অনূর্দ্ধ ১৬ বছর বিদ্যালয় স্তরের দাত্তু ফাদকার ক্রিকেট টুর্নামেন্টের বিষ্ণুপুর জোনের খেলায় সম্প্রতি ইন্দাস হাইস্কুলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল বিষ্ণুপুর কৃত্তিবাস মুখার্জি হাইস্কুল। বিষ্ণুপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় এলাকার ৮টি স্কুল যোগ দিয়েছিল।

বিষ্ণুপুরে স্কুলক্রীড়া।
• ঋষি অরবিন্দ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল রবিবার। বিষ্ণুপুরের শিবদাস ঊচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতিযোগিতার আসর বসেছিল। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের উপপুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়-সহ বিশিষ্টজন।

হুড়ায় ক্রিকেট।
• হুড়ার লালপুরে টেলিকম ময়দানে হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট। ১৬টি দল যোগ দিয়েছিল। রাঙ্গামেট্যাকে হারিয়ে জয়ী হয় লালপুর বাজ একাদশ। ১৭ ফেব্রুয়ারি থেকে এই খেলা শুরু হয়েছিল।

বোলপুর নেতাজি ক্লাবে পর্বতারোহণের প্রশিক্ষণ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.