বিশ্বকাপের কথা ভেবে কোহলি সহ-অধিনায়ক
ভিজ্ঞতার প্রতি আস্থা থাকল। তার সঙ্গে থাকল তরুণ রক্তের স্লোগানও। চুম্বকে এই হল বুধবার মুম্বইয়ে এশিয়া কাপের দল নির্বাচন।
এক দিকে, সচিন তেন্ডুলকর আপাতত ওয়ান ডে ক্রিকেট খেলে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে এশিয়া কাপের পনেরো জনের দলে রাখলেন জাতীয় নির্বাচকেরা। অন্য দিকে, হোবার্টে দুর্ধর্ষ ইনিংসের পর বিরাট কোহলিকে তাঁরা এশিয়া কাপের সহ-অধিনায়ক বানিয়ে দিলেন। আর বানিয়ে দিলেন ২০১৫ বিশ্বকাপের সম্ভাব্য ভারত অধিনায়ক হিসেবে তাঁকে তুলে ধরতে চান বলে।
অশোক দিন্দা অবশেষে ঘরোয়া ক্রিকেটে পরিশ্রমের পুরস্কার পেলেন। রঞ্জিতে এ বার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক দিন্দা। দলীপ ট্রফিতেও দুর্দান্ত সফল। তার পরেও অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা পাননি। বরং চোট পাওয়া জাহির খানকে অস্ট্রেলিয়ায় রেখে দেয় টিম ম্যানেজমেন্ট। এ দিন পূর্বাঞ্চল নির্বাচক রাজা বেঙ্কট বাংলার পেসারের নাম বলামাত্র বাকিরা সর্বসম্মত ভাবে তাঁর নাম গ্রহণ করেন। মনোজ তিওয়ারিকে কেন একটা ম্যাচও খেলানো হল না তা নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করেছেন নির্বাচকেরা। দিন্দা এবং মনোজ তিওয়ারি বাংলার দুই ক্রিকেটার একসঙ্গে জাতীয় দলে সম্ভবত এই প্রথম ঘটতে যাচ্ছে।
এমনিতে সচিন তেন্ডুলকরকে নিয়ে সিদ্ধান্ত নিতে সভায় লাগে তিরিশ সেকেন্ডেরও কম। দল নির্বাচনী বৈঠকে অস্ট্রেলিয়া থেকে টেলিকনফারেন্সে যোগ দেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং কোচ ডানকান ফ্লেচার। কোচ ফ্লেচারই নির্বাচকদের জানান, নির্বাচিত হলে সচিন এশিয়া কাপে যেতে চান। তার পর এ নিয়ে আর দ্বিতীয় কোনও মত প্রকাশ করেননি কেউ। সারা দেশে যতই তাঁর ওয়ান ডে অবসর নিয়ে উত্তপ্ত বিতর্ক চলুক, নির্বাচকদের যুক্তি হচ্ছে, এশিয়া কাপে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে ভারত। দুবাইয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে আসা পাকিস্তানকে খেলতে হবে অনেক দিন পর। শ্রীলঙ্কাকে খেলতে হবে। বাংলাদেশও এক দিনের ক্রিকেটে হেলাফেলা করার মতো টিম নয়। ঢালাও পরীক্ষা-নীরিক্ষায় গেলে ব্যুমেরাং হতে পারে। সহবাগ যখন নেই, সচিন থাকলে ভালই হবে।
কিন্তু আরব সাগরের পারে এ দিনের নির্বাচনী বৈঠকের রিং টোন সচিন তেন্ডুলকর নন। রিংটোন হচ্ছেন হোবার্টে দুর্ধর্ষ ১৩৩ নট আউট করে ওঠা বিরাট কোহলি। কোনও এক সচিন রমেশ তেন্ডুলকর যখন বিস্ময় বালক হিসেবে করাচিতে টেস্ট অভিষেক ঘটাচ্ছেন, কোহলির বয়স তখন এক বছর। নির্বাচকেরা মনে করছেন, তিন বছর বাদে অস্ট্রেলিয়ায় পরের বিশ্বকাপে এখনকার প্লেয়ারদের অনেকেই থাকবেন না। সচিন থাকবেন না। এ দিন প্রত্যাশা মতোই যাঁকে এশিয়া কাপের দলে রাখা হল না সেই বীরেন্দ্র সহবাগ হয়তো থাকবেন না। এমনকী গৌতম গম্ভীরকে নিয়েও তাঁরা নিশ্চিত নন। ২০১৫-তে গম্ভীর হবেন ৩৩।

খেলবেন

বিশ্রামে
মোটেও অবসর নিয়ে ফেলার মতো বয়স নয়। ত্রিদেশীয় সিরিজে তিনি ৭ ম্যাচে করেছেন ৩০৮ রান। গড় ৪৪। ভারতীয় ব্যাটিংয়ের যা ফর্ম যাচ্ছে, সেই আন্দাজে বেশ ভালই। তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু কোহলি (৮ ম্যাচে ৩৭৩, গড় ৫৩.২৮)। নির্বাচকমণ্ডলীর অনেক সদস্য এর পরেও নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছেন না যে, ২০১৫ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় নামছেন গম্ভীর।
কিন্তু তাঁরা পরিষ্কার দেখছেন, কোহলি নামছেন। এক সময় দিল্লির বখাটে ছেলে হিসেবে কুখ্যাত হয়ে গিয়েছিলেন মাথায় রাখলে এটা কোহলির জন্য রূপকথার রূপান্তর। নির্বাচকদের আরও মনে হচ্ছে, ত্রিদেশীয় সিরিজে রান পেলেও গম্ভীর ম্যাচ-জেতানো ইনিংস খেলতে পারেননি। কোহলি পেরেছেন। পরের বিশ্বকাপের সময় যাঁর বয়স দাঁড়াবে সাড়ে ২৬ মতো। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এত কম বয়সে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আর মাত্র এক জনেরই আছে। তিরাশির পঁচিশে জুন লর্ডসে ইতিহাস সৃষ্টিকারী কোনও এক কপিল দেব নিখাঞ্জের। আর কপিলের সেই টিমের খুব গুরুত্বপূর্ণ দুই সদস্য কিনা এ দিন নির্বাচক হিসেবে হাজির ছিলেন! শ্রীকান্ত এবং মোহিন্দর অমরনাথ।
তবে হোবার্টে কোহলির ব্যাটে আসা দুর্দান্ত জয়ের ফুরফুরে হাওয়া যাতে মিলিয়ে না যায় সে দিকে খেয়াল ছিল নির্বাচকদের। যার জন্য সহবাগের সঙ্গে মুম্বই থেকে ফোনে কথা বলেন তাঁরা। বোঝান যে, তোমাকে বাদ দেওয়া হচ্ছে না। ফিজিওর রিপোর্টে চোটের কথা বলা আছে। আমরা চাই তুমি বিশ্রাম নাও। তাতে উপকারই হবে। সহবাগও মেনে নেন। তবে জাহির খানের কাছে একই রকম সৌজন্যমূলক ফোন গিয়েছে বলে খবর নেই।
এশিয়া কাপের দল
ধোনি (অধিনায়ক), কোহলি (সহ-অধিনায়ক), তেন্ডুলকর, গম্ভীর, রোহিত, রায়না,
মনোজ, জাডেজা, অশ্বিন, প্রবীণ, বিনয়, রাহুল শর্মা, ইউসুফ, ইরফান, দিন্দা।
আশ্চর্যজনক হচ্ছে, বিদেশে টানা বিপর্যয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলেও ধোনি বা ফ্লেচারকে এ নিয়ে কিছু জিজ্ঞেস করেননি নির্বাচকেরা। কেউ কেউ যুক্তি দিচ্ছেন, এখনই পর্যালোচনায় বসলে হোবার্টের হাওয়া উবে যেতে পারত। যদি এর পর ফাইনাল খেলতে হয়! আবার কারও কারও মনে হচ্ছে, এটাই তো বরাবরের ভারতীয় ক্রিকেট! একটা দুর্দান্ত জয় মানেই আগের সব কেলেঙ্কারি ধুয়েমুছে সাফ!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.