৪২টি গাছ কাটায় অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগের আরান্ডি ১ পঞ্চায়েতের তিলকচক থেকে দিগরুইঘাট যাওয়ার রাস্তায় ধারে লাগানো সামাজিক বনসৃজন প্রকল্পের ৪২টি গাছ কাটার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিন দশেক আগে ঘটনাটি পঞ্চায়েতের প্রধান সিপিএমের সুলেখা পালের নজরে আনেন স্থানীয় কিছু মানুষ। সরেজমিনে দেখে ২৪ ফেব্রুয়ারি বিডিওকে লিখিত ভাবে বিষয়টি জানান প্রধান। প্রধানের বক্তব্য, “কমবেশি দশ বছর বয়সের ৪২টি শিশুগাছ কাটা হয়েছে। তৃণমূলের অসামাজিক কিছু ছেলে এই কাজ করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণ। বিডিও তদন্ত করে ব্যবস্থা নিন।” এ বিষয়ে তৃণমূলের আরান্ডি ১ অঞ্চল সভাপতি বাসুদেব মালিক বলেন, “বেআইনি ভাবে গাছ কাটায় আমাদের দলের কেউ যুক্ত কিনা, দেখা হচ্ছে। কেউ থাকলে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন।” ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানায়।
|
গাড়ির ধাক্কায় মৃত বাইসন |
গাড়ির ধাক্কায় মারা গেল একটি বাইসন শাবক। মঙ্গলবার রাতে গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ৩১ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। সম্প্রতি এই পথে গতিরোধকের ব্যবস্থার আর্জি জানায় বনবিভাগ। |