টুকরো খবর
আচার্যকে নিয়ে আজ বসছে নতুন সেনেট
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া সেনেট আজ, বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসছে। উপস্থিত থাকবেন আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণনও। উপাচার্য সুরঞ্জন দাসের কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে ৩০ এপ্রিল। নতুন উপাচার্য বাছাই হবে সার্চ কমিটি বা সন্ধান কমিটির মাধ্যমে। সেই সন্ধান কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কে হবেন, সেনেটের বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পরে আইন করে বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার কাঠামো বদলানো হয়েছে। সেনেট-সিন্ডিকেট, কোর্ট-এগ্জিকিউটিভ কাউন্সিল থেকে বাদ পড়েছেন জনপ্রতিনিধি ও ছাত্র-প্রতিনিধিরা। সুরঞ্জনবাবু বুধবার বলেন, “সেনেটের বৈঠকে সার্চ কমিটির প্রতিনিধি বাছাই, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা হওয়ার কথা। সেনেটের সভাপতি হিসেবে আচার্যকে প্রতিটি বৈঠকেই উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। নারায়ণন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সেনেটের বৈঠকে উপস্থিত থাকতে রাজি হয়েছেন।”

চটকলে আগুন, গুদাম ছাই
বরাহনগরে চটকলের গুদামে আগুন। বুধবার রাতে। ছবি: বিতান ভট্টাচার্য।
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বরাহনগর জুট মিলের একটি গুদাম। বুধবার রাতের এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের বস্তির লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন। দমকলের ১৫টি ইঞ্জিন গভীর রাত পর্যন্ত লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকল সূত্রের খবর, রাত ৯টা নাগাদ আলমবাজারে গঙ্গার ধারের ওই চটকলের একটি গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। তখন ওই গুদামে কোনও কাজ হচ্ছিল না। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন আসে। পরে আরও ১২টি ইঞ্জিন। হাজির হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তা এবং বরাহনগর পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলরেরা। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে চটকল সূত্রের খবর।

বৃদ্ধা খুনে দোষী সাব্যস্ত ৫
ভবানীপুরে এক বৃদ্ধাকে খুন ও ডাকাতির অভিযোগে ধৃত ৫ জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। বুধবার, জেলা ও দায়রা বিচারক (চতুর্দশ) অজয়কুমার গুপ্ত এই নির্দেশ দেন। আজ, বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে। ২০০৫-এর ৯ জুন বিশফ লেফ্রয় রোডের একটি ফ্ল্যাটে লক্ষ্মী সুন্দরম (৭০) নামে এক বৃদ্ধা খুন হন। ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। ওই ঘটনায় শর্বর হোসেন, রাজু উইলসন নামে দুই দুষ্কৃতী-সহ পাঁচ জন গ্রেফতার হয়। এ দিন সরকারি আইনজীবী নবকুমার ঘোষ জানান, ঘটনার দিন ক্যুরিয়রের লোক সেজে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢোকে। লক্ষ্মীদেবীর হাত-পা বেঁধে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে। পরে, শ্বাসরোধ করে তাঁকে খুন করে সোনা-হিরের গয়না, প্রাচীন মুদ্রা, ৪০ হাজার টাকা, ১২০০ মার্কিন ডলার মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জিনিস নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই মামলার তদন্তকারী অফিসার শ্যামলকুমার রায়-সহ ৩২ জন সাক্ষ্য দেন।

ঝুপড়িতে আগুন
আগুনে পুড়ল ২০টি ঝুপড়ি। বুধবার, ক্যানাল ইস্ট রোডে। ঝুপড়িগুলি বাঁশ ও পলিথিনের হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। এর জেরে গৃহহীন হয়েছেন প্রায় ১৩০ জন। তবে হতাহতের খবর নেই। স্থানীয়েরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মতো এলে কিছু জিনিস বাঁচানো যেত। ঝুপড়ির এক বাসিন্দা মহম্মদ ওসমান বলেন, “ভিক্ষা করে দিন কাটাই। যা কিছু সঞ্চয় ছিল সব পুড়ে গিয়েছে। এ বার বোধহয় রাস্তায় পড়ে মরতে হবে।” আগুনের কারণ খতিয়ে দেখছে দমকল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.