হু হু করে বাড়ছে রুপোর দাম। বুধবারই দেশ জুড়ে তা প্রতি কিলোগ্রামে ছাড়িয়েছে ৬০ হাজার টাকা। নয়াদিল্লির বাজারে এক কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে ২,০৫০ টাকা। আর কলকাতায় গত সোমবারের তুলনায় এই দিন দাম বেড়েছে ২,৩০০ টাকা। গত ৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ। বাজার সূত্রের খবর, শেয়ার বাজারে অনিশ্চয়তার কারণেই লগ্নির ক্ষেত্র হিসাবে গুরুত্ব বাড়ছে সোনা-রুপোর। ফলে দাম বাড়ছে। ভারতে বিয়ের মরসুম শুরু হওয়ায় ধাতু দু’টির চাহিদা বৃদ্ধিও দাম বাড়ার একটি কারণ। দর বাড়ছে বিশ্ব বাজারেও। লন্ডন মেটাল মার্কেটে রুপো শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ১২%। আর এ বছর ৩৩%।
|
বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় বিমান জ্বালানি এটিএফের দাম বাড়ল ৩.২%। ফলে দিল্লিতে কিলোলিটারে দাম হল ৬৪,৫৯৬.৩৬ টাকা।
|
সুব্রত বাগচী তথ্যপ্রযুক্তি সংস্থা মাইন্ডট্রি-র নতুন চেয়ারম্যান হয়েছেন। |