ব্যাঙ্ক ডাকাতি রুখতে গিয়ে দুষ্কৃতী-পুলিশ গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির আমবাড়ি। মঙ্গলবার রাত ১টা নাগাদ আমবাড়ি ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের শাখায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই ঘটনায় পুলিশ ২ রাউণ্ড গুলি ছুঁড়েছে। দুষ্কৃতীরাও পুলিশকে লক্ষ্য করে ২ রাউণ্ড গুলি ছোঁড়ে। পরে তারা পালিয়ে যায়। পুলিশের সন্দেহ, গুলিতে এক দুষ্কৃতী জখম হয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এক বছর আগেও ওই ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা হয়। বাসিন্দারা টের পেয়ে গেলে ডাকাত দল পালিয়ে যায়। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “পুলিশ ঘটনার খবর পেয়ে সেখানে যায়। দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে। বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ। দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমবাড়ি ফাঁড়ি থেকে ২ কিলোমাটার দূরে ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের শাখা। এদিন রাত দেড়টা নাগাদ ৮ জনের একটি দুষ্কৃতী দল ব্যাঙ্কের জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ব্যাঙ্কের সামনে যায়। দুষ্কৃতীরা সে সময় জানালার গ্রিল ভাঙতে ব্যস্ত ছিল। পুলিশ দেখে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতী দলের সদস্যরা। পুলিশ পাল্টা গুলি চালাতে শুরু করলে ক্যানালের রাস্তা ধরে পালিয়ে যায় তারা। ব্যাঙ্কের আমবাড়ি শাখার ম্যানেজার গোপালবন্ধু ভট্টাচার্য বলেন, ‘‘দুষ্কৃতীরা ডাকাতি করতে পারেনি। গোটা ঘটনাটি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।”
|
জমি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষের জেরে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। মৃতের নাম হালিম মহম্মদ (২৮)। বাড়ি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার আটপাড়া এলাকায়। সংঘর্ষে জখম দুপক্ষের আরও ৫ জনের রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ এদিন বিকালে আটপাড়া এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম সোলেমান আলি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মৃত হালিম মহম্মদ এবং তাঁর পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে আটপাড়া এলাকায় জমি লিজ নিয়ে চাষবাস করছেন। পাশের জমিতে সোলেমান আলি ও তার পরিবারের লোকজন চাষবাস করেন। এদিন হালিম জমির আল মেরামতের কাজ করছিলেন।
|
পুলিশি হয়রানির অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থীরা হলদিবাড়ি থানায় বিক্ষোভ দেখালেন। অভিযোগ, পুলিশ ধর্মঘট সমর্থকদের গ্রেফতার করে পরে ছেড়ে দিলেও কয়েক জনকে হয়রান করেছে। |