পরীক্ষার্থীকে মার, ‘ফেরার’ ৪
নিজস্ব সংবাদদাতা • হাবরা ও বারাসত |
মাধ্যমিক পরীক্ষার্থী দীপঙ্কর মিস্ত্রিকে মারধরের ঘটনায় অভিযুক্তদের ৪ জন এখনও ধরা পড়েনি। দু’জনকে গ্রেফতার করা হলেও বাকিরা ‘ফেরার’। স্থানীয়দের একাংশের দাবি, ‘বহাল তবিয়তে’ ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। শিয়ালদহ রেল পুলিশ সুপার তাপসরঞ্জন ঘোষ বলেন, “মাধ্যমিক পরীক্ষার্থীর উপরে আক্রমণের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।” হাবরা স্টেশনে রেল পুলিশের কোনও থানা নেই। এটিকে নিয়ন্ত্রণ করে বনগাঁর রেল পুলিশ। সেখানে কর্মী সংখ্যা কম। হাবরায় রেল পুলিশের নতুন একটি থানার পরিকল্পনা করা হবে বলে তিনি জানান। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ যখন হাবরা স্টেশনে তোলাবাজেরা দীপঙ্করকে মারধর করছে দেখেও এগিয়ে আসেনি কেউ। স্থানীয়রা অনেকেই জানালেন, হাবরা স্টেশনে এ ধরনের ঘটনা নতুন নয়। নানা অসামাজিক কাজকর্ম সব সময় চলে। স্টেশন ও সংলগ্ন রেলবস্তি এলাকা দুষ্কর্মের ‘আঁতুড়ঘর।’ প্ল্যাটফর্মে মারধরের পরে দীপঙ্করকে রেলবস্তির বাড়ি থেকে টেনে বের করে পাশের একটি ক্লাবঘরে নিয়ে গিয়ে ফের পেটায় দুষ্কৃতীরা। বারাসত হাসপাতাল সূত্রের খবর, ওই কিশোরের অবস্থা স্থিতিশীল। দীপঙ্করকে মারধরে জড়িত সন্দেহে এক জনকে মঙ্গলবার সন্ধ্যায় বারাসত থেকে ধরে হাবরা থানায় নিয়ে যান কিছু মানুষ। তাঁকে ‘নির্দোষ’ দাবি করে থানা ঘেরাও করেন কিছু বাসিন্দা। |
চাল পাচারে ধৃত শিক্ষক-সহ সাত
নিজস্ব সংবাদদাতা • মৈপিঠ কোটাল |
মিড ডে মিলের চাল পাচারের চেষ্টার অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ সাত জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা মৈপিঠ কোটালের দেবীপুর লুকাহাবানিয়া মিলন বিদ্যাপীঠ হাইস্কুলে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জালালউদ্দিন মোল্লা, পরিচালন সমিতির সম্পাদক রাধেশ্যাম মণ্ডল, সভাপতি ক্ষিতিশ মণ্ডল, পঞ্চায়েত নমিনি রবীন বিশ্বাস, মিড ডে মিলের রাঁধুনী স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা লিপিকা মজুমদার, সভানেত্রী পারুল মণ্ডল ও মোটরভ্যান চালক লালু মুদি। ধৃতদের মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৭০০ জন। ছাত্রছাত্রীদের খাবার জন্য প্রায় ১৪ বস্তা (এক বস্তায় ৫০ কিলোগ্রাম) চাল মজুত ছিল। ওই চাল রবিবার রাত ন’টা নাগাদ মোটরভ্যানে করে অন্য জায়গায় পাচার করার সময়ে গ্রামবাসীরা আটক করে। তাঁরাই থানায় খবর দেয়। পুলিশ জানিয়েছে, মোট ২৯ বস্তা চাল আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ওই স্কুলের কর্তাদের গ্রেফতার করা হয়েছে। |