টুকরো খবর
ধর্মঘটে স্কুল বন্ধ, ব্যবস্থা নিলেন বিডিও
বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটে কাঁথিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল মঙ্গলবার। বামপন্থী বা তৃণমূলকোনও পক্ষই রাস্তায় নামেনি। দু’একটি সরকারি দূরপাল্লার বাস চললেও বেসরকারি যানবাহন বন্ধ ছিল তৃণমূলের এই খাসতালুকে। বড় দোকানপাটও প্রায় সব বন্ধ। কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত অবশ্য জানান, মহকুমার বিভিন্ন সরকারি অফিসে কর্মচারীদের ৮০ শতাংশের বেশি হাজিরা ছিল। স্কুল-কলেজ খুললেও ছাত্রছাত্রী ছিল সামান্য। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে কর্মচারীদের হাজিরার হার প্রায় একশো শতাংশ ছিল বলে জানান নির্বাহী আধিকারিক সৌমেন পাল। কাঁথির মৎস্য দফতরে হাজিরাও ছিল প্রায় একশো শতাংশ। সোমবার রাতে কর্মচারীরা দফতরেই ছিলেন বলে জানান সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ। রেল চালু থাকলেও হাতেগোনা যাত্রী ছিলেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশি ব্যবস্থা ছিল। তবে কোথাও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। এ দিকে, সরকারের নির্দেশ উপেক্ষা করে রামনগর-২ ব্লকের মানিকাবসান হাইস্কুল বন্ধ ছিল। তা জানতে পেরে প্রধান শিক্ষক অরুণ পালের বাড়িতে গিয়ে জবাবদিহি চান বিডিও সুকান্ত সাহা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা দফতরে রিপোর্ট পাঠিয়েছেন তিনি। অরুণবাবু বলেন, “পরিচালন সমিতির নির্দেশেই বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।”

হুমকি এসএমএস, গ্রেফতার ছাত্র
জঙ্গি গোষ্ঠীর নাম করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর কাছে হুমকি-বার্তা পাঠানোর ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার রাতে কলকাতার কাছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র সৌরদীপ সিংহকে গ্রেফতার করার পরে তথ্যপ্রযুক্তি আইনের (৬৬ এ) ধারায় মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার তমলুক মহকুমা আদালতে তোলা হয় তাঁকে। ধর্মঘটের কারণে আদালতে কোনও আইনজীবীকে পাননি বীরভূমের সিউড়ির বাসিন্দা সৌরদীপ। বিচারকের কাছে তিনি স্বীকার করেন, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় মজার ছলে কোলাঘাট ইঞ্জিনিয়ারং কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়েছিলেন। অভিযোগের গুরুত্ব বিচার করে সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। সৌরদীপকে ৬ মার্চ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন তমলুকের সিজেএম দেবকুমার সুকুল।

রবীন্দ্র চিত্রকলা নিয়ে আলোচনা
আগামী ২-৩ মার্চ পাঁশকুড়া বনমালী কলেজে ‘রবীন্দ্র চিত্রকথা: সাহিত্যে ও রঙে রেখায়’ শীর্ষক এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। ইউজিসি-র অর্থানুকূল্যে ওই সেমিনারের উদ্বোধন করবেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করবেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী ও পাঁশকুড়া কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন মহাপাত্র। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। ছবি ছাড়া রবীন্দ্র অধ্যয়ন অসম্পূর্ণ জ্ঞানেই পাঁশকুড়া ও ঝাড়গ্রামের কলেজ আরও এক বার ফিরে দেখতে চায় রবীন্দ্র চিত্রকলা।

ধরা পড়েনি কেউ
গণধর্ষণের চেষ্টায় অভিযুক্ত দুই ব্যক্তির গণপ্রহারে মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এগরার দুবদা গ্রামের এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় জড়িত তৃতীয় ব্যক্তিরও খোঁজ মেলেনি এখনও। তাঁদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে মঙ্গলবারও দুবদার পরিবেশ ছিল বেশ থমথমে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.