হোবার্টের জয়ে দ্বিধায় শ্রীকান্তের কমিটি
হোবার্টে বিরাট কোহলির দুর্ধর্ষ ইনিংসে ফাইনালের রাস্তা অবিশ্বাস্য ভাবে খোলা থাকা। যার দু’রকম প্রভাব বুধবার মুম্বইয়ের দল নির্বাচনী বৈঠকে পড়তে পারে বলে শোনা যাচ্ছে।
শ্রীকান্তের কমিটি কোহলির উদাহরণ তুলে বলতে পারে যে, তরুণ রক্তই ভরসা। অতএব বাংলাদেশের এশিয়া কাপে ধোনির নেতৃত্বে তরুণ দলই পাঠাও।
নির্বাচক কমিটি একেবারে বর্তমানে মনোনিবেশ করল। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। ২ মার্চ মেলবোর্নে যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে তা হলে ভারত ফাইনালে চলে যাবে। ধোনিরা বুধবারই সিডনি হয়ে ব্রিসবেনে চলে যাচ্ছেন। ফাইনালে গেলে প্রথম ম্যাচ গাব্বাতেই খেলতে হবে। কারও কারও মনে হচ্ছে, এশিয়া কাপে কয়েক জনকে বাদ দিয়ে দিলে হোবার্টের জয়ে যে একটা ফুরফুরে হাওয়া উঠেছে, সেটা মিলিয়ে যাবে।
আশ্চর্য হলেও সত্যি যে, দল নির্বাচনী বৈঠকের আগের রাত পর্যন্ত দু’টো ভাবনাই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছে। বীরেন্দ্র সহবাগের মাথার ওপর থেকে মেঘ সরে গিয়েছে এর পরেও বলা যাচ্ছে না। বরং নির্বাচকদের একাংশ, বোর্ডের প্রভাবশালী একটা অংশ মনে করে তাঁকে এশিয়া কাপের দল থেকে বিশ্রাম দেওয়া উচিত। অস্ট্রেলিয়া থেকে এঁদের কাছে এমন রিপোর্টও পৌঁছেছে যে, সহবাগ তাঁর পিঠের সমস্যা নিয়েই খেলে চলেছেন। এর পর আইপিএল রয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত জাতীয় নির্বাচকেরা অনেকে এমনকী এটাও জানেন না যে, সচিন তেন্ডুলকর বোর্ডকে কিছু জানিয়েছেন কি না। মুম্বইয়ে শ্রীকান্তের কমিটি দল বাছতে বসছে সাড়ে এগারোটা নাগাদ। চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে, সচিন যদি তার মধ্যে নিজে থেকে নিজেকে সরিয়ে না নেন তা হলে তাঁকে এশিয়া কাপে বিশ্রাম নেওয়ার কথা বলা হবে? বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
সুরেশ রায়না এ দিন ৪০ নট আউট করে সম্ভবত তাঁর উইকেট বাঁচাতে পারলেন। জাহির খান পারলেন জোর দিয়ে বলা যাচ্ছে না। তাঁকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচকেরা এখনও এককাট্টা। কিন্তু ওয়াকিবহাল মহলের কারও কারও মতে, এই দল নির্বাচনটা শুধু নির্বাচকেরা করছেন না। বোর্ড কী চাইছে সেটা সমান গুরুত্বপূর্ণ। হোবার্টে ম্যাচ জিতে ওঠার পর-পরই ধোনি একটা ফোন পান। বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের। শুধুই জয়ের অভিনন্দনসূচক ফোন? নাকি এশিয়া কাপের দল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটাও তখনই হয়ে গেল?
এ দিকে সংবাদসংস্থার খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন বলেছেন, টেস্ট নেতৃত্ব রাখতে হলে ধোনিকে ভাল খেলতে হবে। “ওঁর টেস্ট পারফরম্যান্স দেখুন। টানা আট টেস্টে হার। সেটাও বদল আনার পক্ষে যথেষ্ট নয়?” সহবাগের উচ্ছ্বসিত প্রশংসা করে সৌরভ বুঝিয়ে দিয়েছেন টেস্ট নেতৃত্বের ব্যাপারে তাঁর ভোট কার দিকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.