অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানায়, মৃতার নাম আসরিজা খাতুন (১৯)। বাড়ি কালনা ২ ব্লকের রাহাতপুর গ্রামে। মৃতার বাপের বাড়ির আত্মীয়দের দাবি, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে ওই তরুণীকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর নাদনঘাট কুন্দপাড়া এলাকার বাসিন্দা আসরিজার বছর দেড়েক আগে রাহাতরপুর গ্রামের মোর্তাজা শেখের সঙ্গে বিয়ে হয়। মৃতার দাদু মহরম শেখের অভিযোগ, “বিয়ের মাস দুয়েক পর থেকেই তাঁর নাতনির উপরে শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করত। বিষয়টি স্থানীয় কল্যাণপুর পঞ্চায়েতকে জানানো হয়েছিল। তাতে সাময়িক শান্তি ফিরলেও ফের শ্বশুর বাড়ির লোকজনরা ওর উপরে অত্যাচার শুরু করেন। এ দিন সকালে মেয়ে অসুস্থ বলে খবর দেওয়া হয়। হাসপাতালে এসে ওকে মৃত অবস্থায় দেখা যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, নাতনির স্বামী আগের দিন রাতে ওকে হাসপাতালে ভর্তি করেই পালিয়ে গিয়েছে।” এখনও অবশ্য লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।
|
আগুন লাগল পুরসভার জঞ্জালের স্তূপে। মঙ্গলবার দুপুরে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকলকর্মীরা। শহরে পুরসভার বিপরীতেই ওই জঞ্জাল ফেলার জায়গাটি রয়েছে। এ দিন বেলা ১টা নাগাদ সেখান থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বসতি অঞ্চল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পুরসভাকে জানানো হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ বলেন, “ঘটনায় পুরসভার তিনটি জঞ্জাল ফেলার গাড়ি আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।” দমকল সূত্রে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। |