ধর্মঘটের বিরোধিতায় পথে নামছে তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা মঙ্গলবারের সাধারণ ধর্মঘটের সক্রিয় বিরোধিতায় নামার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল। রবিবার মেচেদায় দলের কোর কমিটির বৈঠকে তৃণমূল জেলা সভাপতি তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বামেদের সাধারণ ধর্মঘটের বিরোধিতায় জেলার সর্বত্র মিছিল ও পথসভা করবেন দলের কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বরা। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “বামেদের ডাকা বন্ধের বিরুদ্ধে সর্বত্র মিছিল ও পথসভা করা হবে। জেলার জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনিক ভাবে সাহায্য করা হবে।” |
 |
ধর্মঘটের বিরোধিতায় মিছিল মেদিনীপুরে। ছবি: রামপ্রসাদ সাউ। |
এ দিকে সাধারণ ধর্মঘটের দিন দলীয় কর্মী সমর্থকরা পথে নামলেও সংঘর্ষ এড়িয়ে মিছিল-পথসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি। নিরঞ্জনবাবু বলেন, “সাধারণ ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রচার চলছে। স্কুল-কলেজ ও বাজার কমিটিগুলির কাছে শ্রমিক সংগঠনের তরফে ধমর্ঘট সমর্থনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোথাও জোর করে ধর্মঘট ভাঙার চেষ্টা হলে সংঘর্ষ এড়িয়ে চলার জন্য দলীয় কর্মী সমর্থকদের পরামর্শ দেওয়া হয়েছে।” পাশাপশি জেলায় ওই দিন বাস চলাচল করবে কি না তা নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার বেরা। সুকুমারবাবু বলেন, “উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হলেই বাস চালানো হবে। এ বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ করতে হবে।” অন্য দিকে সরকারি কর্মচারীদের সংগঠন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটি বামেদের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে শনিবার জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। |
|