|
|
|
|
গাইঘাটা মতুয়া মেলাকে সরকারি সাহায্যের ঘোষণা |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
মতুয়া মহাসঙ্ঘের ‘পীঠস্থান’ গাইঘাটার ঠাকুরবাড়িকে কেন্দ্র করে ‘পর্যটনকেন্দ্র’ গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রবিবার ঠাকুরবাড়িতে গিয়ে এ কথা জানান পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। প্রাথমিক পদক্ষেপ হিসাবে মতুয়াদের ধর্ম মহামেলায় (আগামী ২০ মার্চ) পরিকাঠামোগত নানা পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী, যা শুনে মতুয়া
মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপানিদেবীর প্রতিক্রিয়া, “আমাদের কপাল খুলে গেল।” |
 |
ঠাকুরবাড়িতে বড়মার সঙ্গে পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। রবিবার পার্থসারথী নন্দীর তোলা ছবি। |
মেলাকে কী ধরনের পরিকাঠামোগত সাহায্য দেবে সরকার? রচপাল জানান, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, আলো, ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা করা হবে। মেলায় প্রায় ২০-২৫ লক্ষ মানুষ আসেন। মন্ত্রীর কথায়, “পর্যটন দফতর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের বড় মেলা বা উৎসবগুলির ক্ষেত্রে সরকারি সাহায্য করা হবে।”
বাম আমলে প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীও এক সময়ে ‘সরকারি উদ্যোগে’ মতুয়া মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। সে সময়ে ‘সরকারি হস্তক্ষেপে’ আপত্তি তোলেন ঠাকুরবাড়িরই একাংশ। সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সহ-সঙ্ঘাধিপতি তথা বর্তমান সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর অবশ্য এ দিন বলেন, “বাম সরকার আমাদের কোনও ভাবে সাহায্য করেনি। বর্তমান সরকারের সিদ্ধান্তে আমরা খুশি।” |
|
|
 |
|
|