টুকরো খবর
বর্ধমানে যুব দিবস পালিত
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পে উদ্যোগে পালিত হল যুব দিবস। এই উপলক্ষে রাজবাটি থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ও বাণী-সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোলাপবাগ পর্যন্ত পরিক্রমা করে। রবিবার গোলাপবাগ প্রেক্ষাগৃহে একটি আলোচনাচক্রের উদ্বোধন করেন কারিগরি শিক্ষা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে রাজ্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিত উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দাঁ। বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক তথা এই প্রকল্পের আধিকারিক দেবকুমার পাঁজা বলেন, “প্রায় ৪০টি কলেজের ৭০০ ছাত্রছাত্রী এই পদযাত্রা ও অলোচনাচক্রে যোগ দিয়েছেন।”

সুবর্ণজয়ন্তী পালিত
মঙ্গলকোটের নিগন দেশবন্ধু বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী পালিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বিজ্ঞান প্রদর্শনী ও স্মারক পত্রিকার উদ্বোধন করেন। তিন দিনের এই অনুষ্ঠানে উপলক্ষে ছিল রণপা নাচ, বাউল গান-সহ নানা আয়োজন। স্মারক পত্রিকার সম্পাদক তথা স্কুলে শিক্ষক মনোহর দাস বলেন, “অনুষ্ঠান ছাড়াও ওই দিন ছাত্রেরা প্রাক্তন শিক্ষকদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়।”

দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত দুই, জখম ২৫
নিজস্ব চিত্র।
কনেযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে এক যুবকের। জখম হয়েছেন আরও ২৫ জন যাত্রী। শনিবার গভীর রাতে বলগনা-দেবগ্রাম রুটের কনেযাত্রী বোঝাই একটি বাস মেমারির হাটপুকুরের কাছে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম পাপ্পু বাউরি (২৫)। বাড়ি ভাতারের বলগণায়। জখম ২৫ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ১৫ জন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, শনিবার দুপুরে ভাতারের বাদশাহী রোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক খেত মজুরের। মৃতের নাম খুদু শেখ (৪৩)। বাড়ি বামশোর গ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

দোকানে আগুন, ধৃত
আগুন লাগিয়ে দুটি দোকানঘরকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে শনিবার সকালে এক যুবককে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। ধৃতের নাম আশিস মুখোপাধ্যায়। বাড়ি সিমলন আটঘোরিয়া পঞ্চায়েতের মধুপুর এলাকায়। শনিবার ভোরে মধুপুর বাজারে রমু দুর্লভের হোটেল ও অনিল চৌধুরীর দোকান থেকে আগুন বেরোতে দেখেন অনিলবাবুর দাদা অসিত চৌধুরী। চাপের মুখে আগুন লাগানোর কথা স্বীকার করেন তিনি। বাসিন্দারাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.