টুকরো খবর
কয়লা বোঝাই মালগাড়ি লাইনচ্যুত
নিজস্ব চিত্র।
কয়লা বোঝাই মালগাড়ির শেষ চারটি বগি লাইনচ্যুত হল শুক্রবার রাতে। রেল সূত্রে খবর, বর্ধমান-আসানসোল মেন লাইন থেকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের দিকে কয়লা নিয়ে যাওয়ার পথে লুপ লাইনে ঢোকার পরেই ওই ঘটনা ঘটে। লুপ লাইনে ঢোকার পরে ওই ঘটনা ঘটায় মেন লাইনে ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। তামলা ব্রিজের কাছে মেন লাইন থেকে একটি লাইন ঢুকে গিয়েছে ডিপিএলের দিকে। মূলত ডিপিএলের সাইডিংয়ে কয়লা আনা নেওয়ার কাজ হয় ওই লাইনের মাধ্যমে। সেই কাজেই মালগাড়িটি ডিপিএলে যাচ্ছিল। দুর্গাপুরের স্টেশন ম্যানেজার দিলীপ বন্দ্যোপাধ্যায় জানান,এই ঘটনায় মেন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। ওই লাইনে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি চলাচল স্বাভাবিক ছিল।

আশ্রম মোড়ে খুন যুবক
দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবলু সিংহ (৩২)। রবিবার সন্ধ্যায় আসানসোল (দক্ষিণ) থানার আশ্রম মোড়ের কাছে একটি পেট্রল পাম্পের সামনে জি টি রোডের উপরেই গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এলাকার বাসিন্দারা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাত সাড়ে ৮টা নাগাদ অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই পেট্রল পাম্পের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। আচমকা জনা তিনেক দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে ওই যুবককে। মৃতের মুখে তিনটি গুলির ক্ষত পেয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এডিসিপি জানান, মৃত ওই যুবকের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল। কারা তাকে খুন করল, তার তদন্ত শুরু হয়েছে।

সাহিত্যসভা
ভাষা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের বর্ধমান শাখার উদ্যোগে বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলার কবিদের নিয়ে ‘এই দিন-এই কাল’ শীর্ষক সাহিত্যসভার আয়োজন করা হয়। যোগ দেন তিন জেলার বাংলা, হিন্দি, ঊর্র্দু ও সাঁওতালি ভাষার ৭৬ জন কবি। পানাগড় বাজার হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি কামাখ্যাচরণ মুখোপাধ্যায়। সভাপতিত্ব করেন আশিস ভট্টাচার্য। এ দিন কবি দিলীপ সাহা ও কেষ্ট চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়।

খনি ভরাটের দাবিতে অবরোধ
নিজস্ব চিত্র।
খোলামুখ খনি ছাই দিয়ে ভরাট করা হচ্ছে। পদ্ধতি মেনে ছাই ফেলার পরে মাটি না ফেলায় এলাকায় ছাই উড়ছে। শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। অবিলম্বে মাটি ভরাটের দাবিতে রবিবার অন্ডালের জেকে রোপওয়েজ টপলাইন থেকে মাধবপুর যাওয়ার রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করা হল ২৬ করাতকল
বেআইনি করাতকলগুলিতে অভিযান চালিয়ে রবিবার দুর্গাপুর বন বিভাগ ২৬টি করাত কল বন্ধ করে দিল। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০ ভ্যান কাঠ। তার মধ্যে মূল্যবান সেগুন কাঠও রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় বন আধিকারিক কুমার বিমল। তিনি জানান, এ দিন বেনাচিতি, প্রতাপপুর, লাউদোহা, আমরাই, ঝান্ডাবাগ, জামুড়িয়া প্রভৃতি এলাকায় অভিযান চালানো হয়। ওই সমস্ত এলাকায় প্রচুর বেআইনি করাত কল চলছে বলে অভিযোগ আসছিল। এর পরেই অভিযান চালানোর পরিকল্পনা নেয় বন বিভাগ।

ধর্মঘট বিরোধী মিছিল তৃণমূলের
মঙ্গলবার বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটে এলাকার ব্যবসায়ীদের সামিল না হওয়ার আবেদন জানিয়ে রবিবার কাঁকসায় মিছিল করল তৃণমূল। দলের ব্লক যুব নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এ দিন পানাগড়ের ইন্দিরা মূর্তির পাদদেশ থেকে মিছিলটি বের হয়ে রনডিহা মোড় হয়ে রেলপাড়ে গিয়ে শেষ হয়। ব্যবসায়ীরা যাতে সে দিন দোকানপাট খোলা রেখে জনজীবন স্বাভাবিক রাখায় সহযোগিতা করেন সেই আর্জি জানানো হয়।

ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে বি-জোনের তিলক রোডে একটি বাড়িতে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অর্জুন থাপা (৩৫)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও কারণে শনিবার রাতে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্কুলছাত্রীর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের শ্যামসুন্দরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিয়া মণ্ডল (১৪)। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। রবিবার বাড়িতেই তার ঝুলন্ত দেহ মেলে। দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়লা বাজেয়াপ্ত
শুক্রবার গভীর রাতে একটি বেআইনি কয়লার লরি আটক করেছে কাঁকসা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ছোটেলাল যাদবকে। পুলিশ জানিয়েছে, লরি থেকে ১২ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত হয়েছে।

ঠিকাশ্রমিক নিয়োগ নিয়ে গোলমাল
একটি বেসরকারি কারখানায় ঠিকাশ্রমিক নিয়োগকে কেন্দ্র করে বচসার জেরে প্রহৃত হয়েছেন বলে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, কারখানায় ঠিকাশ্রমিক নিয়োগ নিয়ে জোর-জুলুম করছিল এক পক্ষ। তিনি প্রতিবাদ করলে তাঁর উপর চড়াও হয় তারা। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.