
খেলার টুকরো খবর |
ক্রিকেটে হারল মিলনী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেটে রবিবার শিবাজি সঙ্ঘ ১০১ রানে হারিয়েছে মিলনী ক্লাবকে। প্রথমে ব্যাট করে শিবাজি ৩৮ ওভারে করে ২০৯-৬। দলের বিবেক সিংহ অপরাজিত ৮৩ ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৯ রান করেন। মিলনীর বোলিংয়ে সফল সঞ্জয় যাদব ৩৫ রানে ২ উইকেট দখল করেন। জবাবে মিলনী ২৯.৩ ওভারে ১০৮ রান করে। দলের দেবপম বিশ্বাস ৩২ করেন। শিবাজির রানা চৌধুরী ১৯ রানে ৫ উইকেট দখল করেন। শনিবার দিলীপ স্মৃতি সঙ্ঘ ১২৪ রানে হারিয়েছে বিবেকানন্দ সঙ্ঘকে। প্রথমে দিলীপ করে ৩৮ ওভারে ২৫২-৮। অর্ণব ঘোষ করেন ৮৫, নিত্যানন্দ মাঝি ৭০। বিবেকানন্দের সফল বোলার অরিজিৎ রায় (৫০-৪)। বিবেকানন্দ ৩১.৫ ওভারে করে ১২৮ রান। দলের সন্দীপ যাদব ৩৯ ও আমির হোসেন ৩৪ রান করেন। দিলীপের সফল বোলার সৌজন্য বিশ্বাস ১৪ রানে ৩ , নীতিশ অগ্রবাল ১৯ রানে ২ উইকেট অনির্বাণ নন্দে ১৮ রানে ২ উইকেট দখল করেন।
|
সেরার সেরা দিনেশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্রীড়ায় ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন’ হয়েছেন ক্রীড়া বিভাগের দিনেশ মুখোপাধ্যায়। তিনি ১০০ মিটার দৌড়, লংজাম্প ও জ্যাভলিন থ্রোতে প্রথম হয়েছেন। ৩৯টি ইভেন্টে প্রায় ৪০০ প্রতিযোগী যোগ দিয়েছিলেন।
|
কর্মচারী ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্রীড়ায় ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন’ হয়েছেন ক্রীড়া বিভাগের দিনেশ মুখোপাধ্যায়। তিনি ১০০ মিটার দৌড়, লংজাম্প ও জ্যাভলিন থ্রোতে প্রথম হয়েছেন। ৩৯টি ইভেন্টে প্রায় ৪০০ প্রতিযোগী যোগ দিয়েছিলেন।
|
জয়ী পাশিখানা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ধোকরা শহীদ যুবকল্যাণ সমিতি আয়োজিত এক মাস ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাশিখানা যুবক সঙ্ঘ। রবিবার তারা ফাইনালে আলমগঞ্জের কল্পতরু ক্লাবকে ২১ রানে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের সুমন্ত নায়েক, প্রতিযোগিতার সেরা বিজিত দলের সন্দীপ ভকত।
|
নকআউট ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
সেল আইএসপি জিওআরসি আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল টিম বি দল। রবিবার ফাইনালে তারা টিম এ-কে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে টিম এ সব উইকেট হারিয়ে ৭৯ রান তোলে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় টিম বি। সর্বোচ্চ ৬০ রান ও দু’টি উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের মঞ্জিত সিংহ।
|
জয়ী হরিপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হল হরিপুর সিসিএ। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা চিত্তরঞ্জন বয়েজ স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বয়েজ স্পোটির্ং সব উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হরিপুর।
|
জিতল হরিপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হল হরিপুর সিসিএ। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা চিত্তরঞ্জন বয়েজ স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বয়েজ স্পোটির্ং সব উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হরিপুর। |
|