রুদ্ধশ্বাস প্লে-অফ জিতে সেল-এসবিআই গল্ফে খেতাব ছিনিয়ে নিলেন ভারতের অনির্বাণ লাহিড়ী। গত এক বছরের মধ্যে এটা অনির্বাণের দ্বিতীয় এশীয় ট্যুর খেতাব। তিন লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের এই টুর্নামেন্ট জেতার আগে, গত এপ্রিলে এই দিল্লি গল্ফ ক্লাবেই নিজের প্রথম এশীয় ট্যুর খেতাব, প্যানাসনিক ওপেন জিতেছিলেন তিনি। |
ট্রফি হাতে অনির্বাণ। ছবি: এএফপি |
এ দিন অনির্বাণের লড়াইটা ছিল তাই গল্ফার প্রম মিসাওয়াতের সঙ্গে। এবং দিল্লির ছেলে নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন, ভাগ্য সহায় না হলে তাঁর পক্ষে জেতা সহজ ছিল না। “প্রম আর স্কট বারকে আমার সমবেদনা। ওরা দু’জনেই আজ দুর্দান্ত খেলেছে। আমার স্রেফ ভাগ্য ভাল যে আমি জিতে গেলাম,” ট্রফি নিয়ে বলেছেন অনির্বাণ। শেষ রাউন্ডে যে ভাবে খেলেছেন, তাতে তিনি নিজেই সন্তুষ্ট নন জানিয়ে বলেছেন, “আজ যে ভাবে খেললাম তাতে আমি একেবারেই খুশি নই। গত তিন দিন এর থেকে অনেক ভাল খেলেছি। আজ পাঁচটা শট ফস্কেছি। সাধারণত এ ভাবে খেলে গল্ফ কোর্সে পার পাওয়া যায় না। বিশেষ করে ফাইনাল রাউন্ডে। তবে আজ ভাগ্য সত্যিই ভাল ছিল।”
প্রথম তিন রাউন্ডের পরে ১৫-আন্ডার ২০১ স্কোরে থাকা অনির্বাণ এ দিন শেষ রাউন্ডে তেমন ভাল খেলতে পারেননি। স্কোর করেন ১-ওভার পার ৭৩। তবু তাই গল্ফারের থেকে তিন শটে এগিয়ে ছিলেন। কিন্তু প্রম শেষ রাউন্ডে কিছু দারুণ পাটিংয়ের সাহায্যে সেই ফারাক মুছে ফেলেন। দু’জনেই ২৭৪ স্কোরে শেষ করায় খেলা গড়ায় প্লে-অফে। কিন্তু প্লে-অফের প্রথম হোল-এই প্রম-এর টি-শট গিয়ে পড়ে ঝোপের মধ্যে। সেখান থেকে তাই গল্ফার আর ঘুরে দাঁড়াতে পারেননি। অন্য দিকে, অনির্বাণ তিন শটের মধ্যেই হোল-এর তিন ফুটের মধ্যে পৌঁছে যান। সেখানেই হার স্বীকার করে নেন প্রম। তৃতীয় হলেন অস্ট্রেলীয় স্কট বার। গগনজিৎ ভুল্লার শেষ করলেন ষষ্ঠ স্থানে। |