প্রতি দিন নতুন নতুন সমস্যার সামনে পড়ছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ ট্রেভর মর্গ্যান। সোমবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ। তার আগে মর্গ্যানকে খুঁজে বার করতে হবে স্টপারে উগা ওপারার সঙ্গী! কারণ, সোমবারের ম্যাচে ওপারার সঙ্গী স্টপার হওয়ার কথা ছিল যে সুনীল কুমারের তিনি সম্ভবত বাকি মরসুমের জন্যই ছিটকে গেলেন মাঠের বাইরে। এমনিতেই ইস্টবেঙ্গলে ডিফেন্ডার নিয়ে সমস্যা ছিল। নির্মল ছেত্রী, রাজু গায়কোয়াড় জাতীয় ক্যাম্পে। নওবা সিংহ এই মরসুমে মাঠে নামবেন কি না জানা নেই। গুরবিন্দরেরও চোট। এ বার তালিকায় নতুন নাম সুনীল কুমারের। শনিবার সকালে ইস্টবেঙ্গলের প্র্যাক্টিসে উঁচুতে হেড দিতে উঠেছিলেন রক্ষণের ফুটবলার সুনীল কুমার। মাটিতে নামার সময় পড়ে যান তিনি। কনুইয়ের নীচের হাড় ভেঙে দু’টুকরো হয়ে যায়। একটি হাড় চামড়া কেটে কিছুটা বেরিয়ে আসে। রক্তপাতও হতে থাকে। এই সময়ে এসে পৌঁছননি ইস্টবেঙ্গলের অ্যাম্বুলেন্সের ড্রাইভার। ফলে একটি সংবাদমাধ্যমের গাড়িতে সুনীলকে নিয়ে যেতে হয় হাসপাতালে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলছিলেন, “রবিবার বা সোমবার অস্ত্রোপচার হবে সুনীলের। লিগ আর শিল্ডে আমাদের সমস্যা হয়ে গেল স্টপার নিয়ে।”
|
মোহনবাগানের বার্ষিক ক্রীড়া আজ রবিবার ক্লাবের মাঠে। |