টুকরো খবর
চাঁচল থেকে মালদহে ৬৬
আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে এনবিএসটিসি’র চাঁচল ডিপোর ৬৬ জন কর্মীকে মালদহ ডিপোয় কাজে যোগ দিতে হবে। সংস্থার তরফে শুক্রবার ওই নির্দেশ চাঁচলে এসে পৌঁছানোর পরেই সন্ধ্যা থেকে ডিপো ইনচার্জ ও মেকানিক্যাল ইনচার্জকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন চাঁচল নাগরিক মঞ্চের সদস্যরা। চাঁচল ডিপোকে মালদহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে বলে সংস্থার তরফে আগেই জানানো হয়েছে। তার পরেই দলমত নির্বিশেষে নাগরিক মঞ্চ গড়ে আন্দোলন শুরু হয় চাঁচলে। ডিপো না তোলার আবেদন জানিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রীরও দ্বারস্থ হন উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসন বেনজির নূর। এদিন নির্দেশের কথা জানতে পেরেই ঘেরাও-বিক্ষোভ শুরু করেছেন নাগরিক মঞ্চের সদস্যরা। কংগ্রেস নেতা দেবব্রত ভোজ, সিপিএম নেতা মনোয়ার আলম বলেন, “সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া অবধি ঘেরাও চলবে।” চাঁচলের ডিপো ইনচার্জ কিশোর কুমার লাল বলেন, “পুরোটাই উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমার কিছু করার বা মন্তব্য করার কোনও এক্তিয়ার নেই।”

কুপিয়ে খুন
এক ব্যক্তিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে দুই প্রতিবেশীকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলা-বিষনপুর এলাকায় বুধবার রাতে ওই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যান গুরুতর জখম ওই ব্যক্তি। পুলিশ জানায়, মৃতের নাম শুকুয়া দাস (৪৫)। ধৃতরা হল সাইফুদ্দিন শেখ ও কাঙালু রায়। এ ছাড়া আরও এক অভিযুক্ত হুকুম সিংহ পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। দৌলার বাসিন্দা শুকুয়া দাস বুধবার সন্ধ্যায় জয়বাংলা হাট থেকে বাড়ি ফেরার সময় তার উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ৩ জন। হরিশ্চন্দ্রপুরের আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, পুরানো আক্রোশের জেরেই খুন বলে মনে হচ্ছে। ধৃতদের ৩ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ডিপো ঘেরাও
ইসলামপুর ডিপো তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ইনচার্জকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুরের ডিপো রক্ষা কমিটি। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসলামপুর ডিপো প্রায় ৫০ বছরের পুরানো। ডিপো রক্ষা কমিটির তরফে সুবীর বিশ্বাস বলেন, “ইসলামপুরের ডিপোর ৭৩ কর্মচারীকে শিলিগুড়ি কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ ডিপো তুলে দিলে কর্মীরা তো বটেই বাসিন্দারাও সমস্যায় পড়বেন।” বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের ডিপো ইনচার্জ সজল চক্রবর্তী।

ধর্ষণের নালিশ
সস্তায় কাঠ দেওয়ার টোপে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি ওই মহিলা মালদহের হরিশ্চন্দ্রপুর ১-এর বিট অফিসারের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলা দায়ের করেন। ২ ফেব্রুয়ারি বিচারক ওই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশ জানায়, অভিযুক্ত জয়ন্ত মোহরি নামে ওই বিট অফিসার ২ ফেব্রুয়ারি থেকে এক মাসের ছুটিতে গিয়েছেন। তাঁর মোবাইলও বন্ধ। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি করছে। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগকারিনী মহিলা আদালতে মামলা করেছিলেন। আদালত থেকে নির্দেশ পাওয়ার পরে ২ ফ্রেবুয়ারি ওই মহিলার অভিযোগ নথিভুক্ত করা হয়। অভিযোগের ভিত্তিতে আইন মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দ্বিতীয় রায়গঞ্জ
রাজ্য সরকারের পরিষদীয় বিভাগের নকল যুব সংসদ প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করল রায়গঞ্জ গার্লস হাইস্কুল। গত বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই প্রতিযোগিতা হয়। সেখানে রায়গঞ্জ গার্লস হাইস্কুলের নবম থেকে একাদশ শ্রেণির ১৫ জন ছাত্রী অংশ নেয়। দলের সদস্যদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কলকাতা থেকে দলটি ফেরার পর রায়গঞ্জ স্টেশন চত্বরে তাদের সংবর্ধনা দেন রায়গঞ্জের বিধায়ক তথা স্কুলের পরিচালন সমিতির সম্পাদক মোহিত সেনগুপ্ত। স্কুলের প্রধান শিক্ষিকা মধুছন্দা দাস বলেন, “সরকার ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে। ছাত্রীদের সাফল্যে আমরা গর্বিত।”

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সকালে করণদিঘি থনার কদমতলা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দেহটি পড়ে ছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

জয়ী বাম জোট
মেখলিগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সব আসনেই জয়ী হল বাম ছাত্র জোট। বৃহস্পতিবার ভোট হয়। ওই কলেজের ছাত্র সংসদ বাম জোটের দখলেই ছিল।

গুলির লড়াই
চোরাশিকারি দেখে বনকর্মীরা তাড়া করলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হল। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) সাউথ ভল্কা জঙ্গলে এসবি ৩ কম্পার্টমেন্টে ঘটনাটি ঘটেছে। চোরা শিকারিদের কাউকে ধরা সম্ভব হয়নি। কেউ জখমও হননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.