কোণ-খানে সমস্যা?
থায় বলে, ঘর সাজানোর মধ্যে একটা সামঞ্জস্য খুবই দরকার। অর্থাৎ, এক দিকে গুচ্ছের আসবাব ঠাসা হল, আবার অন্য একটি দিক একেবারেই ফাঁকা রয়ে গেল এমনটা যেন না হয়। কিন্তু যাঁরা পুরোপুরি এই ব্যাকরণ মেনে ঘর সাজান, তাঁরাও ঘরের একটি বিশেষ জায়গার দিকে বেশি মন দেন না। ঘরের কোণ। বাকি ঘরটুকু যখন দামি, কম-দামি, হালকা, ভারী, নানাবিধ আসবাবে সেজে ওঠে, তখন বেচারা কর্নারগুলো অবহেলায় কখনও আসবাবের পিছনে, কখনও অপ্রয়োজনীয় জিনিসের আড়ালে, আবার কখনও একেবারে ফাঁকা অবস্থায় ঘরের কোণে লুকিয়ে থাকে। আসুন দেখে নিই, কী করে আকর্ষণীয় করে তুলবেন আপনার ঘরের কোণগুলো?
চেয়ার বা সোফা লিভিং রুম-এ দেওয়ালের সঙ্গে কোনাকুনি ভাবে সাজিয়ে রাখলে সেই কর্নারটি সাধারণত ফাঁকাই পড়ে থাকে। সামনে চেয়ার বা সোফায় ঢাকা পড়ে যেতে পারে বলে, কোনও সাজানোর জিনিসও সেখানে রাখা সম্ভব হয় না। খুব ভাল লাগবে, যদি এখানে সুন্দর সুন্দর পেডেস্টাল রাখা যায়। পেডেস্টাল দেখতে অনেকটা লম্বাটে স্ট্যান্ড-এর মতো। বেশি খরচ করতে চাইলে মার্বল বা দামি কাঠের পেডেস্টাল কিনতে পারেন। কম খরচ করতে চাইলে প্লাস্টারের তৈরি পেডেস্টালও রাখা যেতে পারে। ওপরের অংশটি সমতল হলে সাজিয়ে দিতে পারেন কোনও সুন্দর ছবি। পেডেস্টালটি যদি নেহাতই সাদামাটা হয়, তা হলে তার ওপরে কোনও ভাস্কর্যও সাজিয়ে দেওয়া যায়, বিশেষ করে কোনও আবক্ষ মূর্তি। এ ক্ষেত্রে ওপরের ভাস্কর্য চোখে বেশি পড়বে বলে পেডেস্টাল-এর সাদামাটা রূপ বিশেষ খারাপ লাগবে না। অনেকে কর্নার সাজাতে জয়পুরি কাজ করা বড়সড় ভাস বা পোড়ামাটির লম্বাটে মূর্তি মাটিতেই দাঁড় করিয়ে রাখেন। কিন্তু মাটিতে এই ধরনের শৌখিন জিনিস রাখার একটি সমস্যা হল, প্রতি দিন এগুলি টানাহ্যাঁচড়া করা যায় না বলে এর তলার দিকে এবং নীচে ময়লা জমে কালো ছোপ পড়ে যায়। তাই কম উচ্চতার কোনও স্ট্যান্ড-এর ওপর এ ধরনের জিনিস রাখা ভাল।
সোফার পাশের একরত্তি কর্নারটি ফাঁকা থাকলে, সেখানে দাঁড় করিয়ে রাখতে পারেন একটু লম্বাটে স্ট্যান্ড আর বড় শেড দেওয়া স্ট্যান্ড লাইট। চা-কফির কাপ হাতে আড্ডার সময় উজ্জ্বল আলোর বদলে স্ট্যান্ড লাইটের মৃদু আলো একটা অন্য রকম পরিবেশ তৈরি করে।
সোফা বা চেয়ারের পাশে একখানা সাইড টেবিল রাখা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। কিন্তু ছোট ড্রইং রুমে সব সময় সোফার পাশে সাইড টেবিল রাখার জায়গা থাকে না। তাই ঘরের যে কোনও কোণ বেছে নিয়ে সেখানে একটা সাইড টেবিল রেখে দিন। অনেক সাইড টেবিলের তলাতেই এখন ছোট্ট ছোট্ট চাকা লাগানো থাকে বলে প্রয়োজন মতো সোফার বা চেয়ারের পাশে রেখে দেওয়া যায়। বিকেলে চা খাওয়ার সময় চায়ের কাপ বা স্ন্যাক ট্রে দিব্যি রেখে দেওয়া যাবে এর ওপর। তলায় ছোট স্টোরেজ বা র্যাক রাখা থাকলে ম্যাগাজিন, কাগজ সহ নানা প্রয়োজনীয় জিনিসও ধরে যাবে এতে। সাইড টেবিল নানা আকারের হয়। কর্নার-এর জায়গা অনুযায়ী তিনকোণা বা বৃত্তাকার টেবিল বেছে নিতে পারেন। মেটাল-এর তৈরি পোর্টেবল ট্রে টেবিলও কিনে নিতে পারেন। কাজ ফুরোলে এগুলো ভাঁজ করে রেখে দেওয়া যায়। অনেক ট্রে টেবিলে আবার চারটি পায়ার বদলে দু’টি পায়া ক্রস করে থাকে। ফলে জায়গাও খুব কম লাগে, আবার দেখতেও বেশ স্টাইলিশ লাগে।
কর্নার সাজানোর আর একটা চমৎকার উপায় হল ইনডোর প্লান্ট-এর টব রেখে দেওয়া। তবে এ ক্ষেত্রে দেখে নিতে হবে, কোণটিতে যেন পর্যাপ্ত আলো-হাওয়া ঢুকতে পারে। একটু বড়সড় কাজ করা টবে পাম বা পাতাবাহারের মতো গাছ রেখে দেওয়া যায়। টব রাখার জন্য হ্যান্ডপ্রিন্ট করা চিনেমাটি, পোড়ামাটি বা বাঁশের সুন্দর সুন্দর পটহোল্ডারও বেছে নিতে পারেন। গাছ সাজানোয় একটু বৈচিত্র আনতে চাইলে লিভিং রুমের একটা কোণে একই রকম দেখতে, কিন্তু বিভিন্ন উচ্চতার তিন-চারটি স্টুলে-এ পর পর কয়েকটি ছোট টবে গাছ রেখে দেওয়া যায়। ঘরের এক কোণে রঙিন মাছ আর বাহারি জলজ উদ্ভিদে সাজানো অ্যাকোয়ারিয়ামও দেখতে ভারী সুন্দর লাগে।
একটু বড়সড় ঘরের একটা কোণে সম্পূর্ণ নিজের পছন্দ মতো একটা আস্তানা বানিয়ে নেওয়া যায়। কী করে জানেন? ধরুন, আপনি আঁকতে ভালবাসেন। এ বার কর্নার-এর দু’দিকের দেওয়াল বরাবর পর পর আপনার পছন্দ মতো ছবি আটকে দিলেন। এ ক্ষেত্রে অবশ্য লাইটিংও এমন ভাবে করতে হবে, যাতে ছবির ওপর সরাসরি আলো পড়তে পারে। এ বার সুন্দর কাঠ বা বাঁশের ওপর কাজ করা ফোল্ডিং পার্টিশান দিয়ে জায়গাটিকে ঘিরে দিতে পারেন। এতে ছোট্ট এক কোজি কর্নার পাওয়া যাবে, যা সম্পূর্ণ আপনার নিজস্ব। একই ভাবে এখানে রিডিং এরিয়াও বানিয়ে নেওয়া যায়। দেওয়ালে পর পর তাক বানিয়ে অথবা কাঠ বা রট আয়রনের কর্নার স্ট্যান্ড-এ সাজিয়ে দিন পছন্দের বই। রেখে দিতে পারেন ছোট্ট টেবিল, চেয়ার আর স্ট্যান্ড ল্যাম্প। এতে নিজের পছন্দের জায়গার জন্য আলাদা কোনও ঘর বরাদ্দ করার ঝকমারি পোয়াতে হবে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.