টুকরো খবর
বাসের ধাক্কায় মৃত্যু, ভাঙচুর
নৈহাটিতে শুক্রবার রাতে বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে হাঙ্গামা বেধে যায়। পুলিশ জানায়, নৈহাটির গরিফা ফাঁড়ির কাছে ব্যারাকপুরগামী একটি বেসরকারি বাস এক সাইকেল-আরোহী মহিলাকে এবং এক ব্যক্তিকে ধাক্কা মারে। মহিলা ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। অন্য জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষিপ্ত জনতা বাসটি ভাঙচুর করে। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসচালক পলাতক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৮৫ নম্বর রুটের বাস সঙ্কীর্ণ ঘোষপাড়া রোড দিয়ে বিপজ্জনক ভাবে দৌড়য়। দুর্ঘটনা লেগেই আছে। প্রশাসন নির্বিকার। প্রশাসনিক সূত্রের খবর, মাস কয়েক আগে ওই রুটের বাস-মালিক ও চালকদের নিয়ে বৈঠক করা সত্ত্বেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

সীমান্ত টপকে চুরি, ধৃত চার
সীমান্ত পেরিয়ে এ দেশে চুরি করতে আসা চার বাংলাদেশি দুষ্কৃতী ধরা পড়েছে ভাঙড় থানার জীবনতলা রোডে। দক্ষিণ ২৪ পরগনা পুলিশ সূত্রের খবর, বছর তিনেক ধরে কলকাতা ও শহরতলিতে দুষ্কর্ম চালাচ্ছিল তারা। ধৃতেরা বাংলাদেশের মাদারিপুর জেলার রাজর থানা এলাকার বাসিন্দা। বনগাঁ সীমান্ত পেরিয়ে এসে কলকাতা ও শহরতলি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। নানা জায়গায় চুরি করে চোরাই মালপত্র বিক্রি করত বাংলাদেশে। কলকাতা ও সংলগ্ন এলাকা ছেড়ে এ বার তারা ক্যানিং থানা এলাকায় ঘাঁটি গাড়ার মতলবে ছিল বলে পুলিশের অনুমান। দলটি কোথায় কোথায় চুরি করেছে, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।

চপারে জখম মহিলার পরিচয় মিলল
আদালতে চত্বরে দুষ্কৃতীর চপারে জখম তরুণীর পরিচয় জানা গেল। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবার আদালতে নিলুফা বিবি নামে ডায়মন্ড হারবার থানার সিংহবেড়িয়া গ্রামের ওই মহিলার উপরে হামলা চালায় তিন দুষ্কৃতী। তাঁকে চপার দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বছর দেড়েক আগে নিলুফা বিবি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। এ ছাড়া স্বামীর কাছ থেকে খোরপোষ আদায়ের জন্য পৃথক একটি মামলাও করেন তিনি। বৃহস্পতিবার ওই মামলার সাক্ষী দিতে এসেছিলেন ডায়মন্ড হারবার আদালতে। তখনই তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। ঘটনার পর থেকে ওই মহিলার স্বামী সালাউদ্দিন শেখ পলাতক। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সালাউদ্দিন এই হামলার সঙ্গে জড়িত। মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

কাশীপুরে নিখোঁজ স্কুলছাত্র
এক স্কুল ছাত্রের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর সত্যেনগাজি এলাকায়। নিখোঁজ ওই ছাত্রের নাম ফিরোজ সর্দার(১৪)। শুক্রবার কাশীপুর থানায় নিখোঁজের ঘটনার নথিভুক্ত করা হয়েছে। এ দিন সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি।

দরজা ভেঙে লুঠ
দিনেদুপুরে ছাদের দরজা ভেঙে দামি ক্যামেরা ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে, বারুইপুর থানার চম্পাহাটিতে। গৃহকর্তা নিতাই সাউ বলেন, “আজ সকালে বেরিয়েছিলাম। দুপুরে ফিরে দেখি সব জিনিস লণ্ডভণ্ড। দামি দু’টি ক্যামেরা ও লেন্স চুরি গিয়েছে। আলমারি থেকে টাকাও গায়েব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.