টুকরো খবর
অপহরণের গল্প ফেঁদে টাকা আদায়ের চেষ্টা
বাড়ি থেকে পালিয়ে অপহরণের গল্প ফেঁদে বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করতে চেয়েছিল ছেলে। কিন্তু শেষমেষ বৃহস্পতিবার রাতে ফরাক্কা স্টেশন থেকে পুলিশ হাসানুজ্জামান নামে ওই তরুণকে উদ্ধার করে। শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করার পর তাকে তুলে দেয় বাবার হাতে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হাসানুজ্জামানের বাবা বদরুল হক পেশায় ঠিকাদার। বাড়ি সামশেরগঞ্জের হাউসনগর গ্রামে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে হাসানুজ্জামান। বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। বদরুল হক বলেন, “মাঝ রাতে আমার মোবাইলে একটা ফোন আসে। ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক লক্ষ টাকা দাবি করা হয়। সকালে সামশেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করি। দুপুরে ও বিকেলে ফোন করে নানান জায়গায় টাকা রাখতে বলা হয়। রাত্রে ছেলে নিজেই ফোন করে বলে সে ফরাক্কায় ইন্টারসিটি ট্রেনে আছে, তাকে নিয়ে যেতে। দামি মোবাইলের খুব শখ ছেলের। তা কিনতেই না বুঝে একাজ করে ফেলেছে।” পুলিশ সংশোধনের সুযোগ দিয়ে আপাতত ছেড়ে দিয়েছে তাকে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আপাতত আদালতে জবানবন্দি নিয়ে ছেলেটিকে ছাড়া হয়েছে। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

মিড-ডের চাল চুরি, অভিযুক্ত প্রধান শিক্ষক
মিড-ডে মিলের চাল চুরি করার অভিযোগ উঠেছে এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার বড়ঞার গোপীপুর প্রাথমিক স্কুলের ওই শিক্ষককে ঘরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশ অভিযুক্ত শিক্ষক নিতাইপদ রায়কে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়দিনই স্কুল ছুূটির পর চাল নিয়ে বাড়ি যেতেন ওই শিক্ষক। এ দিন হাতেনাতে ধরা পড়ে যান। পঞ্চায়েত সদস্যদের নিয়ে পরের দিন স্কুলে মীমাংসা হওয়ার কথা থাকলেও উত্তেজিত জনতা স্কুলে তালা ঝুলিয়ে দেয়। ওই শিক্ষক স্কুলে আসার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়। তিনি চাল চুরির ঘটনা অস্বীকার করলে এলাকাবাসীরা ব্যাগ কেড়ে নেয়। পাওয়া যায় চাল ও সবজি। খবর যায় প্রশাসনের কাছে। শিক্ষককে অবিলম্বে সাজা দেওয়ার দাবি কুলেছেন বাসিন্দারা। স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত সদস্য হাবিবুর রহমান বলেন, “উনি দীর্ঘদিন ধরে এ কাজ করছেন জানলেও আগে ধরতে পারিনি। এবার গ্রামবাসীরা তা পেরেছেন।” অভিযুক্ত নিতাইবাবু বলেন, “আমায় ফাঁসানোর জন্যএই মিথ্যে প্রচার করা হচ্ছে।” বড়ঞার বিডিও সুব্রত মহন্ত বলেন, “শিক্ষক যদি ২ কিলো চাল চুরি করেনস তাহলে কী বলার আছে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।”

শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দেওলগাছি সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম আসান আলি শেখ। বাড়ি মানিকগ্রাম। ওই ছাত্রী ও তার পরিবারের লোকেদের অভিযোগ, বৃহস্পতিবার স্কুল শুরু হওয়ার আগে ঘর ঝাঁট দেওয়ার নাম করে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই শিক্ষক। ছাত্রীটি কাউকে প্রথমে কিছু না বললেও বাড়ির লোক তার হাবভাবে সন্দেহ করতে সে ঠাকুমাকে সব বলে দেয়। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ছাত্রীটির পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।”

জলের পাইপ চুরি, বেলডাঙায়
জনস্বাস্থ্য করিগরি দফতরের পানীয় জলের পাইপ চুরি হওয়ার অভিযোগ উঠেছে বেলডাঙায়। অভিযোগ, বেলডাঙার মির্জাপুর-খাগড়ুপাড়া থেকে রেজিনগরের ছেতিয়ানি এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে ওই পাইপ চুরি হয়েছে। কী ভাবে ওই চুরি হল এবং কারা রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখছে পুলিশ। জনস্বাস্থ্য করিগরি দফতরের মুর্শিদাবাদের নিবার্হী বাস্তুকার রীতম ভট্টাচার্য বলেন, “বেলডাঙা ও রেজিনগরের মধ্যবর্তী এলাকা থেকে ওই পাইপ চুরি হয়েছে। এক কোটি টাকার বেশি দামের ওই পাইপের চুরি যাওয়া নিয়ে বেলডাঙা থানায় অভিযোগ করা হয়েছে দফতরের পক্ষ থেকে।”

খুনে সাত জনের কারাদণ্ড
এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে সাত জনকে সশ্রম কারাদণ্ড,৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নিদের্শ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন জজ ফাস্ট ট্র্যাক তৃতীয় আদালতের বিচারক জেসমিন ফতেমা। সরকার পক্ষের আইনজীবী দেবাশিস রায় বলেন, “গ্রাম্য বিবাদের জেরে থানার পাড়া চক মোক্তারপুরের বাসিন্দা আজরাইল হালসানাকে গুলি করে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। সাজাপ্রাপ্তরা অবশ্য মাওবাদীদের কাজ বলে চালানোর চেষ্টা করে।” ২০০৬ সালের ৪ অক্টোবর তার উপর ওই হামলা হয়েছিল।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মারা গেলেন শেফালি মণ্ডল (২২) নামে এক মহিলা। বাড়ি ভগবানগোলায়। শুক্রবার দুপুরে লালগোলার নাটাতলা মোড়ের কাছে রাজ্য সড়কে ওই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, স্বামী কার্তিক মণ্ডল মোটর বাইকে করে স্ত্রী শেফালিদেবীকে নিয়ে জঙ্গিপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। উল্টো দিক থেকে লরিটি তাঁদের বাইকে ধাক্কা মারে। স্বামী সামান্য আহত হলেও স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন চণ্ডী মণ্ডল (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার বিকেলে সাগরদিঘির নানচ গ্রামে একটি ট্রান্সফর্মারের ফিউজ ঠিক করতে গিয়ে ওই দুর্ঘটনা হয়। তাঁকে প্রথমে সাগরদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে বহরমপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.