রামকৃষ্ণ মিশনে এক মহিলার গয়না ছিনতাইয়ের অভিযোগে সাত মহিলা ছিনতাইবাজকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে সোনা কাটার যন্ত্র, ব্লেড ও বেশ কয়েকটি টাকার ব্যাগ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ পরমহংস দেবের ১৭৭তম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনে জনসমাগম হয়। মন্দিরের ভেতরে থাকার সময় কল্পনা গিরি নামে কাঁথি শহরের মনোহরচকের এক বৃদ্ধার সোনার হার ছিনতাই হয়। মন্দিরে উপস্থিত মহিলারা ছিনতাইকারিকে ধরে ফেললে বাকি ৬ সঙ্গী পালানোর চেষ্টা করে। মিশনে উপস্থিত বাকি মহিলারা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।
|
ফেরিঘাটের নিলাম জেলা পরিষদে |
জেলার ২০টি ফেরিঘাটের জন্য নিলাম ডাকল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। জেলা পরিষদের সচিব ২৩ ফেব্রুয়ারি ফেরিঘাট নিলাম ডাকার বিজ্ঞপ্তি জারি করেছেন। ওই ২০টি ফেরিঘাটের মধ্যে তালপাটি-কাকদ্বীপ ভায়া কচুবেড়িয়া, কাঁটাখালি-কচুবেড়িয়া-কাকদ্বীপ ও রসুলপুর-নামখানা ভায়া মায়াগোয়ালিনী তিনটি আন্তঃজেলা ফেরি সার্ভিসও আছে। ২-১৪ মার্চ পর্যন্ত পযার্য়ক্রমে জেলাপরিষদ কাযার্লয়ে নিলাম হবে।
|
ধর্মঘটের বিরোধিতায় সম্মেলন তৃণমূলের |
সুতাহাটার কর্মী সম্মেলনে শুভেন্দু অধিকারী
আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্ট ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের বিরোধিতায় শুক্রবার বিকেলে সুতাহাটার সুবর্ণজয়ন্তী ভবনে কর্মী সম্মেলন হল তৃণমূলের। উপস্থিত ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী-সহ স্থানীয় নেতৃত্ব। শুভেন্দু বলেন, “ধর্মঘটের কোনও প্রভাব পড়বে না হলদিয়া শিল্পাঞ্চলে। অন্য দিনের মতোই যথাযথ উৎপাদন হবে কল-কারখানাগুলিতে।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কনেযাত্রীর। শুক্রবার সন্ধ্যায় জামবনির যুগিবাঁধ গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম ভবেশ মাহাতো (২৩)। বাড়ি ঝাড়গ্রাম থানার ধানঘোরিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কনেযাত্রীর একটি বাস সানগ্রাম-যুগিবাঁধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসের ছাদে ছিলেন ভবেশ-সহ দু’জন। হাইটেনশনের বিদ্যুৎবাহী তারের ছোঁয়ায় বাসের ছাদেই ভবেশের মৃত্যু হয়। বাসের ছাদে থাকা অপর এক যাত্রীকে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বাসটি ঝাড়গ্রামের মানিকপাড়ার বরবাড়ি গ্রামে একটি বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিল।
|
জেলার ২০টি ফেরিঘাটের জন্য নিলাম ডাকল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। ওই ২০টি ফেরিঘাটের মধ্যে তালপাটি-কাকদ্বীপ ভায়া কচুবেড়িয়া, কাঁটাখালি-কচুবেড়িয়া-কাকদ্বীপ ও রসুলপুর-নামখানা ভায়া মায়াগোয়ালিনী তিনটি আন্তঃজেলা ফেরি সার্ভিসও আছে। ২-১৪ মার্চ পর্যন্ত পযার্য়ক্রমে জেলাপরিষদ কাযার্লয়ে নিলাম হবে।
|
স্কুলে বিপর্যয় মোকাবিলা কিভাবে করতে হবে, তা বোঝাতে স্কুল শিক্ষকদের নিয়ে কর্মশালা শুরু হল শুক্রবার। তিন দিনের এই কর্মশালা শুরু হয়েছে সবং পূর্ব চক্রের ডাঙাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে চক্রের ৭০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মশালায় হাজির ছিলেন। সবং বন্যাপ্রবণ এলাকা। ফলে বন্যা-সমস্যা মোকাবিলা নিয়ে আলোচনা হয়। |