মাহেলারা দুরন্ত জেতায় হারলেই বিদায় ভারতের
স্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের জয় শ্রীলঙ্কার। ফল হিসেবে চলতি ত্রিদেশীয় সিরিজে লিগ তালিকায় শীর্ষে উঠে আসা এবং ভারতের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে যাওয়া। যা দাঁড়িয়েছে, রবিবার সিডনিতে অস্ট্রেলিয়া ম্যাচে হারলেই এ বারের মতো ত্রিদেশীয় সিরিজ থেকে ভারতের বিদায় নিশ্চিত। ভারতের টুর্নামেন্টে দু’টো ম্যাচ বাকি। ফাইনালে যেতে গেলে দু’টো ম্যাচই জিততে হবে। ৬ ম্যাচ থেকে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ১৫। ছ’টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৪। সবশেষে ভারত (১০)।
জয় সম্পূর্ণ। বিধ্বস্ত লি। কুলশেখরা ও পেরিরার উল্লাস।ছবি: রয়টার্স
শ্রীলঙ্কা আজ জিতল যথেষ্ট কর্তৃত্ব নিয়ে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ২৮০-৬। জীবনে প্রথম ওয়ান ডে সেঞ্চুরি পান পিটার ফরেস্ট। রিকি পন্টিংয়ের জায়গায় তিনি এই ম্যাচে খেলেন। ফরেস্টকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক ক্লার্ক বলেছেন, “পিটার দুর্দান্ত খেলেছে। কোনও প্রশংসাই যথেষ্ট নয়।” তা সত্ত্বেও চার বল বাকি থাকতেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ৮১ বলে ৮৫ রানের দামি ইনিংস আসে অধিনায়ক মাহেলা জয়বর্ধনের ব্যাট থেকে। দীনেশ চাঁদিমল করেন ১০০ বলে ৮০। তৃতীয় উইকেটে দু’জনের জুটিতে ওঠে অমূল্য ৬৩ রান। সেটাই শেষ বিচারে খুব জরুরি হয়ে যায়। একদম শেষ দিকে নেমে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা নেন তিসারা পেরেরা (১১ বলে ২১ ন:আ:)। ৪৯তম ওভারে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে মারা একটা ছয় ও চারের সাহায্যে শ্রীলঙ্কার উপর চাপ কমিয়েছিলেন। ম্যাচ শেষে জয়বর্ধনে বলেছেন, “পরপর তিনটে ম্যাচ জিতলেও এখনও ফাইনাল নিশ্চিত নয়। এখন আমাদের লক্ষ্য ফাইনাল খেলাটা নিশ্চিত করা।”

ভারতের পক্ষে সুখবর, রবিবারের ম্যাচে ধোনি ফিরছেন। আর
বরাবরের প্রিয় মাঠ সিডনিতে খুব সম্ভবত শেষবার কোনও
আন্তর্জাতিক ম্যাচে খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে।

এ দিকে, রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার বার বলছেন ক্লার্ক। বলেছেন, “রবিবার বিগ ম্যাচ। ফাইনালে ওঠার জন্য ওই ম্যাচে জেতা জরুরি। আমাদের ছেলেরা পারফর্ম করে দেখানোর জন্য তৈরি।” হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য শেষ দু’টো ম্যাচে খেলতে পারেননি ক্লার্ক। আজই ফের নেতৃত্ব দেন। বলেছেন, “পিঠের ব্যথাটা এখনও আছে। কিন্তু রবিবার কোনও অসুবিধা হবে না। আগেই ফিজিওকে দেখিয়ে নেব।” ভারতের পক্ষে সুখবর বলতে, রবিবারের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি ফিরছেন। আর বরাবরের প্রিয় মাঠ সিডনিতে খুব সম্ভবত শেষবার কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলবেন সচিন তেন্ডুলকর। ক্রমাগত ব্যর্থ সুরেশ রায়নার জায়গায় মনোজ তিওয়ারিকে খেলানোর দাবি বারবার উঠছে। ওয়ান ডে সিরিজে এখনও পর্যন্ত একটাও ম্যাচ খেলেননি মনোজ। অথচ শেষ খেলা ওয়ান ডে-তে সেঞ্চুরি আছে তাঁর।


ম্যাচ জয় হার টাই পয়েন্ট নেট রানরেট
শ্রীলঙ্কা ১৫ ০.৪২৬
অস্ট্রেলিয়া ১৪ ০.৩১৮
ভারত ১০ -০.৭৩৩




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.