টুকরো খবর
সুবর্ণ জয়ন্তীতে বৈদ্যবাটির ক্লাব
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৈদ্যবাটি চৌমাথা স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ। সম্প্রতি প্রভাতফেরির মাধ্যমে উৎসবের সূচনা হয়। পুরুলিয়ার ছৌ নাচ, রণপা-সহ বিভিন্ন প্রদর্শনী-সহ বর্ণাঢ্য ওই প্রভাতফেরি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ক্লাবের সম্পাদক সুশান্ত মুখোপাধ্যায় জানান, ওই দিনই ক্লাবের ভবনের পাশে একটি মুক্তমঞ্চের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য শিবির এবং অন্য সামাজিক কাজেরও আয়োজন করেন সংগঠকেরা। এ সবের পাশাপাশি বিভিন্ন জেলার ৮টি দলকে নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক ক্লাবের মাঠেই ওই প্রতিযোগিতা হয়। চ্যাম্পিয়ন হয় বৈদ্যবাটি কৃষ্টিচক্র। ফ্লাডলাইটে আয়োজিত ফাইনালে কৃষ্টিচক্রের মুখোমুখি হয় লিলুয়া ওয়ার্কশপকে। বৈদ্যবাটির দলটি জেতে ৪-১ গোলে। খেলার পরে আতসবাজি প্রদর্শনী হয়। অতিথি উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, দুলাল বিশ্বাস, বর্তমান ফুটবলার রহিম নবি, বৈদ্যবাটির পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ প্রমুখ।

চ্যাম্পিয়ন হল নেতাজি ব্রিগেড
বৈদ্যবাটিতে তৃণমূলের ব্যবস্থাপনায় প্রয়াত সাংসদ আকবর আলি খোন্দকারের নামাঙ্কিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড। বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং বিধায়ক মুজফ্ফর খানের উদ্যোগে ওই প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয় বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে। ফাইনালে নেতাজি ব্রিগেডের মুখোমুখি হয় রিষড়া অরোরা। খেলার নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে ৪-৩ গোলে রিষড়ার দলটিকে হারিয়ে শেষ হাসি হাসে নেতাজি ব্রিগেড। উদ্যোক্তারা জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার ম্যাচের সেরা নির্বাচিত হন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং হায়দার আজিজ সফি। এ ছাড়াও, হুগলি জেলার একাধিক তৃণমূল বিধায়ক, পুরপ্রধান উপস্থিত ছিলেন।

শ্লীলতাহানির ‘চেষ্টা’, ধৃত শিক্ষক
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দেওলগাছি সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম আসান আলি শেখ। বাড়ি মানিকগ্রাম। ওই ছাত্রী ও তার পরিবারের লোকেদের অভিযোগ, বৃহস্পতিবার স্কুল শুরু হওয়ার আগে ঘর ঝাঁট দেওয়ার নাম করে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই শিক্ষক। ছাত্রীটি কাউকে প্রথমে কিছু না বললেও বাড়ির লোক তার হাবভাবে সন্দেহ করতে সে ঠাকুমাকে সব বলে দেয়। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষক গ্রেফতার হয়েছেন।”

বরযাত্রীর গাড়ি উল্টে জখম ১০
বিয়ে করতে আসার পথে দুর্ঘটনায় জখম হলেন পাত্র-সহ দশ জন। শুক্রবার দুপুরে বর্ধমানের রায়না থানার কয়রাপুর থেকে আরামবাগের চণ্ডীবাটি গ্রামে আসছিলেন তাঁরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের বেঙ্গার কাছে তাঁদের গাড়িটি উল্টে যায়। কাছেই একটি চালকলের শ্রমিকেরা সকলকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে পাঠান। পাত্র শেখ আইনাল ও আরও তিন জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেন চিকিৎসকেরা। দুই মহিলা-সহ ভর্তি করা হয়েছে ৬ জনকে। শেখ সেলিম নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক। বরযাত্রীরা জানিয়েছেন, একটি লরিকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। পাত্রীর বাড়ির লোকজন পরে বরকে বিয়ের আসরে নিয়ে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.