উত্তরপ্রদেশে এখনও দু’দফার নির্বাচন বাকি। তার মধ্যেই কর্নাটক নিয়ে ফের অস্বস্তিতে বিজেপি। মুখ্যমন্ত্রিত্ব ফিরে পেতে মরিয়া ইয়েদুরাপ্পাকে বাগে আনতে বেঙ্গালুরু ছুটতে হল বিজেপি সভাপতি নিতিন গডকড়ীকে। উত্তরপ্রদেশের ভোটপর্ব মিটলে কর্নাটকের নতুন সঙ্কটের সমাধান খুঁজতে বসবে দল। দুর্নীতির অভিযোগে জড়িয়ে ক্ষমতা হারানোর পর থেকেই তা ফিরে পাওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে নানা ভাবে চাপ দিয়ে যাচ্ছেন তিনি। ঘনিষ্ঠ বিধায়কদের একজোট করে ফের চাপ বাড়াচ্ছেন তিনি। দাবি সোমবারই (নিজের জন্মদিনে) মুখ্যমন্ত্রিত্ব ফিরিয়ে দিতে হবে। নিতান্তই না হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সদানন্দ গৌড়াকে নিজের আর এক ঘনিষ্ঠ নেতাকে বসাতে হবে। এ ছাড়া এখন নিজের জন্যও একটি যুৎসই পদ পেতেও দর কষাকষি করছেন ইয়েদুরাপ্পা। রাজ্যে লিঙ্গায়েত ভোটে এখনও তাঁর দখলে। তাই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে সে ভাবে কড়া ব্যবস্থাও নিতে পারছেন না বিজেপি নেতৃত্ব। কিন্তু যতক্ষণ না দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হচ্ছেন, তত ক্ষণ ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রিত্ব ফিরিয়ে দিতে নারাজ তাঁরা।
গডকড়ী আজ দলের মনোভাব স্পষ্ট করে দিয়ে বলেন, “কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের প্রশ্নই উঠছে না। কিন্তু ইয়েদুরাপ্পাও যথেষ্ট জনপ্রিয় নেতা। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে আমাদেরও অনেক আপত্তি রয়েছে। এক বার এই অভিযোগ থেকে রেহাই পেলে ইয়েদুরাপ্পাকেও যোগ্য সম্মান দেওয়া হবে।”
দল যা-ই বলুক, ইয়েদুরাপ্পা কিন্তু চুপ করে থাকার পাত্র নন। তাঁর অনুগামীদের হুমকিতে আজ মাঝপথেই ভেস্তে যায় বিধানসভায় অশ্লীল ছবি-কাণ্ডের পর ডাকা দলের চিন্তন বৈঠক। পরিস্থিতি সামাল দিতে গডকড়ী নেতাদের অনুশাসনও মানার পরামর্শ দেন নেতাদের। গৌড়াকে বলেন, “গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই আপাতত সিদ্ধান্ত নিন।” |