নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আপাতত চালুই থাকবে খড়্গপুরের বিগ বাজার।
চলতি মাসের ৩১ তারিখের মধ্যে সমস্ত দোকান তুলে নেওয়ার নোটিস দিয়েছিলেন খড়্গপুরের বিগ বাজার কর্তৃপক্ষ। এই নিয়ে শুক্রবার বিগ বাজারের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থা, কর্মী সংগঠন, খড়্গপুর পুরসভার পুরপ্রধান জহর পাল, বিধায়ক জ্ঞানসিংহ সোহন পাল, সাংসদ প্রবোধ পাণ্ডা ও খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত হয়, চুক্তি নিয়ে কোনও জটিলতা থাকলে বা কোনও একটি সংস্থা অন্যের কাছে অর্থ পায় বলে দাবি করলে তা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিতে হবে। যতদিন না সেই আলোচনা প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন বিগ বাজার খোলা থাকবে। মহকুমাশাসক ও পুরসভার চেয়ারম্যান বলেন, “আপাতত এই পদ্ধতিতে বিগ বাজার খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের আলোচনা করা হবে।” একটি সংস্থা অন্য সংস্থার কাছে অর্থ পান, কোনও সংস্থা চুক্তির শর্ত মানেনি, আবার কেউ ব্যাঙ্ক ঋণ মেটায়নিএই সব নিয়েই বিতর্ক চলছিল বিগ বাজারে। তার ফলেই চলতি মাসের ৩১ তারিখের মধ্যে সমস্ত দোকানদের উঠে যেতে বলা হয়। ব্যবসায়ী ও কর্মীরা চরম সঙ্কটে পড়েন। তৈরি করা হয় পুজা মল শপ ওনার্স ও ওয়ার্কাস ইউনিয়ন। যার চেয়ারম্যান করা হয় মেদিনীপুর চেম্বার অব কমার্সের সম্পাদক রাজা রায়কে। সংগঠনের উদ্যোগেই উভয়পক্ষের পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়। রাজা রায়ের কথায়, “কত বেকার ছেলে এখানে কাজ করে সংসার চালাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ করে দোকান করেছেন। হঠাৎ এটা বন্ধ হয়ে গেলে চরম বিপদের মধ্যে পড়তে হবে সকলকে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিগ বাজারে কোন সংস্থা কার সঙ্গে চুক্তি করেছে তা নিয়ে চুড়ান্ত জটিলতা রয়েছে। ওই জটিলতা নিজেদেরই কাটাতে হবে। প্রশাসন সেই জটিলতায় না ঢুকে আলোচনা প্রক্রিয়া চলাকালীন বিগ বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় বেজায় খুশী ব্যবসায়ী ও কর্মীরা। রাজা রায়ের দাবি, “সমস্যা মেটাতে সব পক্ষকেই উদ্যোগী হতে হবে। আমরা মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী থেকে প্রশাসনের সব মহলের দাবি জানিয়েছি।” |