অম্বাত্তুর চালাক ফ্যালকন, চান রুইয়া
সংবাদসংস্থা • চেন্নাই |
ডানলপের অম্বাত্তুর কারখানাকে রুইয়া গোষ্ঠীর অপর সংস্থা ফ্যালকন টায়ার্সের আওতায় আনার পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে ফ্যালকনই ওই কারখানাটি ঢেলে সাজার কাজ করবে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে অম্বাত্তুর কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ ঘোষণা করেছেন ডানলপ কর্তৃপক্ষ। অম্বাত্তুর কারখানাটি পুনরুজ্জীবিত করতে কর্মী কমানো জরুরি বলে মত কর্তৃপক্ষের। ডানলপের এক মুখপাত্র জানান, কর্মী কমানো-সহ পুনরুজ্জীবনের সব কাজই ফ্যালকনের ছত্রছায়ায় করার পরিকল্পনা করা হচ্ছে। প্রসঙ্গত, বেশ কিছু দিন বন্ধ থাকার পর ২০০৯-এর তৃতীয় সপ্তাহে কারখানাটি খোলে। তার আগে জুলাইয়ে সংস্থার কর্মী ইউনিয়নের সঙ্গে চুক্তি করেন কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, চুক্তিতে কারখানা চালানোর খরচ কমানো হবে বলে প্রতিশ্রুতি দিলেও তা মানেনি ইউনিয়ন।
|
কিংফিশারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কিংফিশারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক বিভাগ। একটি চিঠি দিয়ে তারা এই আর্জি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। বিভাগের চেয়ারম্যান এস কে গয়ালের অভিযোগ, “বহু দিন ধরে জমে থাকা পরিষেবা কর শোধ করতে প্রতি দিন এক কোটি টাকা করে জমা করার আশ্বাস দিয়েছিল কিংফিশার। কিন্তু তা দিতে পারছে না তারা।” সংবাদ সংস্থার খবর, ২০১১-র নভেম্বর পর্যন্ত পরিষেবা কর বাবদ শুল্ক বিভাগের কাছে ৭০ কোটি টাকা বাকি ছিল সংস্থার। গয়ালের দাবি, এর মধ্যে ৩৫ কোটি মেটালেও, বাকি টাকা সংস্থা দিতে পারছে না বলেই অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হল। কিংফিশারের অভিযোগ, অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হওয়ায় উড়ান চালাতে গিয়ে সমস্যায় পড়ছে তারা।
|
শেয়ার বিক্রি নিয়ে
সংবাদসংস্থা • মুম্বই |
গৃহঋণ সংস্থা এইচডিএফসি-র যে অংশীদারি সিটি গ্রুপের হাতে ছিল, তার পুরোটাই বিক্রি করল তারা। সংস্থা জানিয়েছে, এইচডিএফসি-র ৯.৮৫% শেয়ারের পুরোটাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৯০ কোটি ডলারে বিক্রি হয়েছে।
|
নয়া শো রুম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শুক্রবার শিলিগুড়িতে জেকে টায়ার সংস্থার দ্বিতীয় ‘আর্ট স্টিল হুইল শো রুম’ উদ্বোধন হল। উত্তরবঙ্গ-সহ সিকিম ও ভুটানে পরিষেবা ছড়িয়ে দিতে ওই নতুন উদ্যোগ বলে সংস্থার তরফে জানানো হয়েছে। উদ্বোধন করেন সংস্থার জেনারেল ম্যানেজার (সেলস) এস কে অগ্রবাল। |