নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকেরা যাতে সুন্দরবন সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারেন সে জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৈরি হতে চলেছে ‘সুন্দরবন ইনফরমেশন সেন্টার’। এ ব্যাপারে উদ্যোগী হয়েছে বন দফতর। আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী হিতেন বর্মন। এ ব্যাপারে ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা মিলিয়ে সুন্দরবনের আয়তন ৯ হাজার ৬৩০ বর্গ কিলোমিটার। যার মধ্যে ব্যাঘ্র প্রকল্পের এলাকা ২৫৮৫ বর্গ কিলোমিটার। দেশ-বিদেশের পর্যটকদের কাছে সুন্দরবনকে আরও আকষর্ণীয় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সে কথা মাথায় রেখেই পর্যটকদের জন্য এই ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। |
এ বিষয়ে বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক সুন্দরবনে বেড়াতে আসেন। এখানে এসে তাঁদের কেউ কেউ নানা অসুবিধার সম্মুখীন হন। তাঁদের অসুবিধার কথা চিন্তা করেই ক্যানিংয়ে ‘সুন্দরবন ইনফরমেশন সেন্টার’ তৈরি করা হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, এই তথ্যকেন্দ্র থেকে পর্যটকেরা জানতে পারবেন কোথায় সুন্দরবনে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। কতজনকে অনুমতি দেওয়া হয়। কোথায় কোথায় ফেরি চলাচল করে। কতজন যাত্রীকে নিয়ে ফের চলাচল করে। নিকটবর্তী বাসস্ট্যান্ড, রেল স্টেশন এমনকী সুন্দরবনের কোন কোন এলাকায় তাঁরা যেতে পারবেন সে সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে। |