পশ্চিমবঙ্গের প্রকল্প নিয়ে আগামী সোমবারের মধ্যেই সিদ্ধান্তে আসতে চায় ইনফোসিস। তবে রাজ্য সরকারের দাবি, এ নিয়ে রফাসূত্র খুঁজতে মুখোমুখি আলোচনায় বসার জন্য ওই তথ্যপ্রযুক্তি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ইনফোসিস কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, প্রকল্পে বিশেষ আর্থিক অঞ্চলের (সেজ) তকমা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানতে তারা কত দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি? এর উত্তরে আনন্দবাজারকে দেওয়া এক ই-মেল বার্তায় সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল হেড (কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট রিলেশন্স) বিনোদ হামপাপুর জানান, আগামী সোমবারের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে।
এই পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন, এর ফলে পক্ষান্তরে রাজ্য সরকারের উপর চাপ বাড়ল আরও। কারণ, বিশেষ আর্থিক অঞ্চল নিয়ে তৃণমূলের দলীয় অবস্থানই বজায় রাখা হবে, না কি ব্র্যান্ড ইনফোসিসের লগ্নি ধরে রাখতে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে, তা ঠিক করার জন্য সাকুল্যে তিন দিন হাতে পাবে তারা। ২০০৫ সালে দেওয়া নারায়ণ মূর্তির প্রতিশ্রুতি সত্যি করে ইনফোসিসের লগ্নি শেষ পর্যন্ত রাজ্যে পা রাখবে কিনা, তা-ও হয়তো ঠিক হয়ে যাবে ওই দিনই। তবে মুখোমুখি বৈঠকের প্রস্তাব সংস্থা মেনে নিলে এ নিয়ে আরও কিছুটা সময় পাবে রাজ্য।
এই আলোচনার প্রস্তাব প্রসঙ্গে শুক্রবার ক্রেডাই-এর অনুষ্ঠান শেষে শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এ দিন সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা রাজ্যে ইনফোসিসকে চাই। কিন্তু বিশেষ আর্থিক অঞ্চল নিয়ে আমাদের অবস্থান সকলের জানা। তবে তার বাইরে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনায় আমরা প্রস্তুত। কথা বলতে ওঁদের কলকাতায় ডেকেছি। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেরও ব্যবস্থা করা যেতে পারে।”
প্রসঙ্গত, প্রকল্প নিয়ে রাজ্যের মনোভাব জানতে হিডকোকে আগেই চিঠি দিয়েছে ইনফোসিস। বিশেষ আর্থিক অঞ্চলের তকমা না-পেলে জমি ফেরতের কথাও জানিয়েছে তারা। তবে সেই চিঠির উত্তর সংস্থা এখনও পায়নি। পার্থবাবু অবশ্য গত সোমবার জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহেই চিঠি দেওয়া হবে। সেই সপ্তাহ প্রায় শেষ। চিঠিও তৈরি। কিন্তু সংস্থার কাছে তা পাঠানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত চিঠি ফাইলবন্দিই থাকবে।
অবশ্য শিল্পমহলের মতে, ইনফোসিসের পক্ষে বেশি দিন অপেক্ষা করা অসম্ভব। কারণ চলতি অর্থবর্ষে সেজের তকমা না পেলে কর ছাড়-সহ নানা সুবিধা থেকে বঞ্চিত হবে তারা। |