টুকরো খবর
শ্রমিক বদলির নির্দেশ স্থগিত ইসিএলে
হাইকোর্টের নির্দেশে স্থগিত রইল জামুড়িয়ার কুনস্তরিয়া নর্থ সিহারশোল কোলিয়ারির শ্রমিকদের বদলির নির্দেশ। আদালত সূত্রে জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি ইসিএল কর্তৃপক্ষ ওই কোলিয়ারির ৫৪৫ জন শ্রমিককে অন্যান্য কোলিয়ারিতে বদলির নির্দেশ জারি করেছিলেন। ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে তা বলবৎ হওয়ার কথা ছিল। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ওই কোলিয়ারিটিতে ভূগর্ভে নেমে কাজ করা সম্ভব নয়। ২০ টি পাম্প বসিয়েও ওই খনি থেকে জল বের করা যাচ্ছে না। তাই ওই খনিটিকে খোলামুখ করতে হবে। ইসিএলের এই নির্দেশের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলির যৌথ সমন্বয় কমিটি হাইকোর্টে অনিরুদ্ধ বসুর এজলাসে মামলা দায়ের করেন। কমিটির দাবি, ওই খনিতে কোনও পাম্পই বসানো হয়নি। ২০ টি পাম্পে প্রতিদিন ২০হাজার গ্যালন জল বের করা সম্ভব। এর পরেও যদি ভূগর্ভ থেকে সব জল না বের করা যায়, তবে খোলামুখ খনিই বা কীভাবে হবে? কমিটির তরফে আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “অনিরুদ্ধ বসুর এজলাসে ওই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।” ইসিএল কতৃর্পক্ষ ওই নির্দেশ মেনে নিয়ে বলেন, “আদালতের নির্দেশ মেনেই কাজ করা হবে।” কমিটির সূত্রে খবর, শুক্রবার রাতের ‘শিফট’ থেকে আবার কাজ শুরু হয়েছে।

সশ্রম যাবজ্জীবন দম্পতির
এক ব্যক্তিকে গুলি করে খুনের অপরাধে এক দম্পতিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন দুর্গাপুর ফাস্ট ট্রাক আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালের ১৪ সেপ্টেম্বর অন্ডালের ছোড়া এলাকার বাসিন্দা ইসিএল কর্মী রতিরাম মুন্ডাকে গুলি করে খুন করেন গণেশ মুন্ডা ও তাঁর স্ত্রী রাবড়ি মুন্ডা। ব্যক্তিগত সম্পর্কে অশান্তির জেরেই এই খুন বলে তদন্তে জানতে পারে পুলিশ। শুক্রবার ‘খুনের অপরাধে’ বিচারক তাদের সশ্রম যাবজ্জীবন কারদণ্ড ৪ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। এছাড়া ‘অস্ত্র আইন’ মোতাবেক তাদের ৫ বছর কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বিঘ্নেই মাধ্যমিক
শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নে কাটল আসানসোল শিল্পাঞ্চলে। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানিয়েছেন, এ বার মহকুমায় প্রায় ১৮ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছেন। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে সব রকমের প্রশাসনিক তৎপরতা নিয়েছে মহকুমা প্রশাসন। পরীক্ষা দিতে আসা থেকে বাড়ি ফেরা পর্যন্ত শহরের যান চলাচল স্বাভাবিক রাখার সব ব্যবস্থা করেছে পুলিশ। আসানসোলের ডিসিপি (সদর) শীষরাম ঝাঝরিয়া জানান, পরীক্ষার সময়ে শহরে কোথাও যাতে যানজট না হয় তা কঠোরভাবে দেখছে পুলিশ।

একই দুর্ঘটনাস্থলে মৃত্যু তিন জনের
রাস্তার মাঝে ছিল না কোনও সতর্কীকরণ বোর্ড। সেই ভাবেই চলছিল গর্ত খোঁড়ার কাজ। আর পর পর দু’দিন সেখানেই দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ একটি মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন জামুড়িয়ার ভাট্টা গ্রামের বাসিন্দা ধরম দাস (২৬) ও দীনবন্ধু গড়াই (২৬)। রাস্তা কেটে তৈরি হওয়া গর্তের সামনে একটি গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। দু’জনেই ঘটনাস্থলে মারা যান। বুধবার ওই গর্তে পড়েই মৃত্যু হয়েছিল একাদশ শ্রেণির পড়ুয়া উপেন্দ্রকুমার মাহাতো (১৭)। তার এক সঙ্গী গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে দুর্গাপুরের একটি হাসপাতালে।

বিতর্ক অফিস খোলার সময় নিয়ে
ছাত্র সংসদের অফিস সময় মতো খোলে না। রানিগঞ্জ টিডিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ওই সংসদের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠী। শুক্রবার তাঁরা ভারপ্রাপ্ত অধ্যাপকের হাতে দাবিপত্র দেন। ভারপ্রাপ্ত অধ্যাপক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, বিষয়টি ছাত্র সংসদ পরিচালন সমিতিকে বলবেন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন্ত চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “সঠিক সময়েই কার্যালয় খোলা বা বন্ধ হয়।”

ডাবলুর ভাইয়ের বাড়িতে অস্ত্র
সিপিএম নেতা ডাবলু আনসারির ভাই বাবলুর বাড়ি থেকে দু’টি মাস্কেট ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ। গত ১৭ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন বাবলু আনসারি। গত মঙ্গলবার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের দাবি, ধৃতের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকেই অস্ত্রগুলি মেলে। যদিও বাবলু আনসারির পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের বাড়িতে কোনও তল্লাশি চালায়নি। অস্ত্র রাখার মিথ্যা অভিযোগ এনে পুলিশ বাবলুকে ফাঁসাচ্ছে।

পুলিশকর্মীকে ‘ক্লোজ’
‘ক্লোজ’ করা হল আসানসোল পুলিশের এক কর্মী আকাশ আলিকে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন,“প্রশাসনিক কারণে বাধ্য হয়ে ওই কর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.