রেল স্টেশল এলাকার বাসিন্দাদের উদ্যোগে কাটোয়ার রেল রিক্রিয়েশন ক্লাবের মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল কালনার ইয়ংস্টার ক্লাব। এ দিন তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ৩২৪ রাান করে। জবাবে কাটোয়ার অগ্রণী সঙ্ঘ ২০৬ রানেই সব উইকেট হারায়।
|
প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার লিগে শুক্রবারের খেলায় উখড়ার ঐকতান ক্লাব ১৩৫ রানে হারাল একত্রিত অ্যাথলেটিক ক্লাবকে। মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলাটি হয় এমএএমসি মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫০ রান তোলে ঐকতান। ক্লাবের পক্ষে রাহুল বসু ৬০, সতীশ কুমার রাম ৩৫ রান করেন। জবাবে মাত্র ১১৫ রান তোলে একত্রিত অ্যাথলেটিক ক্লাব। ওই ক্লাবের পক্ষে বিকাশ মেহেতা ৫৪ রান করেন। বিজয়ী দলের হয়ে কৃষ্ণচূড়া ঘোষ ২৮ রানে ৩টি উইকেট নেন। উত্তম দাস ২ টি উইকেট নেন ২২ রানের বিনিময়ে। ম্যাচটি পরিচালনা করেন কিরণ সাহা ও পিআর খান।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল ডামরা সিসি। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা রাধাননগর এসিকে ৮৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে ডামরা সিসি ৮ উইকেটে ১৯৮ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি প্রতিপক্ষ।
|
দুর্গাপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় ১১ নম্বর ওয়ার্ডকে ৫৫ রানের ব্যবধানে হারাল রাজু একাদশ। এ দিন খেলাটি হয় রঘুনাথপুর মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে ১৭০ রান তোলে বিজয়ী দল। জবাবে ১১৫ রানে শেষ হয়ে যায় ১১ নম্বর ওয়ার্ডের ইনিংস।
|
বার্ষিক ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে বিসি কলেজে। অধ্যক্ষ গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছে। |