পার্ক স্ট্রিটে ধর্ষণ এবং বর্ধমানে দুই সিপিএম নেতা খুনের পরেও রাজ্যের অবস্থা ‘ভয়াবহ’ হয়ে উঠেছে বলে মনে করছেন না রাজ্যপাল এম কে নারায়ণন। তবে দু’টি ঘটনা নিয়েই বৃহস্পতিবার তিনি মুখ খুলেছেন।
রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্প্রতি মন্তব্য করেছেন, “রাজ্য জ্বলছে।” এ দিন একটি অনুষ্ঠানের শেষে ওই বিচারপতির মন্তব্য উল্লেখ করে রাজ্যপালকে প্রশ্ন করা হয়, পার্ক স্ট্রিটে ধর্ষণ এবং বর্ধমানে দুই সিপিএম নেতা খুনের ঘটনার পরে তিনি কি রাজ্যের অবস্থা ভয়াবহ বলে মনে করছেন? রাজ্যপাল বলেন, “রাজ্যের অবস্থা এখনই ভয়াবহ বলা যায় না।”
বুধবার বর্ধমানে দুই সিপিএম নেতা প্রদীপ তা এবং কমল গায়েন খুন হন। এ দিন তা নিয়ে প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “খুনের ঘটনা কখনওই ঘটা উচিত নয়। এটা দুর্ভাগ্যজনক।” প্রসঙ্গত, বর্ধমান-কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ানের সঙ্গে তাঁরই মন্ত্রিসভার অন্য সদস্যদের বক্তব্যের ফারাক প্রকাশ্যে এসেছে। বয়ানের ওই তফাৎ প্রসঙ্গেও রাজ্যপালকে এ দিন প্রশ্ন করা হয়। রাজ্যপাল বলেন, “পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলে প্রকৃত সত্য বোঝা যাবে। তার আগে এ নিয়ে মন্তব্য করা উচিত নয়।” রাজ্যপালের এই বক্তব্যকে মুখ্যমন্ত্রী-সহ অন্য মন্ত্রীদের বুধবারের বয়ানের প্রতি ‘ইঙ্গিতমূলক’ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।
পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরে মুখ্যমন্ত্রী সেটিকে ‘সাজানো ঘটনা’ বলেছিলেন। পরে অবশ্য পুলিশি তদন্তে ধর্ষণ ‘সত্য’ হিসাবে প্রমাণিত হয়। এ নিয়ে প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মন্তব্য করেছিলেন। যদি সেই উদ্দেশ্যে উনি কিছু বলে থাকেন, তা হলে তা নিয়ে আমার কিছু বলার নেই।” |