টুকরো খবর
আদালত চত্বরে তরুণীর গলায়-মুখে কোপ
আদালত চত্বরেই আক্রান্ত হলেন এক তরুণী। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে ওই তরুণীর গলায় ও মুখে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয় দুষ্কৃতীরা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় আচমকাই ওই তরুণীর উপরে হামলা চালায় তিন দুষ্কৃতী। চপার দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। কেউ কিছু বোঝার আগেই অবশ্য দুষ্কৃতীরা পালিয়ে যায়।” পুলিশ ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের সুপার চিরঞ্জীব মুর্মু বলেন, “প্রথমে কিছু ক্ষণ ওই তরুণীর রক্তের গ্রুপ জানা না থাকায় রক্ত দেওয়া যায়নি। সেই কারণে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে।” জেলার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী ভাবে ও কেন এই হামলা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পুলিশি পাহারার বিষয়টিও।” ওই তরুণী সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তিনি কেন আদালতে এসেছিলেন, তা-ও পুলিশ জানতে পারেনি। ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন, “কয়েক দিন আগেই আদালত চত্বর থেকে তাজা বোমা উদ্ধার হয়েছিল। এ দিন আদালত চত্বরে পুলিশ থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা যে ভাবে হামলা চালিয়ে পালিয়ে গেল তাতে নিরাপত্তার অভাব বোধ করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।”

গাছে ধাক্কা, মৃত বাইকআরোহী
নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার ধারে গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় বাইকআরোহীর। গুরুতর আহত অবস্থায় তাঁর দুই সঙ্গীকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থান এলাকার শীতলিয়ায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম জামশেদ মোল্লা (৩৫)। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন উন্নয়ন প্রকল্পে পার হাসনাবাদ থেকে শীতলিয়া পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। ওই কাজের সঙ্গে যুক্ত ছিলেন জামশেদ। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কাজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। শীতলিয়ার কাছে রোসতার মোড়ে ঘোরার সময় আচমকা তাঁদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে একটি ভ্যানরিকশা। ভ্যানরিকশাটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি জামশেদ। সজোরে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় মোটর সাইকেলটি। তিনজনেই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জামসেদকে মৃত বলে ঘোষণা করেন চিকিসকেরা।

গঙ্গায় ডুবে মৃত্যু
শিবরাত্রি পুজোর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু হল যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোলক দাস (৩৫)। বুধবার রাতে নৈহাটির গোয়ালাঘাটে শিবরাত্রির প্রতিমা বিসর্জন দিতে যান গোলকবাবু। সঙ্গে ছিলেন আরও চারজন। জলে নেমে হঠাৎই তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ও বাসিন্দারা তল্লাশিতে নেমে পড়েন। বৃহস্পতিবার ভোরে ঘাটের কাছেই তাঁর দেহ উদ্ধার হয়।

স্মারকলিপি
এসএসকে এবং এমএসকে স্কুলের অষ্টম শ্রণি পর্যন্ত তপসিলি জাতি-উপজাতি পড়ুয়াদের পোশাকের টাকা-সহ নানা দাবিতে বসিরহাট-১ এর বিডিওর কাছে স্মারকলিপি দিলেন নিখিলবঙ্গ মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক ও সহায়ক, সহায়িকা সমিতি।

ব্যবসায়ী-খুনে তদন্ত
মোবাইলের কল লিস্টের সূত্র ধরেই বৌবাজারের ব্যবসায়ী খুনের তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, নীতীশকে অন্যত্র খুন করে সোনারপুরের খেয়াদা এলাকায় ফেলে যাওয়া হয়। বুধবার তাঁর পরিজনেরা খুনের মামলা দায়ের করেন। ওই ব্যবসায়ীর পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর্থিক লেনদেনের জেরেই এই খুন বলে পুলিশের ধারণা। খুনিদের গ্রেফতারের দাবিতে এ দিন বৌবাজার থানায় স্মারকলিপি দেন স্থানীয় ব্যবসায়ীরা।

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইকের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষে মৃত্যু হল বাইকচালকের। জখম হন দুই বাইক-আরোহী। বৃহস্পতিবার, মধ্যমগ্রামে। মৃতের নাম আশিস ঘোষ (৩০)। পুলিশ জানায়, আশিসবাবু ও তাঁর দুই সঙ্গী বাইকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি স্কুলবাস বাইকটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিসবাবুর। দুই আরোহী হাসপাতালে ভর্তি। চালক-সহ বাসটি আটক হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.